শ্যাম্পু যদি সঠিক ভাবে না করা হয় তাহলে তা চুলের ক্ষতি করে দুরকম ভাবে।
- চুল অতিরিক্ত ভাবে ফেটে যায়।
- চুলের এক অংশ অতিরিক্ত ভাবে ড্রাই হয়ে যায়।
আমরা এটা বলছি না! স্বয়ং হেয়ার এক্সপার্ট জাবেদ হাবিব বলছেন হেয়ার কেয়ার টিপস দিতে গিয়ে। শুধু তাই নয়, তিনি নিজে দেখিয়ে দিচ্ছেন যে, কি ভাবে শ্যাম্পু করলে চুলের ক্ষতি হওয়ার থেকে বাঁচবেন। নিচের ভিডিওটি প্লে করুন আর নিজের চোখে দেখে নিন।
উপরের ভিডিওতে তো স্বয়ং জাভেদ হাবিব শ্যাম্পু করার সঠিক প্রক্রিয়া আপনাদের দেখিয়ে দিয়েছেন। কিন্তু তাও আমরা আপনাদের দুটো বিষয় আবার বলে দিচ্ছি। যা আপনাদের এই প্রক্রিয়া অবলম্বন করতে সাহায্য করবে বিশেষ ভাবে।
- শ্যাম্পু করার সময় আমরা সকলেই কম বেশি শ্যাম্পু সরাসরি চুলের উপর অ্যাপ্লাই করি। এটা করবেন না। শ্যাম্পু হাতে নিয়ে তাতে সামান্য জল মিশিয়ে নিন প্রথমে। তারপর দুই হাতের তালুতে তা ভালো ভাবে মিশিয়ে নিয়ে চুলে লাগান।
- জাবেদ হাবিবের এই স্পেশাল টেকনিকে শ্যাম্পু লাগানোর পর, হালকা হাতের প্রেসারে মাথা ও চুলে ম্যাসাজ করুন। যাতে শ্যাম্পু চুল ও স্ক্যাল্পের ভিতরে গিয়ে ভালো ভাবে কাজ করতে পারে।
মন্তব্য করুন