আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই আমাদের মা আসছেন আমাদের ঘরে। তাই প্রস্তুতি এখন তুঙ্গে। শপিংও শুরু হয়ে গেছে, জামাকাপড়, জুতো, গয়না, মেকআপ আরও কত কি। এর সঙ্গেই আছে নানা রকম হেয়ার স্টাইল করা। পূজার ওই কয়েকটা দিন পোশাকের সঙ্গে মানানসই চুলকে সাজাতে না পারলে যেন সাজটাই মাটি। তাই আজ শেয়ার করব পূজার জন্য কিছু চুলের স্টাইল । বিভিন্ন দিন বিভিন্ন রকম সাজার জন্য।
সক বান
সারাবছর জিন্স কুর্তি টপ পরার পর আমরা অনেকেই পুজায় একটু ট্র্যাডিশনাল সাজতে চাই। আর এই সাজের সঙ্গে খোঁপা কিন্তু বেশ ভালো যায়। বিভিন্ন রকম খোঁপা করে নেওয়া যায়। তার মধ্যে একটি হল সক বান খোঁপা যা এখন ফ্যাশনে ইন। এই খোঁপার জন্য প্রথমে চুল টাকে পনিটেইল অর্থাৎ একটা ঝুঁটি বাধুন। এবার একটি মোটা হেয়ার ব্যান্ড ওই পনিটেইল এ ঢোকান।
তারপর ব্যান্ডটি চুলের শেষ প্রান্তে নিয়ে যান। এবার চুলের আগার প্রান্তটি ব্যান্ডের ভেতর দিয়ে মুড়িয়ে ঢোকান। এইভাবে ব্যান্ডটি শেষ পর্যন্ত মোড়াতে থাকুন চুলের সাথে। এটি প্রথম বারেই নাও হতে পারে একটু চেষ্টা করতে হবে।
মোড়ানো হয়ে যাবার পর। চুলটা ভালো করে সুন্দর করে ছড়িয়ে সাজিয়ে নিন। তারপর কয়েকটা হেয়ার ক্লিপ দিয়ে আটকে দিন যাতে ভালো করে আটকে থাকে।
পেঁচানো খোঁপা
চুল ভালো করে আঁচড়ে দুদিকে পনিটাইল করে নিন। তারপর দুটো পনিটাইলকে পেঁচাতে থাকুন। পেঁচাবার পর চুলের শেষ অংশ রবার ব্যান্ড দিয়ে বেঁধে দিন। তারপর পেঁচানো অংশ গুলো একটু হালকা করে দিন। এতে চুল ফুলে থাকবে আরও সুন্দর লাগবে। এবার ডান দিকের বেনিটা গোল করে পেঁচিয়ে লাগান। তারপর বাম দিকের বেনিটা পেঁচিয়ে লাগান। এমন ভাবে করুন যাতে পাছনের সিঁথিটা দেখা না যায়। হয়ে গেলে কয়েকটা হেয়ার ক্লিপ লাগিয়ে ভালো করে সেট করে নিন। চাইলে এর সাঙ্গে ফুলও গুজে নিতে পারেন।
পনি টেইল
গরমে পনিটেইল স্টাইলটি কিন্তু বেশ আরামদায়ক ও স্টাইলিশ। আর যারা খোঁপা করতে চান না তাদের জন্য এটি বেশ ভালো। নানারকম ভাবেই পনিটেইল করা যায়। চাইলে পুরো চুলটা টেনে নিয়ে উঁচু করে পনিটেইল করা যায়। বা সামনের কিছু চুল একটু টুইস্ট করেও বাঁধা যায়। নানারকম ভাবেই করা যায়।
ফ্রেঞ্চ বেনি
এটি এখন ফ্যাশনে খুব ইন। এর জন্য চুল ভালো করে আঁচড়ে নিতে হবে। তারপর মাথার ওপরে কয়েকটি অল্প চুল নিয়ে বিনুনি শুরু হবে। আস্তে আস্তে তারপর মাথার নীচের চুলগুলি নিয়ে বিনুনি করতে হবে। এই ভাবে বিনুনিটি আস্তে আস্তে নীচে নামবে। তারপর পুরো চুলটি বিনুনি করতে হবে। চাইলে সামনের দিকে চুল গুলি একটু ফুলিয়ে হালকা করে দেওয়া যায়। এবং কপালে কয়েকটি চুল রাখলে দেখতে ভালো লাগবে।
হাফ ফ্রেঞ্চ টুইস্ট
যাদের কোঁকড়ানো চুল তাদের ক্ষেত্রে এই হেয়ার স্টাইলটি খুব ভালো লাগবে। এর জন্য প্রথমে সামনের দিকের অল্প চুল নিয়ে একটা পনিটেইল করতে হবে। তারপর মাথার দু পাশে ,মানে কানের ওপরের অংশের একটু চুল নিয়ে দুদিক থেকে সেই চুল মাথার মাঝখানে অর্থাৎ পেছনে এনে, দুটোকে মিলিয়ে আরেকটা পনিটেইল করে নিন। রবার ব্যান্ড দিয়ে লাদিয়ে দিন। তারপর সেই পনিটেইলটি বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাতে থাকুন। এমন ভাবে ঘোরান যাতে ব্যান্ডটি চাপা পরে যায়। তারপর টাইট হয়ে এলে, হেয়ার পিন দিয়ে আটকে দিন। এটি ছোট কোঁকড়ানো চুলে দারুন মানাবে।
ইন্ডিয়ান বান
প্রথমে মাথার সামনের দিকের বেশ কিছু চুল নিয়ে সক বান করে করে। সক বান করার পধতি দেওয়া আছে। করে নিয়ে তারপর, মাথার নীচের অংশের চুলকে দুটি অংশে ভাগ করুন। প্রথমে ডান দিকের অংশের চুল নিয়ে খোঁপার অংশটিতে গোল করে খোঁপার চারপাশে লাগান ও হেয়ার পিন দিয়ে দিন। তারপর বাম দিকের চুল নিয়ে একই ভাবে খোঁপার চারপাশে গোল করে লাগিয়ে দিন। ও হেয়ার পিন দিয়ে ভালো করে আটকে দিন।
ফ্লাওয়ার ব্রাইড
এটি একটু মোটা চুলে বেশি ভালো লাগবে। প্রথমে কানের দুপাশের চুল ছেড়ে রাখুন। তারপর মাথার বাকি মাঝখানের অংশের চুলকে দুটি অংশে ভাগ করুন। এবার দুটি সাধারন বিনুনি করুন। এবং নীচে ব্যান্ড দিয়ে আটকে দিন যাতে না খুলে যায়। যাদের মোটা চুল তাদের বিনুনি এমনিতেই মোটা হবে। আর যাদের একটু পাতলা চুল তারা বিনুনি করে একটু চুল গুলো আলগা মত করে দিন। তাহলে বিনুনিটা একটু ফুলে থাকবে। এবার এবার বিনুনি দুটো গোল করে দু পাশ থেকে একটা আরেকটার সাঙ্গে জড়িয়ে লাগান। তারপর কানের দুপাশে ছেড়ে রাখা চুলগুলি বিনুনি করে প্রথমে ডানদিকের বিনুনিটি ওই খোঁপার সঙ্গে লাগান। তারপর বামদিকের বিনুনিটি লাগান। ও হেয়ার ক্লিপ দিয়ে লাগিয়ে দিন।
খোলা চুলের স্টাইল
প্রথমে চুল ভালো করে আঁচড়ে নিন। তারপর কানের দুপাশ থেকে সরু করে চুল নিয়ে, হাত দিয়ে পেঁচিয়ে মাথার পেছনে আনুন। ব্যান্ড লাগিয়ে দিন। তারপর ঠিক ওই অংশে একটু চুল নিয়ে একটা বিনুনি করুন। বিনুনিটি আস্তে আস্তে গোল করে খোঁপার মত করে লাগান। ও হেয়ার ল্কিপ দিয়ে আটকে দিন।
মন্তব্য করুন