সন্তান জন্মানোর পর বা অনেক সময় আগে থেকেই মাথায় ঘুরতে থাকে– তার নামটা কী হবে?আজ্ঞে হ্যাঁ,নামে যে সত্যিই আসে যায়,তখন সেটা আপনি বেশ হাড়ে হাড়ে টের পান।আপনার সদ্যোজাত শিশুটিকে আপনার মনের মতো নাম ধরে ডাকতে তো চানই,কিন্তু খুঁজতে গিয়ে অনেক নামই মনে ধরে না।
এক্ষেত্রে আগের মতো এবারেও আমরা আপনাকে সন্তানের নাম খুঁজে পেতে সাহায্য করবো।আপনি হয়তো পারিবারিক ঐতিহ্যকে রক্ষা করার জন্য খুঁজে পেতে চান ‘জ’ দিয়ে কোনও নাম,আমরা আজকে জানাবো তেমন কিছু নামেরই হদিশ।প্রথমে দেখে নেবো ‘জ’ বা ‘J’ দিয়ে আপনার কন্যা সন্তানের নাম কী হতে পারে।
‘জ’ বা ‘J’ দিয়ে কন্যা সন্তানের নাম
১. জয়জয়ন্তী
এটি রাগিণী বিশেষ।আপনার সদ্যোজাত কন্যা সন্তানটির এমন নাম কিন্তু বেশ শ্রুতিমধুর হবে।
২. জাগরী
বেশ সুন্দর তো নামটা?দেখুন আপনার ছোট্ট শিশুটিকে এই নামে ডাকবেন কিনা।এর অর্থ নিদ্রাহীন।
৩. জনপদী
বেশ ইউনিক নাম কিন্তু এটি,অথচ শুনতে বেশ ভালো।অর্থটি হল– নগরী,এই নামে আবার একজন অপ্সরাও ছিলেন পুরাণ মতে।
৪. জরিতা
পুরাণে এক পাখির নাম এটি।খুব কম শুনতে পাওয়া এই নামটি কিন্তু বেশ সুন্দর।ভেবে দেখতে পারেন।
৫. জাহ্নবী
এটি গঙ্গার আরেক নাম।গঙ্গাকে তো আমরা পবিত্র নদী বলে মেনে থাকি। সেই পবিত্রতার রেশ যদি আপনার কন্যার নামেও থাকে,তাহলে তো বেশ হয়।কি বলেন ?
৬. জিগীষা
মানেটা হল– জয় করার ইচ্ছা।এত পজেটিভ একটা নাম কিন্তু রাখা যেতেই পারে।
৭. জ্যোতির্ময়ী
এর মানে দীপ্তিময়ী।শ্রুতিমধুর এই নামটি ধরে ডাকলে কিন্তু বেশ লাগবে।
৮. জুঁই
খুব ছোট্ট অথচ সুন্দর নাম তাই না?আমাদের অনেকেরই পছন্দের ফুলের নাম এটি।আর পছন্দের ফুলের নামে ফুলের মতো ছোট্ট শিশুটিকে তো ডাকতেই পারেন!
৯. জয়া
পার্বতীর আরেক নাম এটি।শুনতেও কিন্তু বেশ।আপনার মেয়ের নাম হিসেবে ভাবা যেতে পারে।
১০. জয়ন্তী
দুর্গার অষ্টশক্তির একটি হল এটি।নাম হিসেবেও বেশ সুন্দর।ফলে এই নামও রাখতে পারেন।
১১. জয়মালা
এর মানে যে জয়ের মালা,সেটা তো নামেই বুঝতে পারছেন।ফলে,আপনার সন্তানকে এই নাম ধরে ডাকবেন কিনা দেখুন।
১২. জয়ত্রী
জায়ফলের গাছের ফুল এটি।নামটি খুব বেশী শোনা না গেলেও কিন্তু বেশ সুন্দর।ফলে,ভেবে দেখা যেতে পারে এই নামে ডাকবেন কিনা আপনার কন্যা সন্তানকে।
১৩. জয়শ্রী
বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী।আরেকটি অর্থে এটি রাগিণী বিশেষ।সুন্দর নাম কিন্তু এটি!
১৪. জাগরণী
জাগরণ গান হল এর অর্থ।খুব ইউনিক নাম কিন্তু এটি।
১৫. জগতী
পৃথিবী বা আদ্যাদেবী।আপনার সদ্যোজাত শিশুকে এই নামটিতেও বেশ মানিয়ে যেতে পারে কিন্তু।
‘জ’ বা ‘J’ দিয়ে পুত্র সন্তানের নাম
এবারে আপনাকে ‘জ’ বা ‘J’ দিয়ে পুত্র সন্তানের নামের সন্ধান দেওয়া যাক আসুন।
১. জনেশ
এর আক্ষরিক অর্থ হল– রাজা।আপনার পুত্র সন্তানকে এই নামে ডাকতে পারেন।
২. জয়দিত্য
বিজয়ী সূর্য হল এর অর্থ।নামটি বেশ ইউনিক কিন্তু।
৩. জীবক
বুদ্ধদেবের চিকিৎসকের নাম ছিল জীবক।ইনি একজন ভিক্ষু।
৪. জয়দ্বল
হিন্দু পুরাণ মতে সহদেবের ছদ্মনাম এটি।একটি পৌরানিক ছোঁয়া থাকলেও নামটি শ্রুতিমধুর আর ভালোও।ফলে,এই নামেও আপনি আপনার সন্তানকে ডাকতে পারেন।
৫. জন্মেজয়
প্রাচীনকালে একজন রাজার নাম এটি।ইউনিক নাম।ভাবতে পারেন।
৬. জয়রাজ
জয়রাজ,অর্থাৎ জয়ী যে রাজা।ভেবে দেখুন আপনার ছোট্ট সোনাকে এই নামে ডাকবেন কিনা।
৭. জয়দীপ
এই নামটিও কিন্তু বেশ!এর অর্থ হল জয়সূচক দীপ ।
৮. জয়াদিত্য
এই নামটিও রাখতে পারেন আপনার শিশুর জন্য।অর্থ দাঁড়ায় জয়ের সূর্য।
৯. জয়পাল
ইতিহাসে প্রাপ্ত একজন রাজার নাম এটি।
১০. জ্যোতিপ্রকাশ
এর অর্থ হল খ্যাতি-মহিমা।একটু ভারী হলেও অর্থপূর্ণ নাম।ফলে এই নাম রাখতেই পারেন।
১১. জয়প্রকাশ
আক্ষরিকভাবে বলতে গেলে জয়ের প্রকাশ।বেশ পজেটিভ একটি নাম। ফলে ভাবতেও পারেন।
১২. জগজিৎ
জগজিৎ- এই নামটিও আপনার ছোট্ট শিশুটিকে দিতে পারেন।এর অর্থ হল বিশ্বজয়ী।
১৩. জীতেন্দ্র
ইন্দ্রকে জয় করেছেন যিনি।এই নামটিও বেশ আনকমন।
১৪. জয়দ্রথ
মহাভারতের একটি চরিত্র এটি।এই নামটিও আপনার ছোট্ট সন্তানের হতে পারে।
১৫. জীবিতেশ
এর অর্থ হল ঈশ্বর বা ভগবান।আপনার ছোট্ট পুত্র সন্তানটিকে আপনি এই নামেও ডাকতে পারেন।
আমাদের দেওয়া এই নামের তালিকা থেকে ‘জ’ বা ‘J’ দিয়ে আপনার পুত্র ও কন্যা সন্তানের পছন্দসই নামটি আপনি খুঁজে পাবেন আশা করি।আপনার সন্তান আপনার দেওয়া নামের মতই সুন্দর হয়ে উঠুক।
মন্তব্য করুন