পলিউশানের জ্বালায় দিন দিন ত্বকের স্বাভাবিক জেল্লা হারাছেন? কালচে ভাব দেখা দিচ্ছে? চিন্তা না করে নিজের একটু যত্ন নিন। সহজ কয়েকটি জিনিস ঘরে বসে ট্রাই করুন আর ফিরে পান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা।
নিশ্চয়ই রোজ রোজ পার্লারে দৌড়ানোর মতো সময় আপনার হাতে থাকে না! আর আপনি কর্মজীবি নারী হয়ে থাকলে তো কথাই নেই! তাই আমি আজ আপনাকে বলে দিচ্ছি সহজ টিপস।
মুখের কালচে ভাব সরাতে অন্যতম কার্যকরী ভূমিকা রাখে দুধ
উপকরণ:
- ১টা ছোট কাপ দুধ
- তুলো
কিভাবে ব্যবহার করবেন?
- রাতের বেলায় তুলোয় করে সামান্য ঠান্ডা দুধ কিংবা দুধের সর পুরো মুখে লাগিয়ে রাখুন।
- ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
- আপনার ত্বক থেকে পোড়া কালচে ভাব দূর হবে কিছুদিনের মধ্যেই।
মুখের কালচে ভাব দূর করতে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন
উপকরণ:
- ৪-৫ চামচ অ্যালোভেরা জেল
কিভাবে ব্যবহার করবেন?
- অ্যালোভেরা থেকে জেল বের করে নিয়ে তা আগেই ফ্রিজে রেখে দিন।
- এরপর ঘরে ফিরে সেই জেল মুখে লাগিয়ে রাখুন অন্তত ১০ মিনিট।
- এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
- এতে ত্বকের কালচে দাগই শুধু দূর হবে না,বরং আপনার ত্বকও হয়ে উঠবে কোমল,মসৃণ আর উজ্জ্বল।
কালচে ভাব এক্কেবারে ভ্যানিশ হয়ে যাবে লেবুর জাদুতে
উপকরণ:
- ৫-৬ চামচ লেবুর রস
- ২ চামচ মধু
কিভাবে ব্যবহার করবেন?
- লেবুর রসের সাথে এক চা চামচ মধু মিশিয়ে সেই মিশ্রণটি মুখে,গলায় ও হাতে মেখে রাখুন।
- ১০/১৫ মিনিট পর তা ঠান্ডা জল দিয়ে ধুরে ফেলুন।
- এটি আপনার ত্বকের নোংরা শুধু দূরই করবে না,বরং প্রাকৃতিকভাবে ব্লিচিং এর কাজ করে এটি আপনার ত্বককেও করে তুলবে উজ্জ্বল ও কোমল।
Soma
Amr tak shitkale rukhho r garamm kale oily thake ai rakam tak ke ki bole??