এবার কি আপনার বাড়িতে কালীপূজায় প্রচুর অতিথি আসবে? তাহলে তো নিজের সাজটা সবচেয়ে আগে পারফেক্ট হওয়া চাই। কালীপূজা মানেই রাতের আনন্দ। তা সে নিজের বাড়িতে পূজা হোক বা নিমন্ত্রণ বাড়ি। রাতের অনুষ্ঠান মানেই সাজটা একটু জমকালো। তাই কালীপূজার সাজও হাওয়া চাই এলিগেন্ট অ্যান্ড গরজ্যাস। তা দিনের হালকা মেকআপ তো খুব সহজেই হয়ে যায়। কিন্তু রাতের মেকআপটা পারফেক্ট না হলে পুরো সাজটাই মাটি। চিন্তার কোন কারণ নেই। রাতের পারফেক্ট মেকআপ টিপস জানতে আজকের লেখা একবার পড়ে নিন।
মুখের মেকআপ
মেকআপ শুরুর আগে মুখ ধুয়ে নিন। তারপর মুখে আগে ময়েশচারাইজার লাগিয়ে নিন। এটা স্কিনকে মেকআপের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করবে, এবং মেকআপের পর মুখ শুকনো লাগবে না। আর ফাউণ্ডেশন মুখের সব জায়গায় ভালো ভাবে ব্লেণ্ড হবে। এরপর ফাউণ্ডেশন লাগাবার আগে কনসিলার লাগিয়ে নিন। এটা মুখে কোন দাগছোপ থাকলে সেটা ঢাকার কাজ করে। তারপর ফাউণ্ডেশন লাগান। নিজের স্কিন টোন অনুযায়ী ফাউণ্ডেশন বাছুন। তারপর মুখে কমপ্যাক্ট লাগান। এরপর আরেকটু ব্রাইট লুকের জন্য চাইলে লুজ লাগাতেই পারেন।
চোখের মেকআপ
চোখের মেকআপের আগে চোখের চারপাশে আন্ডার অ্যাই ক্রিম লাগিয়ে নিন। চোখের চারপাশ কালো থাকলে চোখ বন্ধ করে চোখের চারপাশে কনসিলার লাগিয়ে নিন। এরপর অ্যাইশ্যাডো লাগান। নিজের পোশাকের সঙ্গে মানানসই রঙ বাছুন। তবে শাড়ি পড়লে সোনালী শ্যাডো বেশ ভালোই লাগে। এরপর লাইনার। ব্যবহার করুণ কেক লাইনার বা পেনসিল লাইনার। তারপর মাস্কারা লাগান ওপরের ও নীচের পাতায়। চাইলে হালকা করে কাজল লাগিয়ে নিতে পারেন নীচের পাতায়। ব্যাস চোখ কমপ্লিট।
ঠোঁটের মেকআপ
লিপস্টিক লাগাবার আগে অনেকেই লিপলাইনার লাগান। কিন্তু আগে লিপস্টিক লাগিয়ে নিন নিজের পছন্দ, স্কিন টোন অনুযায়ী। পোশাকের সঙ্গে মানানসই ভাবে দুটো রঙ মিক্স করেও লাগাতে পারেন। তবে রাতের মেকআপের জন্য গ্লসি লিপস্টিক বেশি ভালো লাগবে। লিপস্টিক লাগাবার পর লিপলাইনার লাগান। লিপস্টিকের থেকে বেশি গাড় রঙের লিপলাইনার ব্যবহার করবেন না। লিপস্টিকের রঙের সঙ্গে যায় এমন রঙ বাঁছুন।
ব্যাস, কালীপূজার রাতের জন্য আপনার মেকআপ একদম রেডি। এবার কোন পোশাকটা পড়বেন সেটা ঠিক করে নিন চটপট! আর তারপর বেরিয়ে পড়ুন। আপনার কালীপুজোর রাতের নন্দিনী হয়ে ওঠা জাস্ট সময়ের অপেক্ষা।
মন্তব্য করুন