বাড়ির অন্য সব আয়নার তুলনায় বাথরুমের আয়না তুলনামূলকভাবে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। নিয়মিত পরিষ্কার না করলে পানির বাষ্প, সাবানের ফেনা ইত্যাদি জমে আয়না ঘোলাটে হয়ে যায়। পরবর্তীতে সেই দাগ তুলতে বেশ বেগ পেতে হয়। বাথরুমের আয়না এই ১১টি উপায়ে পরিষ্কার করলে নতুনের মতো দেখাবে প্রতিদিন। বিশ্বাস না হলে নিজেই ট্রাই করে দেখুন না!
১. খবরের কাগজঃ
পুরনো খবরের কাগজ বাথরুমের আয়না পরিষ্কার করার জন্য ভালো একটি অপশন। তবে কাগজে কোন কালি বা ময়লা লেগে আছে কিনা তা নিশ্চিত হয়ে নিবেন। পরিষ্কার খবরের কাগজ পানিতে ভিজিয়ে তারপর আয়নার ঘষে নিন। এরপরে নরম কাপড় দিয়ে আয়না মুছে ফেলুন।
২. টোনারঃ
মেকআপে ব্যবহৃত টোনার মেয়াদোত্তীর্ণ হলে সেটা ফেলে না দিয়ে আয়না সাফ করার কাজে লাগাতে পারেন। প্রথমে আয়নার উপর টোনার স্প্রে করে নিন। তারপরে পরিষ্কার ও নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে চটজলদি পরিষ্কার আয়না।
৩. ক্লাব সোডাঃ
মেয়াদোত্তীর্ণ টোনারের মতো ক্লাব সোডা দিয়ে নিরাপদে, কম খরচে, এবং কম সময়ে ঘোলাটে আয়না পরিষ্কার করতে পারেন। স্প্রে বোতলে ক্লাব সোডা ঢেলে আয়নায় স্প্রে করুন। তারপর শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।
৪. শেভিং ফোমঃ
যখন শেভ করবেন, তখন খানিকটা শেভিং ফোম বা শেভিং ক্রিম বাথরুমের আয়নায় মাখিয়ে রাখুন। ৫ মিনিট পরে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। শেভিং ক্রিম কাচের উপর এক ধরণের শিল্ড তৈরি করে বলে আয়নায় খুব তাড়াতাড়ি বাষ্প জমতে পারেনা। এই ক্রিম বেশিক্ষণ আয়নায় মাখিয়ে রাখবেন না, তাহলে উল্টো দাগ পড়ে যাবে।
৫. বেকিং সোডাঃ
১ চা চামচ বেকিং সোডা একটি স্ক্রাবারে নিয়ে আয়নার উপরে ২-৩ মিনিট ধরে স্ক্রাব করুন। তারপর তোয়ালে পানিতে ভিজিয়ে আয়না মুছে নিন। বাষ্পের দাগসহ অন্য যেকোন দাগ চলে যাবে।
৬. ব্লো ড্রায়ারঃ
ব্লো ডায়ার ব্যবহার করতে পারেন পরিষ্কার ঝকঝকে আয়না পেতে চাইলে। এতে আপনার কোন লিকুইড ব্যবহারের ঝামেলা করতে হবেনা। ড্রায়ার চালু করে আয়নার উপর ৪-৫ মিনিট ধরে রাখুন। এরপরে পরিষ্কার শুকনা তোয়ালে দিয়ে আয়না মুছে নিন।
৭. ভিনেগারঃ
সাদা ভিনেগার আপনার আয়না থেকে শক্ত ময়লা এবং জেদি দাগ তুলে দিতে সক্ষম। ১ কাপ পানিতে ১ কাপ সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে বাথরুমের আয়নাতে স্প্রে করুন। ৫ মিনিট পরে ভেজা তোয়ালে মুছে ফেললেই আয়না দেখাবে নতুনের মতো চকচকে। চাইলে ভিনেগারের পানিতে খবরের কাগজ ভিজিয়েও ব্যবহার করতে পারেন, এতে আরো ভালো ফল পাবেন।
৮. লেবুর রসঃ
লেবুর রস ময়লাযুক্ত আয়নায় ব্যবহার করলে পরিষ্কার আয়না পাবেন নিশ্চিত। ১ কাপ পানিতে ৩ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে আয়নায় স্প্রে করুন। তারপর মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ঘষে আয়না মুছে ফেলুন। সাধারণ কাপড় ব্যবহার করলে ঠিকমতো পরিষ্কার না-ও হতে পারে তাই মাইক্রো ফাইবারই ব্যবহার করতে হবে।
৯. ডিস্টিলড ওয়াটারঃ
সাধারণ পানির চাইতে ডিস্টিলড ওয়াটার বা পরিশোধিত পানি কাচের আয়না পরিষ্কারের জন্য বেশি কার্যকরী। ডিস্টিলড ওয়াটারে খনিজ পদার্থ থাকে না, তাই এই পানি ব্যবহারে কাচের উপর কোনরকম দাগ পড়েনা। ডিস্টিলড ওয়াটারে তোয়ালে ভিজিয়ে আয়না ভালো করে মুছে নিন। প্রতিদিন এভাবে করতে পারলে আয়না থাকে নতুনের মতো সুন্দর।
১০. ডিশ ওয়াশিং পাউডারঃ
ডিশ ওয়াশিং পাউডার বা সোপ বাসনকোসনের সাথে সাথে বাথরুমের আয়নাও দক্ষতার সাথে পরিষ্কার করবে। ১ চা চামচ ডিশ ওয়াশিং এজেন্ট পানিতে গুলিয়ে আয়নায় ঘষে নিন বা স্প্রে করুন এবং তোয়ালে দিয়ে মুছে ফেলুন।
১১. DIY গ্লাস ক্লিনারঃ
বাজারের গ্লাস কিনার না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন DIY গ্লাস ক্লিনার। ১ কাপ পানি, ১ কাপ হোয়াইট ভিনেগার, ৪-৫ ফোঁটা লেবুর রস, এবং আধা চা চামচ ডিশ ওয়াশিং পাউডার একসাথে ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। তারপর আয়নায় স্প্রে করে শুকনো নরম তোয়ালে দিয়ে মুছে নিন। ব্যস, পেয়ে যাবেন দাগহীন ঝকঝকে আয়না একদম নতুনের মতো।
মন্তব্য করুন