সারা বিশ্ব জানে যে কোরিয়ান মেয়েদের স্কিন বা ত্বক সবচেয়ে মসৃণ। একেবারে কাঁচের মত চকচকে। তবে তা শুধু জিনগত নয়। এর পিছনে রয়েছে কোরিয়ান বিউটি সিক্রেট। যা আজ আপনাদের সাথে শেয়ার করছি।
স্কিন হোয়াইটনিং ক্রিম বানান বাড়িতে
স্কিন হোয়াইটনিং ক্রিম ব্যবহার করে এরকম ত্বক আপনারাও পেতে পারেন খুব সহজেই। কি ভাবছেন দামী কোনও ক্রিম কিনতে বলবো? একেবারেই না। কোরিয়ান বিউটি সিক্রেট স্কিন হোয়াইটনিং ক্রিম বানানোর ঘরোয়া উপায় বলবো। ঠিক কোরিয়ান মেয়েরা যে ভাবে বানান।
উপকরণ
একবাটি চাল
ভিটামিন ই (E) ক্যাপসুল
বাদাম তেল
অ্যালোভেরা জেল ক্রিম
কিভাবে বানাবেন ক্রিম
প্রথমে একবাটি চাল ভালো করে ধুয়ে নিন। এবার বাটিতে এক গ্লাস জল ঢেলে তাতে ৪ থেকে ৫ ঘণ্টা চাল ভিজিয়ে রাখুন।
৫ ঘণ্টা পর ব্লেন্ডারে জল সমেত চাল ভালো করে ব্লেন্ড করে নিন।
এবার হালকা আঁচে একটি পাত্রে এই পেস্টটি ভালো করে গরম করুন।
ঘন ক্রিমের মত হয়ে গেলে একটি বাটিতে ঢেলে ঠাণ্ডা করুন।
ঠাণ্ডা হবার পর তাতে ভিটামিন ই (E) ক্যাপসুল দুটি নিয়ে তা থেকে ভিটামিন ই (E) বের করে এতে মেশান।( ভিটামিন ই ক্যাপসুল ওষুধের দোকানে পেয়ে যাবেন)।
এবার ১ চা চামচ বাদাম তেল ও ১ চা চামচ অ্যালোভেরা জেল এতে মিশিয়ে দিন।( অ্যালোভেরা গাছের জেল হলে বেশি ভালো রেজাল্ট পাবেন)।
সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে একটি কাঁচের বোতলে ভরে রাখুন।
এক সপ্তাহ এটি ফ্রিজে রেখে ব্যবহার করা যেতে পারে।
কি ভাবে ব্যবহার করবেন
রোজ রাতে ঘুমনোর আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
তারপর হালকা ম্যসাজ করে ক্রিমটি লাগান।
সারারাত ক্রিমটি মেখে ঘুমোন। এক সপ্তাহে ভালো ফল পাবেন।
এই ক্রিমটি মুখের যেকোনো দাগ দূর করার সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্যে করবে।
এছাড়া বয়েসের ছাপ মুখের কুঁচকানো ভাব দূর হবে কিছুদিনের মধ্যেই।
মন্তব্য করুন