মাইক্রোওয়েভ আজকের দিনের রান্নাঘরের অন্যতম অঙ্গ হয়ে গেছে। নিত্য-নতুন খাবার করতেও তো মাইক্রোওয়েভ লাগেই। তবে ইলেক্ট্রনিক্স জিনিস যেহেতু তাই এটি কীভাবে পরিষ্কার করবেন সেটি নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা থাকে না। কিন্তু সহজেই মাইক্রোওয়েভ পরিষ্কার করে নেওয়া যায়। আর মাইক্রোওয়েভ নিয়ম করে পরিষ্কার করাটাও কিন্তু খুবই দরকার।
একদম শুরুতেই কী করবেন
সবার আগে মাইক্রোওভেনের প্লাগ খুলে নিন। দেখে নিন তারের মধ্যে ময়লা আছে কিনা! থাকলে পরিষ্কার করে নিন। কারণ তারের মাধ্যমেই যেহেতু বিদ্যুৎ যায় মাইক্রোওয়েভে তাই এটি পরিষ্কার রাখা খুব দরকার নিরাপত্তার জন্য। এবার দেখে নিন মাইক্রোওয়েভের কোন কোন অংশ খুলে নেওয়া যেতে পারে। এতে পরিষ্কার করতে আরও সহজ হবে। আর অবশ্যই দেখে নিন মাইক্রোওয়েভের কোন কোন জায়গা সবচেয়ে ময়লা হয়েছে।
১. বেকিং সোডা
বেকিং সোডা আর জলের মিশ্রণ বেস্ট মাইক্রোওভেন পরিষ্কার করার জন্য। এটি খুব সহজেই জেদি রান্নার দাগ তুলে দেয়। এর জন্য একটি পাত্রে আগে দুই ভাগ বেকিং সোডা আর এক ভাগ জল মিশিয়ে নিন। এটি শক্ত হয়ে যাওয়া জেদি দাগের ওপর লাগিয়ে রেখে ৫ মিনিট রেখে দিন। এবার একটা স্পঞ্জি কিছু দিয়ে মুছে নিন ওই সোডা। এর পর পেপার টাওয়েল দিয়ে ভাল করে জায়গাগুলো মুছে নিলেই মাইক্রোওভেন পরিষ্কার হয়ে গেল।
২. ভিনিগার
মাইক্রোওভেনের মেঝেতে রান্নার যে দাগ থাকে তার জন্য ভিনিগার আর জলের মিশ্রণ বেস্ট। মাইক্রোওভেনের দেওয়াল পরিষ্কারের জন্যও এটি বেশ ভাল। একটি মাইক্রোওয়েভ সেফ কাচের পাত্র নিন। এর মধ্যে ভিনিগার আর জল মিশিয়ে নিন। এবার এটি মাইক্রোওভেনের মধ্যে রেখে হাই মোডে ৫ মিনিট রেখে দিন। এর থেকে যে স্টিম তৈরি হবে তা মাইক্রোওভেনের গায়ের জেদি শক্ত ময়লা নরম করে আনবে। তারপর ওই পাত্র বের করে এনে পেপার টাওয়েল দিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করে নিন।
৩. ভিজে পেপার টাওয়েল
মাইক্রোওভেন পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি। পেপার টাওয়েল আগে জলে ভাল করে ভিজিয়ে নিন। পেপার টাওয়েল জল শুষে নেবে। এবার এটি মাইক্রোওভেনের মধ্যে নিয়ে হাই মোডে দিয়ে দিন ৫ মিনিট। এর থেকে স্টিম বেরিয়ে মাইক্রোওভেনের ময়লা অনেক নরম করে আনবে। বিশেষ করে চিজ বা এই জাতীয় জিনিসের দাগ। এবার মুছে নিলেই পরিষ্কার হয়ে গেল মাইক্রোওয়েভ।
৪. পাতিলেবু
লেবু খুব সুন্দর পরিষ্কার করে মাইক্রোওয়েভ মেশিন। একটি পাতিলেবু নিয়ে অর্ধেক করে নিন। কাটা অংশটা নিচের দিকে রেখে একটি মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে নিয়ে মাইক্রোওয়েভের ভেতরে রেখে দিন। একটু জল দেবেন পাত্রে। এবার এক মিনিটের জন্য ওভেন চালিয়ে দিন। দেখবেন ভিতরটা ধোঁয়াটে হয়ে গেছে। তখন বন্ধ করে দিন। মুছে নিন মাইক্রোওয়েভের দেওয়াল পরিষ্কার কাপড় দিয়ে। লেবু কিন্তু একটা সুন্দর গন্ধও যোগ করবে। এতে রান্নার যে ভ্যাপসা গন্ধও সেটা চলে যাবে।
৫. ডিশ সোপ
বাসন মাজার সাবান কিন্তু মাইক্রোওভেন পরিষ্কার করতে পারে খুব ভাল। এর জন্য একটি ওভেন প্রুফ বাটিতে হাল্কা গরম জল নিন। এর মধ্যে মিশিয়ে দিন বাসন মাজার লিকুইড সাবান। ভাল করে মিশিয়ে ওভেনে দিয়ে হিট করে নিন এক মিনিট মতো। তারপর একটি ভিজে স্পঞ্জ ভাল করে চিপে ময়লা দাগ তুলে ফেলুন। খুব তাড়াতাড়ি এতে পরিষ্কার হয়ে যায় মাইক্রওয়েভ আর তার সব অংশ।
৬. অ্যাপল সিডার ভিনিগার
ঘরে লেবু না থাকলে এটি ব্যবহার করুন। এক কাপ জলে দুই চামচ অ্যাপল সিডার ভিনিগার, এই অনুপাতে মিশিয়ে নিন। এই মিশ্রণ একটু গরম করে নিন। তারপর একটি কাপড় এতে চুবিয়ে মাইক্রোওয়েভের দেওয়াল, মেঝে ভাল করে পরিষ্কার করতে পারেন। তেল পড়ে যে দাগ হয়ে যায় এই মিশ্রণ সেই দাগ খুব ভাল তোলে। মাইক্রোওয়েভের ভিতরে যে র্যাকক থাকে সেটা বের করে এই মিশ্রণ দিয়ে ভাল করে পরিষ্কার করে নেওয়া যেতে পারে।
আরও কিছু দরকারি তথ্য
আপনি যখন বাইরেটা পরিষ্কার করছেন মাইক্রোওভেনের তখন অবশ্যই প্লাগ খুলে দিন। প্লাগ লাগানো অবস্থায় ভিজে কাপড় দিয়ে মাইক্রোওভেনের বাইরেটা পরিষ্কার করা বিপজ্জনক।
যেখানে বাটনগুলি আছে সেই জায়গাটা ভিজে কাপড় দিয়ে মুছবেন না। শুকনো কাপড় দিয়ে মুছুন।
পরিষ্কার করার সময়ে অবশ্যই মাইক্রোওয়েভ অফ করে রাখবেন। কোনও কিছু ভিতরে দিয়ে পরিষ্কার করতে হলে তখনই অন করুন।
এই কয়েকটা জিনিস মনে রাখলে আর উপরের পদ্ধতিগুলি সাবধানে, খেয়াল করে মেনে চললে মাইক্রোওয়েভ খুব সহজেই পরিষ্কার হয়ে যায়।
মন্তব্য করুন