দেখতে দেখতে হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন। তারপরই উমার বাপের বাড়ি আসার পালা। তা মনে মনে অনেকরই কৌতূহল জন্মেছে যে, এবছর মা তার সন্তানের নিয়ে কিসে চড়ে আসছেন? হাতি, ঘোড়া, নৌকা, না দোলা?
পুজোর আদব কায়দায় আমূল বদল হলেও মায়ের মর্তে আসার বাহনের কিন্ত কোন হেরফের ঘটেনি। হাতে গুনে সেই চারটি যানের মধ্যে কোন একটিতে আসা ও অপর একটিতে যাওয়া।
মা দুর্গার মর্তে আসার বিভিন্ন বাহন
- গজ বা হাতি
- ঘোটক বা ঘোড়া
- দোলা
- নৌকা
মা আসছেন কিসে?
২০১৯ সালের দুর্গাপুজোয় পঞ্জিকা মতে এবছর মা দুর্গা বাপের বাড়ি আসছেন ঘোটক বা ঘোড়ায় চড়ে। যাকে বলা হয় ‘ছত্রভঙ্গস্তুরঙ্গম’। অর্থাৎ সাংসারিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকেই খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। ঘোড়ায় আগমনকে শাস্ত্র মতে শুভ মানা হয় না। মনে করা হয় ঘোড়ায় আসলে সমাজে নানা কু প্রভাব পরে নানা দিক থেকে। শৃঙ্খলা নষ্ট হয় জন জীবনের। দুঃখ দেখা দেয়।

মা ফিরবেন কিসে?
এবছর মায়ের আসা যাওয়া দুই ঘোড়াতে। যাকে শাস্ত্রজ্ঞরা অশুভ বলে মনে করছেন। সামাজিক নানা দুর্যোগ থেকে শুরু করে সাংসারিক জীবনেও এর বাজে ফল দেখা দিতে পারে।
মন্তব্য করুন