কি! বালিশের নীচে হঠাৎ একটা ফুল পেয়েছেন কী? বা ছুঁচ! সাবধান! কেউ তাহলে আপনার ওপর কালো যাদু করার চেষ্টা করছে। আপনি বলবেন এসব কী? কিন্তু বিশ্বাস করুন, কালো যাদু আপনার ক্ষেত্রে হতে পারে ক্ষতিকর। তাই আমাদের দায়িত্ব আপনাকে এই বিষয়ে সচেতন করা। আজ তাই আমরা এই বিষয়ে কিছু জানাবো। আসুন শোনা যাক।
বালিশের নীচে কাগজ
কালো যাদু আমরা মূলত খারাপ বা নেগেটিভ অর্থে গ্রহন করি। আপনি ধরুন আপনার বালিশের নীচে একটা কাগজ পেলেন যার মধ্যে নানারকম দাগ কাটা আছে। বা অনেকসময় হয়তো কিছু সংখ্যাও লেখা থাকতে পারে। অনেকসময় এটা আপনি পেতে পারেন সাদা কাগজেও, আবার রঙিন কাগজেও হতে পারে। কখনো দেখতে পারেন কাগজের একটা প্রান্ত হয়ত পোড়া। আপনি নিশ্চিত থাকুন, কেউ আপনার ওপর কালো যাদু করার চেষ্টা করছে।
বালিশের নীচে ছুঁচ
অনেকসময় আপনি দেখতে পারেন আপনার বালিশের তলায় ছুঁচ। এমনিতেই বিষয়টা খুবই ভয়ঙ্কর কারণ আপনার গায়ে ছুঁচ ফুটতে পারে, ও রক্ত পড়া ও অন্যান্য অনেক সমস্যা হতে পারে। কিন্তু এই ছুঁচ আপনার ওপর কালো যাদুর প্রভাব বিস্তার করতেও ব্যবহার করা হতে পারে। ছুঁচ তান্ত্রিক আচারে নানাভাবে ব্যবহার করা হয়। অনেকসময় যার ক্ষতি করার জন্য কালো যাদু করা হয় তার বালিশের নীচে ছুঁচ রেখে সেই ছুঁচ এনে কোনো মাটির পুতুলে বেঁধানো হয়। এতে সেই মানুষটার ক্ষতি হবে বলে ধরা হয়।
বালিশের নীচে শুকনো ফুল
বিছানার নীচে ফুল রেখেও অনেকসময় কালো যাদু করা যায়। দেখতে হবে ফুলটা টাটকা নাকি শুকিয়ে গেছে। শুকনো ফুল ফেলে দেওয়া উচিৎ আর তাই কালো যাদু করতে শুকনো ফুলই ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ফুলটা জবা ফুল হয়। শুকনো ফুলে কালো কালো দাগ দেখতে পাচ্ছেন কিনা দেখুন খালি। অনেকসময় এই কালো দাগগুলো যজ্ঞের দাগও হতে পারে। যদি তাই হয় তাহলে বুঝবেন আপনার ওপর কালো যাদু করার চেষ্টা হচ্ছে।
বালিশের নীচে শিশি
বালিশের তলায় আপনি যদি কোনো শিশি পান তাহলে বুঝবেন আপনার ওপর কালো যাদু করার চেষ্টা হচ্ছে। অনেকসময় কোনো তান্ত্রিকের থেকে জল বা তেল বিশেষভাবে মন্ত্র পড়ে ও পুজো করে আনা হয়, যাকে জলপড়া বা তেলপড়া বলে। অনেকসময় সেই শিশির মুখের দিকে লাল সুতো জড়ানো থাকে। সেই জল বা তেল ভরা শিশি আপনার বালিশের তলায় রেখে দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা হতে পারে।
আমি জানি আপনি এইসবে বিশ্বাস করেন না। কিন্তু, আমাদের কাছে এইরকম অনেক রিপোর্ট আছে, যারা বলছে যে তাদের ওপর কালো যাদুর প্রভাব পড়েছে। আপনি জানতেও পারছেন না হয়তো হঠাৎ করে আপনার বমি হওয়া বা মাথা ঘোরার কারণ কী! ডাক্তার তো বলছে অল রাইট। তাহলে কারণ কী! দেখে নিন না আপনার চারপাশে ওপরে লেখা জিনিসগুলো আছে কি না। শোবার আগে বালিশ ঝেড়ে ঘুমোন।
https://dusbus.com/bn/rosun-apnar-jiboner-onek-samosya-samadhan-korte-pare/
মন্তব্য করুন