হালাল পারফিউম বলতে সেসব পারফিউমকে বোঝায় যাতে ক্ষতিকারক পেট্রো-কেমিক্যাল এবং অ্যালকোহল নেই। আপনার সৌন্দর্য চর্চায় আপনি কখনও ক্ষতিকর জিনিস নিশ্চয়ই ব্যবহার করবেন না। অন্তত জেনে শুনে তো ব্যবহার করবেন না! তাই পারফিউম কেনার আগে জানুন, যে পারফিউমটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন তা ক্ষতিকর উপাদান থেকে মুক্ত কিনা।
পেট্রো-কেমিক্যাল এবং অ্যালকোহল ক্ষতিকর কেন?
পারফিউমে ব্যবহৃত সাধারণ রাসায়নিক উপাদানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইথানল, অ্যাসিটিল ডিহাইড, বেনজালডিহাইড, বেঞ্জিল অ্যালকোহোল, মিথাইলিন ক্লোরাইড ইত্যাদি। এই উপাদানগুলোর কারণে বিরক্তির উদ্রেক, বমি ভাব, মানসিক অস্পষ্টতা, হাঁপানি, ত্বক জ্বালা করা, ইত্যাদি বহু সমস্যা হতে পারে। কিছু আমাদের প্রাকৃতিক হরমোনের ভারসাম্যকে ব্যহত করে।
অ্যালকোহল মিশ্রিত পারফিউমগুলো অনুনাসিক অঙ্গ এবং ত্বকের জন্য বিশেষভাবে ক্ষতিকর। এছাড়া এগুলো কটুগন্ধযুক্ত হয়, যা মুহূর্তের মধ্যে আপনাকে অসুস্থ করতে পারে। ত্বকের অ্যালার্জি এর একটি সাধারণ উদাহরণ।
কি করা উচিত?
উপরে আলোচিত বিষয়গুলো নিয়ে চিন্তা করলে হালাল পারফিউম ব্যবহার কতটা জরুরী তা বুঝতেই পারবেন। তাই অবশ্যই ক্ষতিকারক উপাদান মিশ্রিত পারফিউমগুলো এড়িয়ে চলুন। যেটা ব্যবহার হালাল বা বৈধ সেটা বেছে নিন।
কীভাবে জানবেন পারফিউম হালাল কিনা?
১. আপনার পছন্দের পারফিউমটি কেনার আগে মোড়কে লেখা তথ্যগুলো ভালো করে পড়ুন।
২. যাচাই করুন এতে কোনো হারামের মিশ্রণ আছে কি না ।
৩. সম্পূর্ণ ১০০% নিশ্চিত হয়েই পণ্যটি ক্রয় করুন।
সৌন্দর্য চর্চায় সুগন্ধি বা পারফিউমের ভূমিকা অনেক। নিজেদের পছন্দের সুগন্ধিটি সবার ঘরে থাকেই। সুগন্ধি সব বয়সের নারী-পুরুষের কাছেই প্রিয়। কিন্তু পারফিউম বা সুগন্ধি দ্রব্যের মধ্যে পার্থক্যও রয়েছে। বিশেষ করে ফুলের সৌরভ দিয়েই পারফিউম তৈরি করতে হয়। যার যে ফুলের গন্ধ প্রিয়, সে সেটাই ব্যবহার করে থাকেন।
পারফিউম ব্যবহারের উপকারিতা
আমাদের দেহে প্রতিদিনই কোনো না কোনোভাবে ঘাম হয়। এই ঘাম থেকে কি পরিমাণ দুর্গন্ধের সৃষ্টি হয় তা আর বলার অপেক্ষা রাখে না! আপনার অজান্তেই আপনি এসব দুর্গন্ধ শরীরে বয়ে বেড়ান। এতে আপনার চারপাশের মানুষগুলোর কষ্ট হয়, তারা আপনার কাছে আসতে পারে না।
পারফিউম ব্যবহারে দেহে ঘামের দুর্গন্ধ দূর হয়, ফলে বিব্রতকর পরিস্থিতি সামাল দেওয়া যায়। অনেকেই বিশ্বাস করেন পারফিউম ব্যবহারে মনোযোগ তৈরি হয়। তাই লেখা-পড়ার সময় সুগন্ধি ব্যবহার করে থাকেন। আমি নিজেও পড়তে বসলে পারফিউম ব্যবহার করি। আরেকটি বিষয় না বললেই নয়, ভালো পারফিউম ব্যবহার আপনার ব্যক্তিত্বের ভালো একটি দিক প্রকাশ করে।
কয়েকটি হালাল পারফিউম ব্র্যান্ড
১. নিমত স্প্রে পারফিউম
ভারতের অন্যতম ব্র্যান্ডগুলোর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য পণ্য। সম্পূর্ণ ক্ষতিকারক ও অ্যালকোহল মুক্ত।
২.প্যাসিফিকা ওয়াইকিকি পাইকাকে
এই পণ্যটির সরবরাহকারী প্রতিষ্ঠানটি হাওয়াইতে অবস্থিত। নিজেদের দেশীয় জেসমিন ফুলের নির্যাস থেকে তৈরি।
৩. অ্যাবেল অর্গানিকস
এটি এসেনশিয়াল তেল এবং খাদ্যযোগ্য অ্যালকোহল দিয়ে তৈরি একটি হালাল পণ্য।
৪. ইবা হালাল কেয়ার পিওর পারফিউম ফার্স্ট লেডি
অ্যালকোহল মুক্ত আরও একটি আলোচিত পণ্য। এর পুষ্পশোভিত সুবাস আপনার অবশ্যই ভালো লাগবে।
আপনার জীবনকে সময়ে সময়ে ভিন্ন ভালো লাগায় পারফিউমের কেনো বিকল্প নেই। তবে সঠিক পারফিউমটি বেছে নেওয়া কতটা জরুরী তা আপনাকে আগেই ভেবে নিতে হবে। ভুল, ক্ষতিকর পণ্য আপনার বিভিন্ন অসুস্থতার কারণ হবে পারে। তাই পারফিউম ব্যবহার করুন। কিন্তু তার আগে দেখে নিন!
মন্তব্য করুন