অফিসের কাজের ফাঁকে সামান্য সময় হোক বা বাড়ির কাজ সেরে অবসর যাপন। গোটা বিশ্বের মত বাঙালীও মজে উঠেছে টিকটক ভিডিও বানাতে। জনপ্রিয় গানের সাথে ঠোঁট মিলিয়ে এক্সপ্রেসান দেওয়া থেকে শুরু করে, নানা রকমের মজার ভিডিও বানানো সবই চলছে টিকটকে।
চারিদিকে কান পাতলে নিশ্চয়ই শুনছেন টিকটক! না না ঘড়ির কাটার আওয়াজ নয়। এ এক চাইনিজ অ্যাপ যা নিমেষের মধ্যে জয় করে নিয়েছে কোটি কোটি মানুষের মন। যারা এখন ট্রাই করেননি তবে করতে চান, তাদের বলি যে এটা করা খুব সহজ। ডাউনলোড করুন আর মজা উপভোগ করুন এই অ্যাপের। পাশাপাশি আয়ও করতে পারবেন।
টিকটক অ্যাপ কি?
২০১৬ সালে সেপ্টেম্বর মাসে চীনে লঞ্চ করা হয় এই সোশ্যাল মিডিয়া অ্যাপ। এই অ্যাপে শর্ট ভিডিয়ো বানিয়ে শেয়ার করা যায়। অনেকটা ইউটিউবের মত হলেও আলাদা। এই অ্যাপের সাহায্যে ৩ থেকে ১৫ সেকেন্ড ও ৩ থেকে ৬০ সেকেন্ড সময়ের মধ্যে ভিডিও বানিয়ে তা আপলোড করা যায়। যেখানে মজার ভিডিও থেকে সোশ্যাল অ্যাওয়ারনেস এর উপরে ভিডিও বানাতে পারবেন। এই মজার অ্যাপের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে যেতে পারবেন সহজেই। কম সময়ের মধ্যে জনপ্রিয় হওয়ার সবচেয়ে সহজ রাস্তা টিকটক বলা যেতে পারে।
টিকটক কিভাবে ডাউনলোড করবেন?
আর পাঁচটা অ্যাপ ঠিক যেভাবে ডাউনলোড করা হয় এটাও সেরকম। তাও আপনাদের সুবিধার্থে স্টেপ বাই স্টেপ দেখে নিন।
- টিক টক এপ্লিকেশন Google play storeথেকে ডাউনলোড এবং মোবাইলে ইনস্টল।
- TikTok Android App ফোনে ওপেন করে একটি একাউন্ট রেজিস্টার করা।
- ডানদিকে নিচে থাকা শেষ profile icon me এ ক্লিক করতে হবে টিকটক একাউন্ট বানানোর জন্য।
- একাউন্ট খোলার কিছু অপসন আসবে। যেমন,নিজের ইমেইল আইডি এবং মোবাইল নম্বর বা Facebook, Google, Twitter একাউন্ট ব্যবহার করে একাউন্ট খোলা।
- মোবাইল ফোন নম্বরের বদলে যদি আপনার গুগল বা জিমেইল একাউন্ট থাকে, তাহলে সেটা দিয়ে একাউন্ট তৈরি করতে ইজি হবে।
- যদি গুগল একাউন্ট, ফেসবুক বা টুইটার একাউন্ট না থেকে, তাহলে সোজা ওপরে থাকা Signup with phone or email অপশনে ক্লিক করুন, মোবাইল নম্বর দিয়ে একাউন্ট বানানো যাবে।
@abubokkorsiddik410.Com
Tiktok Account খুলতে চাই