এবছর বর্ষা সেভাবে না এলেও বর্ষাকালের মরশুমের চুল পড়ার ঝামেলা থেকে আমরা কেউ রেহাই পাচ্ছি না। এখন কি বা গ্রীষ্ম – বর্ষা, চুল পড়ার সমস্যা রয়েছে কম বেশি সারাবছর। তাই হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব আজ হাজির এই সমস্যার সমাধান বলে দিতে।
প্রথম ভিডিওতে, জাভেদ ভাই বর্ষার জন্য আপনাকে দুটি বা তিনটি খুব সাধারণ চুলের যত্নের পরামর্শ দিচ্ছেন।
এই ভিডিওতে মোট ৩টি সহজ টিপস দেখিয়েছেনঃ
- বর্ষাকালে চুলে কন্ডিশনার ব্যবহার করবেন না।
- এই মরসুমে চুলে তেল লাগাবেন না।
- তেলের বদলে হেয়ার সিরাম ব্যবহার করুন।
কী ভাবে বর্ষাকালে চুলকে শক্তিশালী করবেন এবং কী ভাবে চুলের বাউন্সনেস বাড়িয়ে তুলবেন তা দেখে নিন এই দ্বিতীয় ভিডিওতে।
মন্তব্য করুন