‘কে.বি.সি.’! নামটা শুনলেই চোখ হাজারটা স্বপ্ন বুনতে শুরু করে, তাই না! সিরিয়াল আর হাজার একটা রিয়েলিটি গেম শোর মাঝে আপনিও দেখেন নিশ্চয়ই আমাদের হট ফেভারিট শো ‘কৌন বনেগা করোরপতি’। দেখতে দেখতে অনেকগুলো সিজন হয়ে গেল, তাও টি.আর.পি. কিন্তু আজও একটুও কমেনি। আর যে যে বছর শো হয়েছিল, সেই বছর ওই সময়ে তো অন্য অনুষ্ঠানের গণেশ উলটে যেত।
তা হবে নাই বা কেন বলুন তো? আমার-আপনার মতো মানুষ, মানে যারা ছেঁড়া কাঁথায় হয়তো শোয় না, আর লাখ টাকা হয়তো অ্যাকাউন্টে আছে, কিন্তু, রোজকার না পাওয়াগুলো জড়ো করতে করতে কোটি টাকার স্বপ্ন দেখতে যাদের আপত্তি নেই, তাদের সেই স্বপ্নকেই তো সত্যি করে এই শো! চলুন, আজ আপনাদের তাঁদের সঙ্গে পরিচয় করাই যাদের এই স্বপ্ন সত্যি হয়েছিল।
হর্ষবর্ধন নাভাতে
২০০০ সালে, মানে যে বছর এই শো প্রথমবার শুরু হয়, সেই বছরই ইনি প্রথম ১ কোটি টাকা জেতেন। বাবা ছিলেন আই.পি.এস অফিসার। উনি নিজেও সেই পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন। অডিয়েন্সের আসনে বসে প্রতিযোগীকে সাহায্য করতেন। তারপর মায়ের কথায় হট সিটে বসা আর বাজিমাত, দিনটা ১৯ অক্টোবর। সেখান থেকে উনি গাড়ি কেনেন, মুম্বইয়ে বাড়িও। বিদেশ থেকে এম.বি.এ করেন।
আপনিও কিন্তু চাইলে একটা চান্স নিতে পারেন ওনার মতো। তা জানেন কী ওনার শেষ প্রশ্নটা কী ছিল? জানতে ইচ্ছে করছে তো? শুনুন তাহলে, কোন পদাধিকারী ব্যক্তি সংবিধানের কার্যবিবরণী বা প্রতিবিধান ইত্যাদির সময় উপস্থিত থাকতে পারেন? অপশনগুলো শুনুন- সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ক্যাবিনেট সেক্রেটারি না চিফ জাস্টিস? কী হবে জানেন নাকি! উত্তরটা হবে অ্যাটর্নি জেনারেল।
বিজয় রৌল ও অরুন্ধতী
উড়িষ্যার রৌরকেল্লার এই দম্পতি ২০০১ সালের ২ মে বাজিমাত করেন এই শোতে। বিজয় ‘স্টিল অথরিটি অফ ইন্ডিয়া’র ইঞ্জিনিয়ার। এরাই প্রথম দম্পতি যারা ১ কোটি টাকা পান। ‘জোড়ি স্পেশাল’ এপিসোডে ওনারা জেতেন।
অজয় দেবগণ আর কাজল
সিজন ২-এ এই সেলিব্রিটি জুটি আসেন আর জেতেন ১ কোটি। প্রশ্নটা শুনতে ইচ্ছে করছে তো? শুনুন, দশ টাকার নোটে এর মধ্যে কোন পশুর ছবি আঁকা থাকে না? অপশনগুলো ছিল, বাঘ, হরিণ, হাতি না রাইনো? উত্তরটা হবে হরিণ। এবার থেকে নোট খুঁটিয়ে দেখুন।
রবি সাইনি
ভাইজ্যাগের রবি মোহান সাইনি প্রথম জুনিয়র বিজয়ী যে ১ কোটি টাকা জেতে। তারিখটা ১৪ মে, ২০০২, তখন তার বয়স ছিল ১৪ বছর, ভাবুন খালি! তা ওর প্রশ্নটা শুনুন। ১৯৯২ সালে কোন খেলোয়াড় প্রথম ‘রাজীব গান্ধী খেল রত্ন’ পুরষ্কার পান? উত্তরটা জানেন কী হবে? আগে অপশনগুলো শুনুন তাহলে। বিশ্বনাথন আনন্দ, শচীন তেন্ডুলকার, গীত শেঠী না লিয়েন্ডার পেজ। উত্তরটা বলি তাহলে, বিশ্বনাথন আনন্দ।
রাহাত তসলিম
ঝাড়খন্ডের গিরিডির রাহাত তসলিমের খুব কম বয়সেই বিয়ে হয়। সাধারণ গৃহবধূ হিসেবে থাকা পছন্দ ছিল না তাঁর। আরও পড়তে চেয়েছিলেন, বাড়িতে সেলাই শেখাতেন। নিজেকে প্রমাণ করার ইচ্ছে ছিল মনে। সেই ইচ্ছে নিয়েই এই শোতে আসা সিজন ৪-এ। ওনার কোটি টাকার প্রশ্নটা শুনুন, কোন আফ্রিকান দেশ প্রথম কোনো মহিলাকে তাদের রাষ্ট্রপতি হিসাবে বেছে নেয়। অপশনগুলো ছিল, ইথিওপিয়া, লাইবেরিয়া, কেনিয়া নাকি নাইজেরিয়া। ঠিক উত্তর কী বলুন তো? লাইবেরিয়া।এই উত্তর দিয়েই উনি ১ কোটি পেয়ে যান।
সুশীল কুমার
বিহারের চম্পারণের সুশীল কুমার সিজন ৫-এ আসেন ও ২০১১ সালের ২ নভেম্বর ৫ কোটি জেতেন। তিনিই প্রথম যিনি ৫ কোটি টাকা পান। প্রতি মাসে ৬০০০ টাকা পাওয়া এক মানুষের এই কোটিপতি হওয়া সত্যিই আমাদের অবাক করেছিল। তা ওনার প্রশ্নটা ছিল, কোন ঔপনিবেশিক শক্তি ১৮ অক্টোবর, ১৮৬৮ সালে ভারতের সঙ্গে তাদের সমস্ত যোগাযোগ ছেড়ে দেয় নিকোবর দ্বীপপুঞ্জের অধিকার হস্তান্তরের মাধ্যমে ব্রিটিশদের হাতে? অপশনগুলো ছিল- বেলজিয়াম, ইতালী, ডেনমার্ক না ফ্রান্স। উত্তরটা হবে ডেনমার্ক। আপনাদের মধ্যে যারা উত্তরটা জানতেন তারা কিন্তু কে.বি.সি.-তে যেতেই পারেন।
সানমিত কৌর সাওহানি
২০১৩ সালে ১২ জানুয়ারী সিজন ৬-এ ইনি ৫ কোটি টাকা পান। চন্ডীগড়ের ৩৭ বছর বয়সী এই মহিলাই প্রথম মহিলা প্রতিযোগী যিনি কোটি টাকা পান। সাধারণ গৃহবধূ ও দুই মেয়ের মা এই মহিলাকে প্রশ্ন করা হয়েছিল, কে সেই প্রথম মহিলা যিনি K 2-তে সাফল্যের সঙ্গে পদার্পণ করেছিলেন? অপশনগুলো ছিল- জুঙ্কো তাবেই, ওয়ান্ডা রাটকেইউইজ, তামায়ে ওয়াটানেবল নাকি চন্তল মাউডুইট। উত্তরটা হবে ওয়ান্ডা রাটকেইউইজ।
ফিরোজ ফাতিমা
সিজন ৭-এ ইনি আসেন ও ১ কোটি জেতেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, কে সেই প্রথম মহিলা যিনি সাতটি উপমহাদেশেরই সর্বোচ্চ শৃঙ্গগুলো জয় করেছিলেন? ওনার অপশনগুলো ছিল, বাচেন্দ্রি পাল, সন্তোষ যাদব, প্রেমলতা আগরবাল নাকি সুচেতা সারেথাঙ্কার। উত্তরটা হবে প্রেমলতা আগরবাল।
অচিন ও সার্থক নারুলা
সিজন ৮-এ এই দুই ভাই আসেন ও ২০১৪ সালে ৯ অক্টোবর তাঁরা জেতেন ৭ কোটি টাকা। এখন অবধি তাঁরাই ৭ কোটি টাকা পান। তাঁদের প্রশ্ন ছিল, ব্রিটিশের প্রথম বাণিজ্যিক জাহাজ ‘হেক্টর’ সুরাটের দিকে কমান্ড করে নিয়ে আসেন কোন নাবিক? অপশনগুলো ছিল, পল ক্যানিং, উইলিয়াম হকিন্স, টমাস রো নাকি জেমস ল্যাঙ্কাস্টার। উত্তরটা জানেন নাকি? উত্তরটা হবে উইলিয়াম হকিন্স।
অনামিকা মজুমদার
জামসেদপুরের অনামিকা মজুমদার সিজন ৯-র প্রথম মহিলা কোটিপতি। ওনার ১ কোটির প্রশ্ন ছিল সংবিধান নিয়ে। প্রশ্ন করা হয়েছিল, কোন সেই চিত্রকর যাকে মুখ্যভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধান চিত্রিত করতে? অপশনগুলো ছিল, রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী মুখার্জী, অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি নন্দলাল বসু। উত্তরটা হবে নন্দলাল বসু।
তাহলে আপনারা জেনে গেলেন সাধারণ থেকে অসাধারণ হওয়া এই কোটিপতিদের নাম। দেখুন চারপাশের ঘটে যাওয়া ঘটনা জানলে বা একটু চোখ-কান খোলা রাখলে কিন্তু আপনিও কোটিপতি হবার স্বপ্ন দেখতেই পারেন। তাহলে একবার এই সিজনে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখবেন নাকি? একটা কথা কিন্তু সত্যি, কে কী করল তা বড় কথা নয়, আসল কথা এটাই- জো জিতা ওহি সিকন্দর।
আমার দুর্গা সিরিয়ালের সঙ্ঘমিত্রা তালুকদারের রিয়াল লাইফের কিছু ছবি পর্ব- ১
মন্তব্য করুন