মাথার স্ক্যাল্পের যাবতীয় সমস্যা দূর করে চুলের সার্বিক যত্ন নিতে ব্যবহার করুন আজ থেকে সল্ট শ্যাম্পু। নানা নাম শুনে অবাক হবেন না! চুলের অতিরিক্ত তেলকে সরিয়ে স্ক্যাল্প ক্লিন রাখতে এটি সাহায্য করে। বাজারে রেডিমেড সল্ট শ্যাম্পু কিনতে পাওয়া যায়। কিন্তু জাবেদ হাবিবের পরামর্শ হল বাড়িতে এটি বানিয়ে নিয়ে ব্যবহার করার।
কেন ব্যবহার করবেন সল্ট শ্যাম্পু
- চুল ঝরে পড়ার অন্যতম কারন অয়লিনেস। যা কমাতে সাহায্য করবে সল্ট শ্যাম্পু।
- স্ক্যাল্পের অপরিছন্নতা ও অয়লি ভাবের থেকে মাথায় দেখা দেয় খুশকি। এটি কমাতেও সল্ট শ্যাম্পু ব্যবহার করা উচিত।
- চুলের ভলিউম বাড়াতে ও চুল বাউন্স করতে সল্ট শ্যাম্পু বেস্ট।
কিভাবে বানাবেন সল্ট শ্যাম্পু
খুব সহজ এটি বানানো। নিচে দেওয়া ভিডিওতে দেখেও নিতে পারবেন।
উপকরণ
- লবন ১ চা চামচ
- একবাটি হালকা গরম জল
- বেবি শ্যাম্পু চুলের পরিমাপ অনুযায়ী
কিভাবে ব্যবহার করবেন
- নর্মাল যেমন শ্যাম্পু করেন ঠিক সেভাবেই এটি ব্যবহার করতে হবে।
- আগে সবকটি উপকরণ মিশিয়ে নিয়ে শ্যাম্পুর মত মাথায় লাগান।
- ভালো করে ম্যাসাজ করবেন এটি লাগাতে লাগাতে।
- তারপর নর্মাল ঠাণ্ডা জল দিয়ে মাথা ধুয়ে নেবেন।
- সপ্তাহে দু থেকে তিনবার এটি ব্যবহার করতে পারেন।
Sreebani Sharma
Amr vison hear fall hay ar hear vison patla hay gacha ki vaba komba
DusBus Staff
এই লিঙ্কে দেখুন উত্তর পেয়ে যাবেন