ঠোঁটের যত্নের দিকে আমরা খুব একটা নজর দিই না। ঠোঁটের যত্ন বলতে আমরা বলতে চাইছি ঠিক ভাবে এক্সফোলিয়েট করা, লিপ বাম লাগানো, ময়েশ্চারাইজার লাগানো এই সব মিলে যে যত্ন তার কথা।
শুধু রোজ রাতে ক্রিম লাগানোই ঠোঁটের যত্ন নয়। আর এই লিপ কেয়ারের অন্যতম প্রধান অঙ্গ হল লিপ স্ক্রাব। আর লিপ স্ক্রাবিং-এর কথা উঠলেই আগেই মনে আসে সুগার স্ক্রাবিং-এর কথা।
কেন করবেন লিপ স্ক্রাবিং?
ঠোঁট আমাদের সবচেয়ে সেনসিটিভ অঙ্গ। ঠোঁটের স্কিনের লেয়ার সবচেয়ে পাতলা হয়। আর এই পাতলা স্কিন খুব সহজে শুকিয়েও যায়। আর শীতকালে তো ড্রাই আবহাওয়ায় ঠোঁট আরও তাড়াতাড়ি শুকিয়ে আসে।
এই শুকিয়ে যাওয়া স্কিন কিন্তু আপনার ঠোঁটের ওপরেই থেকে যাচ্ছে। ফলে ঠোঁটের স্বাভাবিক উজ্জ্বল লাল ভাব আর থাকছে না। অনেক সময়ে অতিরিক্ত ধূমপানের কারণেও ঠোঁট কালচে হতে থাকে। এই সব থেকে ঠোঁট রক্ষা করতে, স্বাভাবিক লাল রঙ ফিরিয়ে আনতে আর ঠোঁট কোমল রাখতেই লিপ স্ক্রাবিং করার দরকার আছে।
আর ঘরে বসে যে জিনিস সবচেয়ে বেশি আপনাকে সাহায্য করবে এই কাজে তা হল চিনি বা সুগার। চিনির খড়খড়ে ভাব স্ক্রাব করতে সবচেয়ে বেশি সাহায্য করে।
১. মধু আর চিনির স্ক্রাব
চিনি এমনিতেই স্বাভাবিক এক্সফোলিয়েন্ট। এর সঙ্গে যখন মধু মিশছে, তখন আপনার ঠোঁট পাচ্ছে অতিরিক্ত ময়েশ্চার। এতে এই শীতেও ঠোঁট থাকবে নরম আর আর্দ্র। ফলে ঠোঁট ফাটবে কম।
উপকরণঃ

- হাফ ছোট চামচ মধু
- অল্প চিনি
পদ্ধতিঃ
- মধু আর চিনি একসঙ্গে মিশিয়ে নিন। চিনি যেন গলে না যায়।
- খড়খড়ে ভাব থাকতে থাকতেই ঠোঁটে ওই মিশ্রণ দিয়ে ভাল করে হাল্কা হাতে স্ক্রাব করুন। তারপর ১০ মিনিট রেখে দিন।
- ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন। শুকনো কিছু দিয়ে ঠোঁট মুছে নিন।
- তারপর কোনও ভাল লিপ কেয়ার বাম বা জেল ব্যবহার করুন।
২. নারকেল তেল আর ব্রাউন সুগারের স্ক্রাব
এটিও খুব ভাল একটি ঘরোয়া স্ক্রাবার। নারকেল তেলে থাকে ফ্যাটি অ্যাসিড। এটা স্কিন নারিশ করে। আর সঙ্গে থাকা ব্রাউন সুগার তো মরা চামড়া তুলে ঠোঁট সুন্দর করে তুলছেই।
উপকরণঃ
- ১ ছোট চামচ নারকেল তেল
- ব্রাউন স্যুগর
পদ্ধতিঃ
- নারকেল তেল আর ব্রাউন সুগার ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ ঠোঁটের ওপর লাগিয়ে হাল্কা হাতে খানিক ঠোঁট স্ক্রাব করে নিন।
- তারপর ১৫ মিনিট রেখে দিন। এবার উষ্ণ জল দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন।
- কোনও শুকনো কাপড় দিয়ে ঠোঁট মুছে লিপ বাম বা লিপ জেল লাগিয়ে নিন।
৩. গ্রেপসিড অয়েল চিনি আর অলিভ অয়েলের স্ক্রাব
ঠোঁট যদি সুন্দর বড় ফোলা ফোলা দেখাতে চান তাহলে এই স্ক্রাবের জবাব নেই। অলিভ অয়েল যেমন আর্দ্রতা আনবে ঠোঁটের স্কিনে, তেমনই গ্রেপসিড অয়েল আনবে অ্যান্টি অক্সিডেন্টের ব্যবহার। ফলে স্কিন খুব ভাল থাকবে স্কিনের।
উপকরণঃ
- ৫ ফোঁটা গ্রেপসিড অয়েল
- ৫ ফোঁটা অলিভ তেল
- ১ চামচ চিনি
- ৩ চামচ পিপারমিন্ট অয়েল
পদ্ধতিঃ
- সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে হাল্কা হাতে ১০ মিনিট ধরে স্ক্রাব করুন।
- তারপর অল্প উষ্ণ জলে ঠোঁট থেকে ওই মিশ্রণ ধুয়ে নিন। পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ঠোঁট মুছে ভ্যাসলিন লাগিয়ে নিন।
- পিপারমিন্ট অয়েল ব্যবহার করলে ঠোঁট অদ্ভুত ভাবে রিফ্রেশিং হয়ে যাবে সঙ্গে সঙ্গেই।
৪. দারচিনি আর চিনির স্ক্রাব
এটিও খুব ভাল একটা স্ক্রাব। দারচিনি ন্যাচারাল লিপ প্লাম্পার। আবার চিনির পাশাপাশি দারচিনিও খুব ভাল স্ক্রাব করে স্কিন। তাই এই দারচিনি স্ক্রাব ব্যবহার করুন ঠোঁটের স্ক্রাব করার জন্য। তার সঙ্গে ঠোঁট খুব ভাল কোমল আর আকর্ষণীয় হয়ে উঠবে।
উপকরণঃ
- হাফ ছোট চামচ দারচিনি গুঁড়ো
- ১ চামচ চিনি
- হাফ ছোট চামচ মধু
পদ্ধতিঃ
- তিনটি উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে হাল্কা হাতে স্ক্রাব করুন।
- তারপর উষ্ণ জল দিয়ে ঠোঁট ধুয়ে নিন। এটি এক দিন ছাড়াছাড়া করলে খুব ভাল ফল পাবেন এই শীতে।
৫. অরেঞ্জ পিল আর চিনির স্ক্রাব

অরেঞ্জ পিল এই শীতে ব্যবহার করা খুবই সহজ। এটি ঠোঁটের কোনও কালচে দাগ থাকলে তা তুলে দেবে। চিনি খুব ভাল ঠোঁট স্ক্রাব করে আর এর সঙ্গে আমন্ড অয়েল ব্যবহার করলে খুব ভাল ময়েশ্চারাইজড হবে ঠোঁটের স্কিন।
উপকরণঃ
- হাফ চামচ অরেঞ্জ পিল পাউডার
- ১ চামচ আমন্ড অয়েল
- ১ চামচ চিনি
পদ্ধতিঃ
- আগে কমলালেবুর খোসা একটু শুকিয়ে গুঁড়ো করে নিন। এই গুঁড়োর সঙ্গে আমন্ড অয়েল আর চিনি নিয়ে মিশিয়ে নিন।
- এই মিশ্রণ ঠোঁটে নিয়ে ভাল করে স্ক্রাব করে নিন। ২০ মিনিট রেখে উষ্ণ জল দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন।
- তারপর শুকনো কাপড় দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন।
এই কয়েকটা স্ক্রাব ব্যবহার করলে আপনার ঠোঁট খুব সুন্দর হয়ে উঠবে। ঠোঁট খুব ভাল পরিষ্কার হবে আর ফিরে পাবে আগের উজ্জ্বলতা।
মন্তব্য করুন