বলিউড আর খান এই দুটো শব্দ কানে আসা মানেই প্রথম যে নাম সবার মনে আসে তা সালমান খান। যিনি সবসময় রয়েছেন সংবাদের শিরোনামে। আর কোয়ারেন্টাইনের এই সময় আবারও তিনি ফ্রন্ট পেজে এসে হাজির।
অবাক হচ্ছেন! না শুটিং বা মুভির জন্য কোন নতুন চমক না। আর পাঁচজনের মত হোম আইশোলেসানে রয়েছেন তিনিও। তবে ঘরে বসে বসেই অবাক করে দিলেন তাঁর নতুন রূপ দেখিয়ে। অভিনেতার পাশাপাশি যে তিনি ভালো একজন চিত্রশিল্পী সেটা গোটা দুনিয়া দেখলো মাত্র দুমিনিটের ভিডিওতে। আর সাথে গাইলেন হৃতিক রোশানের সিনেমার গান! হ্যাঁ আশ্চর্য হতে হতেই দেখে নিন সেই ভিডিও।
ভাই কি প্যান্টিং!
আপনারাও নিজেদের ভালো লাগার কাজগুলো করে এই সময়টা কাটাতে পারেন কিন্তু। বাড়ি বসে কেবল লাইভ নিউজ দেখে মাথা খারাপ না করে, মনের মত কিছু কাজ করে অবসর যাপন করুন। দেখবেন এতে আপনার এবং আপনার পরিবারের মন ভালো থাকবে।
মন্তব্য করুন