উচ্চ তাপে রান্না করার পরে যে সমস্যাটি সবার আগে দেখা দেয় সেটা হল পাতিল বা কড়াইয়ের তলাটা পুড়ে কালো হয়ে যাওয়া। আবার ভারী কোন খাবার রান্না করতে গেলে তেল-মশলা লেগে বাইরের দিকটায় মোটা আস্তর পড়ে যায়। মজাদার খাবার রান্নার পরে এই কালো দাগ পরিষ্কার করতে অনেক গৃহিণীরই অনীহা চলে আসে।
মাঝে মাঝে দেখা যায় স্রেফ বাসন মাজার সাবানেও এই দাগ সহজে পরিষ্কার হতে চায় না, তখন আরেক বিপদ। বাসনের পিছনের কালো দাগ কষ্ট না করে সহজে তোলার ঘরোয়া উপায়গুলো জানা থাকলে এই বিপদ এড়ানো সম্ভব। আজকের আর্টিকেলে থাকছে হাঁড়ি-পাতিলের পিছনের কালো দাগ পরিষ্কারের ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত।
১. টমেটো কেচাপ ও লবণঃ
বাসনের পিছনের কালো দাগ সহজে মুছে ফেলতে টমেটো কেচাপের জুড়ি নেই। সাধারণ ডিশ ওয়াশিং এজেন্টের চাইতে টমেটো কেচাপ আর লবণ বাসনের পিছনের দাগ খুব দ্রুত তুলে ফেলে। পোড়া অংশে অনেকটা টমেটো কেচাপ আর লবণ মাখিয়ে কমপক্ষে ৩০ মিনিট রেখে দিন। চাইলে সারারাত মাখিয়ে রাখতে পারেন, এতে দাগ তোলা সহজ হবে। এরপরে স্ক্রাবিং প্যাড দিয়ে ঘষে পানিতে ধুয়ে ফেলুন। টমেটোর অ্যাসিডিক উপাদান পোড়া দাগ হালকা করবে।
কোশার লবণ নামে এক ধরণের মোটা দানার লবণ আছে, যা দিয়ে খুব সহজেই বাইরের কালো দাগ উঠাতে পারবেন। দাগের জায়গায় এই লবণ ঢেলে স্পঞ্জ দিয়ে ঘষতে শুরু করুন। এর সাথে সাবান মেশানো গরম পানি বা লেবুর রস মিশিয়ে নিলে তাড়াতাড়ি পরিষ্কার হবে। আর স্পঞ্জের বদলে অর্ধেকটা আলু কেটে ঘষতে পারেন।
২. কোকাকোলাঃ
কোকাকোলা দিয়ে হাঁড়ি-পাতিলের ভিতরের ও পিছনের পোড়া দাগ দূর করতে পারেন। এই কাজটি করার জন্য লাগবে বড় একটি গামলা যাতে পুড়ে যাওয়া বাসনকোসন পুরোপুরি ডুবে থাকে। চাইলে সিঙ্কের ছিদ্র বন্ধ করে সিঙ্কটি কোকাকোলা দিয়ে পরিপূর্ণ করে নিতে পারেন।
এবারে এতে পোড়া বাসনগুলো ডুবিয়ে কয়েক ঘন্টা রেখে দিন, সারারাত রাখতে পারলে আরো ভালো। পরদিন বাসন উঠিয়ে স্ক্রাবার দিয়ে ভালো করে মেজে ধুয়ে নিন। তারপর দেখবেন পোড়া দাগ নিমেষেই উধাও। টমেটোর মতো কোকাকোলাতেও আছে প্রচুর পরিমাণে অ্যাসিডিক উপাদান, তাই এর সাহায্যে জেদি দাগ তোলা কোন ব্যাপারই না।
৩. ভিনেগার ও বেকিং সোডাঃ
- বাসনের পিছনের কালো দাগ দূর করার জন্য ভিনেগার ও বেকিং সোডা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন।
- বড় একটি কড়াইতে এক ভাগ হোয়াইট ভিনেগার ও দুই ভাগ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। তারপর এতে পোড়া বাসনটি ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এভাবে রাখলে বাইরের তেল চিটচিটে দাগ অনেকটাই চলে যাবে। তারপরে ডিশ ওয়াশিং এজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
- এক ভাগ গরম পানির সাথে তিন ভাগ বেকিং সোডা মিশিয়ে একটি ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্টটি পোড়া অংশে মাখিয়ে ১০-২০ মিনিট রেখে দিন। তারপর স্ক্রাবার বা নন-স্ক্র্যাচ স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
- বড় কড়াইতে হোয়াইট ভিনেগার ও গরম পানির মিশ্রণ বানিয়ে নিন। তারপর এখানে কালো হয়ে যাওয়া পাতিলটা বসিয়ে দিন। এরপরে চুলা জ্বালিয়ে দিন এবং মিশ্রণটি ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে উঠলে পাতিলটি উঠিয়ে পোড়া জায়গায় কিছুটা বেকিং সোডা ছিটিয়ে দিন। সোডা-ভিনেগারের বিক্রিয়ায় কিছুক্ষণ বুদবুদি দেখা যাবে। এতে পোড়া দাগ আপনাআপনিই উঠে যাবে। যেটা না উঠবে সেটা ঘষে তুলতে হবে, এরপরে ধুয়ে ফেলুন।
- চুলার ঝামেলা করতে না চাইলে সরাসরি ভিনেগার ও বেকিং সোডা ব্যবহার করা যাবে। পাতিলটাকে প্রথমে উপুড় করে কালো অংশ সামনে আনুন। তারপর এতে খানিকটা বেকিং সোডা ছিটিয়ে তারপর কয়েক ফোঁটা হোয়াইট ভিনেগার ছড়িয়ে দিন। ৫-৭ মিনিট এভাবে রেখে দিতে পারেন। এরপর প্রথমে ব্রাশ দিয়ে ও পরে স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। তারপর কয়েকবার পানিতে ধুয়ে পেপার টাওয়েল দিয়ে মুছে ফেলুন।
- ফ্রাই প্যানের পিছনের কঠিন পোড়া দাগ দূর করতে ব্যবহার করুন ভিনেগার, বেকিং সোডা, এবং লিকুইড ডিশওয়াশিং সোপ। পোড়া অংশের পুরোটা জুড়ে বেকিং সোডা ঢেলে দিন, তারপর এতে কয়েক ফোঁটা ভিনেগার ঢালুন। বুদবুদি থেমে গেলে তিন ফোঁটা ডিশওয়াশিং সোপ ঢেলে দিন। গরম পানিতে স্পঞ্জ ডুবিয়ে প্যানটি ঘষে নিন। দাগ বেশি গাঢ় হলে ধোয়ার আগে ১৫-২০ মিনিট রাখতে হবে। প্রয়োজনে কয়েকবার বেকিং সোডা ছিটাতে হবে যতক্ষণ না পর্যন্ত দাগ চলে যাচ্ছে। আর স্পঞ্জে দাগ সহজে না উঠলে ব্রাশ ব্যবহার করতে পারেন। সবশেষে ফ্রাই প্যানটি পানিতে ধুয়ে পেপার টাওয়েল দিয়ে মুছে ফেলুন।
- যেসব প্যানের পিছনে কপারের আবরণ আছে সেসব পরিষ্কার করার জন্য লাগবে ভিনেগার, বেকিং সোডা, এবং লেবু৷ পোড়া অংশের পুরোটা জুড়ে বেকিং সোডা এবং ভিনেগারের পেস্ট লাগিয়ে ৫-৭ মিনিট রেখে দিন। তারপর অর্ধেকটা লেবু নিয়ে দাগের জায়গাটা ঘষে ফেলুন। এরপরে পানিতে ধুয়ে পেপার টাওয়েল দিয়ে মুছে ফেলুন।
৪. ওভেন ক্লিনারঃ
ওভেন ক্লিনার দিয়ে বাসনের পিছনের কালো দাগ দূর করার কাজটা একটু ঝুঁকিপূর্ণ, যদি কাজটি ওয়ারেন্টির সময়ের ভিতরে করে থাকেন। সচরাচর হাঁড়ির কালো দাগের জন্য ওভেন ক্লিনারের মতো হার্শ কেমিক্যাল ব্যবহার করা হয় না। কারণ এই জাতীয় রাসায়নিক দ্রব্য বাসনের বাইরের আবরণ নষ্ট করতে ফেলতে পারে। এরপরে ওয়ারেন্টি থাকাকালীন সময়ে চাইলেও বাসন বদলাতে পারবেন না। তাই যদি ওভেন ক্লিনার ব্যবহার করতে চান, তাহলে ব্যবহৃত বাসনের ওয়ারেন্টি চেক করে নিবেন আগে। আর পরিষ্কারের আগে রাবার গ্লাভস ও মাস্ক পরে নেবেন।
৫. ডিটারজেন্ট, লেবু, লবণ, এবং বেকিং সোডাঃ
এসব দ্রব্য ব্যবহার করে অ্যালুমিনিয়ামের কড়াই বা পাতিলের কালো দাগ দূর করতে একটু সময় লাগবে, কারণ কয়েকটা স্টেপে কাজটা করতে হবে।
প্রথম ধাপঃ
প্রথমে পুড়ে যাওয়া কড়াইতে ৩ গ্লাস পানি, ২ টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, ১ টেবিল চামচ লবণ, এবং ১ টেবিল চামচ লেবুর রস ঢেলে মিশিয়ে নিন। তারপর চুলায় কড়াইটি বসিয়ে মাঝারি আঁচে ৫-১০ মিনিট মিশ্রণটি ফুটিয়ে নিন। এতে কড়াইয়ের ভিতরের কালো দাগ ও পোড়া অংশ পরিষ্কার হবে।
দ্বিতীয় ধাপঃ
জ্বাল বন্ধ করে কড়াইটি উঠিয়ে নিন। এরপরে বড় গামলায় বা সিঙ্কের নালী বন্ধ করে সিঙ্কে মিশ্রণটি ঢেলে নিন। তারপরে মিশ্রণে কড়াইটি বসিয়ে দিন। কড়াইটি কিছুটা পানিপূর্ণ করে নিন যাতে মিশ্রণে ভালোমতো বসতে পারে। এইভাবে ঘন্টাখানেক রাখতে হবে, তাতে বাইরের কালো অংশ নরম হয়ে যাবে।
তৃতীয় ধাপঃ
কড়াইটি তুলে আলাদা করে রাখুন। এরপরে ১ টেবিল চামচ বেকিং সোডা ও ১ টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে একটি ক্লিনিং এজেন্ট তৈরি করে নিন। এবার স্টিলের স্ক্রাবারে ক্লিনিং এজেন্টটি লাগিযে ভালো করে কড়াইটি মেজে নিন। বেকিং সোডার ন্যাচারাল ক্লিনজিং প্রোপার্টিজ বাসন থেকে পোড়া দাগ, ময়লা, এমনকি পুরনো কালো দাগও সহজে তুলে ফেলে।
মন্তব্য করুন