রোজকার নানা কাজের মধ্যে হাতের যত্ন সঠিক ভাবে আমরা কজন নিয়ে থাকি? পার্লারে গিয়ে ম্যানিকিওর করা সব সময় হয়ে ওঠে না। কিন্তু যদি বলি তার দরকার নেই! অবাক হলেন? তা হবার কথা।
ঘরে বসে কাজ করতে করতে আপনি আপনার সবচেয়ে মূল্যবান অংশের যত্ন নিতে পারেন অনায়াসে। আর এর জন্য হাজার হাজার টাকা লাগে না। শুধু প্রয়োজন ১৫ মিনিট।
ভিনিগারের ব্যবহার
রুক্ষ শুষ্ক হাতে প্রাণ ফেরাতে ব্যবহার করতে পারেন ভিনিগার।
কাজ শেষ করার পর একটি বাটিতে ভিনিগার নিন ৪ চা চামচ মত। তাতে ২ চা চামচ জল মিশিয়ে নিন।
হাত এই ভিনিগার মিশ্রিত জলে চুবিয়ে ২ মিনিট রাখুন। তারপর হাত পরিষ্কার কাপড়ে মুছে নিন।
এবার এই জল আর ভিনিগার হাতে মেখে ৫ মিনিট ম্যাসাজ করুন। ম্যাসাজ করার পর পরিষ্কার কাপড়ে হাত কভার করে রাখুন ১০ মিনিট মত।
সময় দেখে ১০ মিনিট পর ঠাণ্ডা জলে ভালো করে হাত ধুয়ে নিন।
তারপর যেকোনো ক্রিম ভালো করে দুইহাতে মেখে নিন।
সপ্তাহে রোজ করতে পারেন। যদি রোজ করা সম্ভব না হয় তাহলে অন্তত ৩ দিন করে এটি হাতে অ্যাপ্লাই করুন।
ভ্যাসলিনের ব্যবহার
- আমরা সবাই জানি ভ্যাসলিন স্কিন নরম রাখতে সাহায্য করে।
- রোজ রাতে ঘুমোনোর আগে হাত পরিষ্কার করে ভালো করে দুইহাতে ভ্যাসলিন মেখে নিন।
- ৫ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর হাতে সুতির মোজা বা গ্লাফস পরে ঘুমিয়ে যান।
- সকালে ঘুম থেকে উঠে গ্লাফস বা মোজা খুলে হাত ধুয়ে নিন।
- শীতের রাতে রোজ করুন দেখবেন হাত নরম ও মসৃণ থাকবে সব সময়।
মন্তব্য করুন