পাতলা চুল নিয়ে সমস্যায় রয়েছেন? কোন রকমের স্টাইল করতে পারেন না! এবার পারবেন খুব সহজেই। দেখে নিন আজকের ৫টি হেয়ার স্টাইল যা পাতলা চুলেও করা যেতে পারে। তাহলে আজ ট্রাই করে নিন পছন্দের একটি হেয়ার স্টাইল আজকের ৫টি স্টাইলের মধ্যে থেকে।
প্রথম হেয়ার স্টাইল
শাড়ির সাথে এই হেয়ার স্টাইল দারুন মানাবে। চুল ছবি দেখে স্টেপ বাই স্টেপ বেঁধে নিন।
দ্বিতীয় হেয়ার স্টাইল
![দ্বিতীয় হেয়ার স্টাইল](https://dusbus.com/wp-content/uploads/2018/10/hair-style-2-1.jpg)
কলেজ বা রোজকার বেরনোর সময় এই স্টাইলটি অনায়াসে করতে পারেন। মাঝখান থেকে সিঁথি করে নিয়ে চুল দুই ভাগে ভাগ করে নিন। তারপর দুইদিক থেকে অল্প চুল নিয়ে ছোট খোপা করে মাথার উপরে বেঁধে নিন। বাকি চুল ছাড়া থাকবে।
তৃতীয় হেয়ার স্টাইল
![তৃতীয় হেয়ার স্টাইল](https://dusbus.com/wp-content/uploads/2018/10/পোগী-েূবতা-3.jpg)
সাইড বিনুনি করে মাথার এক সাইড থেকে নিয়ে গিয়ে পিছনে খোপা করে নিন। খুব সহজ এই স্টাইলটি করা। কুর্তি, শাড়ি বা যেকোনো পোশাকের সাথে এটি করতে পারেন অনায়াসে।
চতুর্থ হেয়ার স্টাইল
![চতুর্থ হেয়ার স্টাইল](https://dusbus.com/wp-content/uploads/2018/10/hair-style-4-1.jpg)
ছবি দেখে স্টেপ বাই স্টেপ একই ভাবে চুল বাঁধুন। যেকোনো অনুষ্ঠানে এই হেয়ার স্টাইল করে যান। সবাই অবাক হয়ে আপনাকেই দেখবে।
পঞ্চম হেয়ার স্টাইল
![পঞ্চম হেয়ার স্টাইল](https://dusbus.com/wp-content/uploads/2018/10/hair-style-5-1.jpg)
এখানে একই সাথে দুটি হেয়ার স্টাইল করতে পারবেন। ছবি দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কতটা সহজ এটা করা। তাহলে একদিন ট্রাই করেই দেখুন। সুন্দর বই মন্দ লাগবে না দেখতে।
Sundor