লম্বা চুলের স্বপ্ন কে না দেখে, কিন্তু চুল বাড়ে কই। কিন্তু স্বপ্ন এবার হবে সত্যি। এতদিন নানারকম ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করে যে কাজটা হয়নি, এবার সেটা হবে একমাসে! হ্যাঁ সত্যি। জাস্ট মন দিয়ে পড়ুন আজকের লেখা। অনেক সন্ধানের পর, নিয়ে এসেছি জাস্ট অসাধারণ কয়েকটি হেয়ার প্যাক।
১. ডিম ও দই এর প্যাক
ডিমে আছে চুলের জন্য ভীষণ উপকারী প্রোটিন যা চুলে পুষ্টি যোগায়।
আর দই স্কাল্পকে ভেতর থেকে পরিষ্কার রাখে।
এই প্যাক চুল পরা তো কমাবেই সাথে, চুল করে তুলবে সাইনি।
উপকরণ
• ২চামচ দই
• একটা ডিম
পদ্ধতি
• প্রথমে ডিম ফেটিয়ে নিন।(চুল অয়েলি হলে কুসুম বাদ দিয়ে দিন। শুধু ডিমের সাদা অংশটা নিন)।
• এরপর দই মেশান।
• ভালো করে দুটো মেশান।
• এরপর এই ঘন মিশ্রণ স্ক্যাল্পসহ চুলে লাগান। আধঘণ্টা রেখে দিন।
• এরপর ঠাণ্ডা জলে শ্যাম্পু করে নিন।
• সপ্তাহে একদিন করলেই দেখবেন ধীরে ধীরে কাজ হবে।
২. হেনা ও ডিমের প্যাক
আগেই বলেছি চুলের জন্য ভীষণ উপকারী উপাদান ডিম। হেনার উপকারিতাও কিছু কম নয়।ডিম ও হেনার এই প্যাক চুল পরা কমানোর সাথে চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
চুল বড় করার সাথে যদি একটা সুন্দর রঙ চান, তাহলে এই প্যাক অনবদ্য। বাজারের ক্ষতিকর ক্যামিকালের থেকে, প্রাকৃতিক ভাবে চুল রঙ করা অনেক ভালো।
উপকরণ
• একটা ডিম
• সাথে চুলের মাপ অনুযায়ী হেনা পাউডার নিন
• একটু পাতিলেবুর রস দিন
পদ্ধতি
• প্রথমে ডিম ফেটিয়ে নিন।
• তারপর এতে হেনা মেশান
• এরপর দিন হাফ চামচ মত পাতিলেবুর রস।
• ভালো করে সব উপকরণ গুলো মেশান।
• এবার এই ঘন পেস্ট পুরো চুলে লাগান।
• ৪০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুণ।
• চুল হেলদি রাখতে, ততক্ষণ চোখ বুলিয়ে নিতে পারেন আমাদের দাশবাসের অন্যান্য গুরুত্বপূর্ণ টিপস এ।
• শ্যাম্পু করে ফেলুন।
• অবশ্যই ঠাণ্ডা জলে শ্যাম্পু করবেন।
• মাসে এক থেকে দুবার করলেই হবে।
৩. স্পেশাল কফি প্যাক
কফিও কিন্তু চুলের গ্রোথের জন্য অসাধারণ যেটা হেয়ার ফলিকলকে মজবুত করে।চুল পরা কমিয়ে চুলের গ্রোথ বাড়ায়।এবং প্যাকের বাকি উপাদান গুলো চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি।চুলের উজ্জ্বলতা বাড়ে।
উপকরণ
• ৫চামচ দই
• ৫চামচ অলিভ তেল
• ১চামচ কফি পাউডার ( একটু ভালো মানের খাঁটি কফির গুড়ো দেবেন।)
• একটা ডিম
• ১চামচ নারকেল তেল
পদ্ধতি
• প্রথমে ডিম ও দই একটু ফেটিয়ে নিন।
• এবার এতে অলিভ তেল ও নারকেল তেল মেশান এবার কফি পাউডার দিন।
• ভালো করে সব উপকরণ গুলো মেশান।
• এবার এই ঘন পেস্ট স্কাল্প সহ চুলে লাগান।
• এবার আধঘণ্টা থেকে ৪৫ মিনিট রাখুন।
• তারপর মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন ঠাণ্ডা জলে।
• খুব তাড়াতাড়ি ভালো ফল পেটে সপ্তাহে দুদিন করুণ।
• দেখবেন একমাস পরেই চুলের সৌন্দর্য চোখে পড়বে।
মন্তব্য করুন