প্রাকৃতিক উপায়ে চুল রঙিন করতে এবং চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে মেহেদি বা হেনার গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনে দূষণ ও স্ট্রেসের কারণে চুল ভেঙে যায়, পড়ে যায়, রুক্ষ-শুষ্ক হয়, খুশকির উপদ্রব হয়। সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে, মেহেদি এইসব সমস্যা দূর করার পাশাপাশি চুল স্বাস্থ্যোজ্জ্বল করে এবং মাথা ঠান্ডা রাখে।
চুলের যত্নে হেনা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। তবে সঠিকভাবে প্রয়োগ না করলে আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। তাই সবার আগে বেসিকটা জানা জরুরি৷ চুলে মেহেদি লাগানোর আরো ভালো উপায় জানাচ্ছেন জাভেদ হাবিব, জানতে পড়ে ফেলুন এই আর্টিকেলটি।
চুলে মেহেদি লাগানোর সঠিক উপায় কি
মেহেদি চুলে লাল-কমলা রং এনে দেয় ঠিকই, কিন্তু মনের মতো গাঢ় রং পাওয়ার নিয়ম আমরা অনেকেই জানিনা। জাভেদ হাবিবের মতে, গাঢ় রং পেতে চাইলে মেহেদির সাথে মেশাতে হবে হলুদ। তাতে চুলে ভালো রং আসার পাশাপাশি চুলের উপকারও হবে। হলুদের ব্যবহার চুলে লালচে ভাব এনে দিবে, তার সাথে খুশকি বন্ধ করবে এবং চুল মজবুত করবে।
মেহেদি চুলে দিলে চুল ও স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, চুলকানি অনুভূত হয়, এমন অভিযোগও অনেকে করে থাকেন। এর একটি কারণ হতে পারে মেহেদির গুঁড়া চুল থেকে ভালোভাবে পরিষ্কার না হওয়া। বা ভুল পদ্ধতিতে মেহেদির ব্যবহার। অবশ্য মেহেদি ড্রাই এজেন্ট হিসেবে এমনিতেই পরিচিত। তাই চুলকে ড্রাইনেস থেকে রক্ষা করার জন্য মেহেদি ও হলুদের সাথে অবশ্যই ব্যবহার করতে হবে সরিষার তেল।
চুলে মেহেদি, হলুদ, ও তেল ব্যবহারের জন্য নির্দিষ্ট একটি পরিমাণ অনুসরণ করতে হবে। ৭৫ শতাংশ হেনা পাউডারের সাথে ২৫ শতাংশ হলুদ গুঁড়া মিশিয়ে নিবেন। পরিমাণের হেরফের হলে হেনার কার্যকারিতা কমে যেতে পারে। তাই সহজে বোঝার জন্য একটি নমুনা পেশ করছি।
- হেনা পাউডার – ৩ টেবিল চামচ
- হলুদ গুঁড়া – ১ টেবিল চামচ
- সরিষার তেল – ১ টেবিল চামচ
চুলের দৈর্ঘ্য বুঝে হেনা-হলুদের পরিমাণ ৭৫-২৫ অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে সরিষার তেল ১ টেবিল চামচই রাখতে হবে। তিনটি উপকরণ একসাথে মিশিয়ে চুলে কমপক্ষে ১ ঘন্টা লাগিয়ে রাখলেই পাবেন গাঢ় কমলা রংয়ের ঝলমলে চুল। আর চুলও রুক্ষ-শুষ্ক হবেনা। চুল পরিষ্কার করার সময়ে শুধু শ্যাম্পু ব্যবহার করবেন, কন্ডিশনার লাগবেনা।
তাই শুধু জলে হেনা পাউডার গুলিয়ে ব্যবহার না করে হলুদ ও তেল মিশিয়ে ব্যবহার করুন। বাড়তি কোন উপাদান না মিশিয়ে অথবা আলাদা হেয়ার প্যাক না বানিয়ে এভাবে ব্যবহার করলেও পাবেন রঙিন, ঝলমলে, এবং সুন্দর চুল। তাও আবার খুব কম খরচে।
মন্তব্য করুন