চুল পড়া, খুশকি ও চুলের অন্যান্য যাবতীয় সমস্যা দূর করতে কেমিক্যাল নয় ব্যবহার করুন ঘরোয়া কিছু উপাদান। কিভাবে কি করে ব্যবহার করবেন স্টেপ বাই স্টেপ জেনে নিন আজকের লেখায়।
১. আমলকী পাউডার
আমলকী শুধু চুল পড়া কমানোর জন্য ব্যবহার করা হয় না। খুশকির মত বিরক্তিকর সমস্যাকে সহজেই দূর করতে পারবেন আমলকীর হাত ধরে। চুলকে হেলদি ও মজবুত করে এবং কন্ডিশনিং করে। যদি রোজ একটা আমলকী খাওয়া যায়, তাহলে চুলের সাথে সাথে শরীরও থাকবে হেলদি।
উপকরণঃ
- ৫ থেকে ৬ চামচ আমলকী পাউডার
- একটু জল
পদ্ধতিঃ
- একটু জলে আমলকী পাউডার গুলে নিন।
- চুল ভাগ করে নিন কয়েকটি অংশে। প্রতি অংশে ঘন পেস্ট লাগান।
- ২৫ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
- সপ্তাহে তিনদিন করুন দ্রুত ভালো ফল পেতে।
- এছাড়াও আমলকীর পাউডারের সাথে দই, হেনা পাউডার ও ব্রাক্ষ্মি পাউডার মিশিয়েও লাগাতে পারেন।
২. নিমের জল
চুল থেকে ত্বক সবকিছুকেই হেলদি রাখতে, নিমের ব্যবহার বহু বছর ধরে হয়ে আসছে। এটা চুলকে হেলদি তো রাখেই, তার সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল রূপে কাজ করে, যেটা খুশকি, স্ক্যাল্পের অন্যান্য সমস্যা যেমন চুলকানি, ফুসকুড়ি এসব কমায়, এমনকি উকুনও।
উপকরণঃ
- অনেকগুলি নিম পাতা
- ২কাপ জল
পদ্ধতিঃ
- একটা পাত্রে জল ফোটান। এবার এতে নিম পাতা দিন। নিম পাতাসহ জল ফোটান ১৫ থেকে ২০ মিনিট।
- তারপর জলকে ঠাণ্ডা হতে দিন। মাথা ধুয়ে নিয়ে, সব শেষে এটা দিয়ে চুল ধুয়ে ফেলুন।
- এই নিমের জল দিয়ে সপ্তাহে তিনদিন চুল ধুয়ে ফেলুন। ব্যাস চুলের সমস্ত সমস্যা গায়েব।
৩. শিকাকাইের শ্যাম্পু
প্রাকৃতিক শ্যাম্পু হল শিকাকাই, যেটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেটা স্ক্যাল্পকে ভালো রাখে। চুল পড়া কমায়, সাথে ফ্রিজি চুলকে ঠিক করে। খুশকি কমাতেও সাহায্য করে।
উপকরণঃ
- ৬চামচ শিকাকাই পাউডার
- ২কাপ জল
পদ্ধতিঃ
- সারারাত ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে চুল ধুয়ে নিন।
- তারপর শিকাকাই জল দিয়ে চুল শ্যাম্পু করুন।
- শিকাকাই জল দিয়ে ১০ মিনিট মত স্ক্যাল্পসহ চুলে ম্যাসাজ করুন।
- তারপর মাথা ধুয়ে নিন। এটাও সপ্তাহে এক বা দুদিন ব্যবহার করুন।
৪. অশ্বগন্ধার পাউডার
অশ্বগন্ধা এমনই একটা উপাদান, যেটা মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব ভালো রাখে। অর্থাৎ চুল তো আছেই, সাথে শরীর ও মনও ভালো রাখতে সাহায্য করে। চুলের স্বাস্থ্য উন্নত করতে তো এর জুড়ি নেই। বিশেষ করে খুশকির সমস্যায় জাস্ট অনবদ্য।
উপকরণঃ
- ৩চামচ অশ্বগন্ধা পাউডার
- ২চামচ আমলকী পাউডার
- একটু জল
পদ্ধতিঃ
- অশ্বগন্ধা ও আমলকী পাউডার জল দিয়ে গুলে নিন।
- এবার এই মিশ্রণ স্ক্যাল্পসহ পুরো চুলে ভালো করে লাগান। আধঘণ্টা রাখুন।
- তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দু থেকে তিনদিন এটা করুন।
মন্তব্য করুন