iPhone X জাস্ট দুদিন আগে মার্কেটে এল। দাম জানেন ? শুনলে নিশ্চয়ই মাথা ঘুরে যাবে। ৬৪ জিবি ভারসানের দাম ৮৯,০০০ টাকা আর ২৫৬ জিবি ভারসানের দাম ১,০২,০০০ টাকা ভারতীয় মুদ্রায়। বোঝ ঠ্যালা! এত টাকায় আমরা কি কি না করতে পারি । আমি ভাবলাম এই দুদিন! ৮৯,০০০ টাকার ফোন না কিনলে, আমি কি কি করতে পারি! একটা লিস্টও করে ফেলেছি। দেখবেন নাকি?
১০. ৪৫২ বার ওলা বা উবার চাপতে পারবেন
রোজ বাসের ভিড়ে বাদুড় ঝোলা না ঝুলে ৪৫২ বার ওলা বা উবের চড়তে পারবো। মানে একবছর চোখ বুজে আরাম করে অফিস যাওয়া।
৯. ২২টা Nokia 3310 মোবাইল সেট
মা গো ২২ টা Nokia ফোন! আর কি চাই। ফোনে কথা বলাতাই আসল।
৮. ৮৯ টা শাড়ি অষ্টমীর অঞ্জলী দিতে পরতে পারবেন
৮৯ গুলো শাড়ি! তাও অষ্টমীর অঞ্জলী দিতে পরতে পারবো। যেটা মন চায়। বুড়ি হওয়ার আগে পর্যন্ত শাড়ি কেনার ঝামেলা নেই।
৭. ৫ টা ল্যাবের ছানা
ভাবুন ৫ টা ল্যাবের ছানা আপনার আশেপাশে। আর কি চাই। রাজার সুখ যাকে বলে।
৬. ১৭৮ টা রুপম ইসলামের গানের শো
‘একলা ঘর আমার দেশ‘ রুপমের মুখে ১৭৮ বার সামনাসামনি শুনতে পাবেন! আমার তো ভেবেই মাথা ঝাঁকাতে ইচ্ছে করছে।
৫. ২৬১ টা ওল্ড মঙ্কের বোতল
বৃদ্ধ সন্ন্যাসী আরে হ্যাঁ হ্যাঁ old monk ২৬১ টা বোতল ঘরে। ফুলটু লাইফ আর কি!
৪. ২৯৬ টি সিনেমা আইনক্সে
আইনক্সে ২৯৬ টি সিনেমা দেখতে পাবেন। নেটের যা অবস্থা! মুভি ডাউন লোড হবার ঝামেলা আর নেই।
৩. ১১২ পিস ইলিশ মাছ
মাসিমা ইলিশ খামু! কেউ বললে গোটা একটা মাছ মুখে পুড়ে দিতে পারবেন।
২. ৪২ বার দিঘা ভ্রমন
বাঙালীর দি-পু-দা র দিঘা ১ থেকে ১০ বার নয়! ৪২ বার ঘুরতে যেতে পারবেন।
১. একবছর রোজ একপ্লেট আর্সেনালের বিরিয়ানী
বিরিয়ানী প্রেমিকদের নো চিন্তা ! একবছর চুপচাপ পেট পুড়ে বিরিয়ানী খান। তাও আবার আর্সেনালের চিকেন বিরিয়ানী।
দাদাগিরি দেখে কি ইচ্ছা হয় সৌরভের মত বর পেতে? বাস্তবে কিন্তু তা সম্ভব। কিভাবে? বিস্তারিত জেনে নিন
মন্তব্য করুন