প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে আকর্ষণীয় করে তুলতে কে না চায়! আর নিজেকে সাজানোর জন্য মেকাপ করার কোনো বিকল্প নেই। কিন্তু আপনি জানেন কি, ইসলাম ধর্মের নীতি অনুযায়ী যে কোনো পণ্য দিয়েই মেকাপ করা যায় না? আজকের এই লেখাটিতে আপনি জেনে নিতে পারবেন, ইসলামিক মেকাপ বলতে আসলে কী বোঝানো হয় এবং ইসলামিক মেকাপ প্রোডাক্ট কোনগুলো।
হালাল-হারামের ওপরই নির্ভর করে ইসলামিক মেকাপ
আমরা অনেকেই হয়তো জানি মেকাপ বা প্রসাধন সামগ্রীগুলো তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এলকোহল ও শুকরের চর্বি, যা ব্যবহার করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আর তাই সেসব মেকাপ পণ্য ব্যবহার করাও হারাম বা নিষিদ্ধ মুসলিম নারীদের জন্য। অন্যদিকে হালাল কোনো উপাদান বা হারাম উপাদান ব্যতীত অন্য যে কোনো কিছু দিয়ে কসমেটিক্স পণ্য তৈরি করলে সেগুলো হালাল বলে গণ্য করা হয়। আর সেসব মেকাপই ইসলামিক মেকাপ হিসেবে স্বীকৃত।
ইসলামিক মেকাপ তৈরি হয় কী দিয়ে?
যে কোনো হালাল উপাদান, তেল এবং শুকর, কুকুর ইসলামে ইত্যাদি নিষিদ্ধ প্রাণীর চর্বি বাদে অন্য যে কোনো হালাল প্রাণীর চর্বি দিয়ে তৈরি হতে পারে ইসলামিক মেকাপ। হতে পারে সেগুলো ফুল, ফল, শাকসবজি কিংবা গাছগাছড়া থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, কিংবা হতে পারে সেগুলো ইসলামে অনুমোদিত যে কোনো প্রাণীর চর্বি বা হাড় দিয়ে তৈরি কোনো পণ্য। আর এসব উপাদান দিয়ে তৈরি মেকাপ পণ্যকেই ইসলামিক মেকাপ বলা হয়ে থাকে।
মুসলিম বিশ্বে ক্রমেই বাড়ছে ইসলামিক মেকাপের জনপ্রিয়তা
যেহেতু মুসলমানদের জন্য হালাল-হারাম বিবেচনা করা বাধ্যতামূলক, তাই সাজসজ্জার জন্যহালাল মেকাপ ব্যবহার করার দিকে ক্রমেই ঝুঁকে পড়ছে মুসলিম বিশ্বের নারীরা। তাই শুকরের চর্বি, এলকোহল ইত্যাদি হারাম উপাদান দিয়ে তৈরি মেকাপ বর্জন করছে তারা। ইসলামিক মেকাপ পণ্য তারা ব্যবহার করার জন্য আগ্রহী হয়ে উঠছে। অন্যদিকে মেকাপ পণ্য উৎপাদনকারীরাও হালাল উপাদান দিয়ে মেকাপ পণ্য উৎপাদন করা বৃদ্ধি করেছে। আর যেহেতু পশুর চর্বির বদলে ভেজিটেবলস, হার্বাল ইত্যাদি দ্বারা পণ্য তৈরি হচ্ছে, তাই এগুলোর কদর মুসলিম বিশ্বের পাশাপাশি বেড়ে চলেছে অমুসলিম ও পশ্চিমা বিশ্বেও। কেননা, এসব পণ্যে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে বলে এগুলোর ক্ষতিকর প্রভাবও কম বলে বিশেষজ্ঞরা মতপোষণ করেছেন।
তাহলে আজ আমরা জেনে নিলাম ইসলামিক মেকাপ কাকে বলে। তবে আপনি মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যা-ই হয়ে থাকুন না কেন, হালাল পণ্যের যেহেতু ক্ষতিকর প্রভাব কিছুটা হলেও কম, তাই আমাদের সবারই উচিত এই দিকটা বিবেচনা করে হালাল মেকাপ পণ্যের ব্যবহার শুরু করা।
মন্তব্য করুন