আজও অনেকে কোনও একটা জিনিস সোনার সবসময়ে পরে থাকেন। হতে পারে সেটা কানের দুল, হতে পারে আংটি বা গলায় একটা চেন। আর সবসময়ে পরা মানেই তাতে ময়লা জমে যাওয়া। এই ময়লা তোলার জন্য আমাদের ভরসা করতে হয় দোকানের ওপর। কিন্তু দোকানে না গিয়ে বাড়িতে বসেও সোনার গয়না পরিষ্কার করা যায়। বিশ্বাস করুন, সেই একই জেল্লা ফিরে পাবেন।
মিক্সড সলিউশন দিয়ে পরিষ্কার
- সবার আগে একটি পাত্রে জল গরম করে নিন। খুব বেশি গরম করবেন না। উষ্ণ জল বলতে যা বোঝায় সেটা করুন। আপনি ওই জলে হাত দিতে যদি পারেন বুঝবেন ততখানি গরমই করা উচিত।
- এবার ওই জলের মধ্যে মিশিয়ে নিন অল্প একটু ডিস ডিটারজেন্ট বা বাসন ধোয়ার ডিটারজেন্ট। খুব হার্স ডিটারজেন্ট দেবেন না। এর সঙ্গে মিশিয়ে নিন অল্প একটু অ্যামোনিয়া। যে কোনও হার্ড ওয়ারের দোকানে পেয়ে যাবেন অ্যামোনিয়া। অ্যামোনিয়া মেশানোর সময়ে হাতে গ্লাফস পরে নেবেন আর নাকে মাস্ক লাগিয়ে নেবেন।
- এই মিশ্রণে ওই সোনার গয়না চুবিয়ে রেখে দিন খানিক ক্ষণ।
- একটি ব্রাশের সাহায্যে ওই গয়না হাল্কা হাতে ঘষুন।
- রানিং ওয়াটার বা কলের জলে ওই গয়না এবার রেখে ধুয়ে নিন ভাল করে।
- সবার শেষে একটি পাতলা তোয়ালের মধ্যে ওই গয়না নিয়ে হাল্কা ভাবে মুছে পাখার তলায় শুকিয়ে নিন। আগের মতো চকচক করবে সোনার গয়না।
অ্যামোনিয়া দিয়ে পরিষ্কার আগের সলিউশনের মাধ্যমেও যদি খুব ভাল পরিষ্কার না হয়, তাহলে অ্যামোনিয়া দিয়ে পরিষ্কার করুন।
মনে রাখবেন, খুব ঘন ঘন সোনার গয়না অ্যামোনিয়া দিয়ে পরিষ্কার করতে নেই। এতে সোনার রঙ চটে যায়। তাই খুব দরকার না পড়লে অ্যামোনিয়া দিয়ে পরিষ্কার না করাই ভাল। অ্যামোনিয়া একটি পাত্রে নিন আর তার সঙ্গে জল দিন। জল আর অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়ার পরিমাণ হবে কম। ভাল করে মিশিয়ে নিন আর এই মিশ্রণে ওই সোনার গয়না চুবিয়ে রাখুন কয়েক সেকেন্ডের জন্য। তারপর তুলে কলের জলে ধুয়ে নিন। এবার একটি তোয়ালে করে মুছে শুকিয়ে নিলেই চকচক করবে সোনার গয়না। স্টোন থাকলে অ্যামোনিয়া ব্যবহার করবেন না।
টুথপেস্ট
এটি সবচেয়ে সহজ উপায়। অন্য অনেক জিনিস পরিষ্কার করার মতো সোনার গয়নাও টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা যায়। বেশ খানিক জলে টুথপেস্ট নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার তার মধ্যে ব্রাশ চুবিয়ে ভাল করে গয়না ঘষে ঘষে পরিষ্কার করুন। তারপর কলের জলে ধুয়ে একটা তোয়ালের মধ্যে মুড়িয়ে শুকিয়ে নিন। একবারে পরিষ্কার না হলে তিনবার করুন। আগের মতো চকচক করতে শুরু করবে।
ডাইলিউটেড সোডা
সোডা মানে আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই তার কথা বলছি। আমরা যে সেভেন আপ খাই বা থামস আপ খাই, সেগুলি ব্যবহার করুন সোনার গয়না পরিষ্কারের জন্য। সেভেন আপ সবচেয়ে ভাল। আপনার গয়না সেভেন আপে চুবিয়ে রাখুন ১০ মিনিট মতো। এতেই ময়লা উঠে যাবে। না হলে একটা ব্রাশ দিয়ে হাল্কা হাতে ঘষুন। তারপর জলে ধুয়ে শুকিয়ে নিন। খুব সহজ উপায়
ফুটন্ত জল
ফুটন্ত জলে সোনার গয়না দিয়েও পরিষ্কার করা যায়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার গয়নায় যেন স্টোন বা মুক্তো না থাকে। শুধু সোনা থাকলে এটি করতে পারেন। জল আগুনে বসিয়ে যখন ফুটছে তখন তার মধ্যে ওই সোনার গয়না দিয়ে দিন। ৫ মিনিট মতো ফুটিয়ে নিন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন। আগের উজ্জ্বলতা ফেরত পাবেন অনায়াসেই।
আর আশা করি সোনার দোকানে যেতে হবে না গয়না পরিষ্কার করাতে। বেশির ভাগ উপাদান হাতের কাছেই থাকে। ধৈর্য ধরে একটু ঘরে পরিষ্কার করা কিন্তু কোনও ব্যাপারই না।
মন্তব্য করুন