জি.এস.টি নিয়ে আমাদের তো মাথা ফাটাফাটির শেষ নেই। আম-জনতার রোজকার তরজা থেকে নেতাদের মতান্তর- সব মিলিয়ে জি.এস.টি নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। চাল-ডাল ছাড়াও তো আমাদের রোজ কিছু জিনিস লাগে যেগুলো ব্যবহার করতেই হয়। তার মধ্যে আবার নারী-বাহিনীর সাজগোজের বা অন্যান্য কিছু দরকারী জিনিসও তো আছে। তা আপনারা, মানে আমার মহিলা বন্ধুরা, যদি মনে করেন এতে আপনাদের সুন্দর হওয়ার দফা-রফা হল, তা কিন্তু নয়। আপনাদের অনেক জিনিসের ওপরেই কিন্তু জি.এস.টি-র প্রভাব বেশী পড়েনি। তাই আসুন জেনে নিন কোন কোন জিনিসের দাম কমল জি.এস.টি-র ফলে।
১. পারফিউম
একটা সুগন্ধী জিনিস সারাদিন আমাদের মনটা ভালো রাখে। তাই মেয়েরা কেন শুধু, সবাই চায় একটা ভালো পারফিউম কিনে রাখতে। আর এই পারফিউমের দাম কিন্তু কমেছে জি.এস.টি-র ফলে। প্রথমে অবশ্য দাম বাড়লেও পরে ১০ নভেম্বরের রিভাইসড দামে ট্যাক্স কমে ১৮% হয় ২৮% থেকে। তাই নিশ্চিন্তে ব্র্যান্ডেড পারফিউম কিনতেই পারেন।
২. কাজল
সুন্দর করে চোখকে সাজাতে হলে কাজল মাস্ট। তা এই কাজল কিন্তু বেশ কম ট্যাক্সেই পাওয়া যাবে। আগে ২৮% ছিল ট্যাক্স, এখন কিন্তু সেইরকম কোনো ট্যাক্সই নেই। কিন্তু আবার কাজল স্টিকের ওপর ট্যাক্স আছে,যা আছে ১৮%।
৩. অন্যান্য বিউটি বা মেকআপ সরঞ্জাম
মেকআপ ছাড়া তো মেয়েদের ভাবাই যায় না। লিপস্টিক, লাইনার, কুমকুম বা টিপ, সিঁদুর তো মেয়েদের সবসময় লাগে। তা এগুলোর ওপর যে অত্যধিক ট্যাক্স বসেনি তা জেনে আশা করি আপনাদের ভালো লাগবে। ১০ নভেম্বরের রিভাইসড দামে ২৮% থেকে কমে ১৮% হয়। তাই মনের মতো বিউটি প্রোডাক্ট কিনে আনতেই হবে।
৪. গয়না
এইটা দেখে আমার মহিলা বন্ধুরা আনন্দে আত্মহারা হবেনই। ভাবুন খালি, সোনার বা হীরের গয়নার ওপর সেইরকম কোনো ট্যাক্সই বসানো হয়নি। মাত্র ৩% ট্যাক্স বসানো হয়েছে। এর মানে আপনাকে সোনার গয়নার ওই পরিমাণ টাকা দিয়ে আর পাহাড় প্রমাণ ট্যাক্স গুনতে হবে না। এর থেকে ভালো আর কিই বা হতে পারে? এক্ষুনি জুয়েলারী দোকানে যান আর গয়না কিনুন, পরে যদি দাম বেড়ে যায়!
৫. চুলের পরিচর্যা
আপনার মখমলের মতো চুলের পরিচর্যা তো আপনাকে করতেই হবে। দাম বাড়বে বলে কি আপনি আপনার চুলকে শণের দড়ি করে রাখবেন? তা তো নয়। তা আপনার যাতে চুলের পরিচর্যা করতে কোনো সমস্যা না হয়, তার জন্যই চুলের যে কোনো প্রোডাক্ট মানে তেল বা শ্যাম্পু এই সবের ওপর কিন্তু ট্যাক্স খুব কমই আছে। ১০ নভেম্বরের রিভাইসড দাম অনুযায়ী ট্যাক্স ২৮% থেকে কমে ১৮% হচ্ছে।
তাহলে,আপনারা যারা শাড়ির দাম বাড়ছে দেখে ভেবেছিলেন জি.এস.টি বেকার, তাঁরা কিন্তু ওপরের এই কয়েকটা জিনিস দেখে খুশি হবেনই। দেখুন কষ্ট করে শাড়িটা কিনে ফেলুন। গয়না আর মেকআপ তো রইলোই হাতের নাগালে। আপনাকে অপরূপা বানাতে জি.এস.টি কোনো প্রতিবন্ধক হয়ে উঠতেই পারে না।
মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানুন বিস্তারিত | What is a Mutual Fund? – Explained in Detail
পশ্চিমবঙ্গের রাজনীতি কী ধীরে ধীরে দলাদলির রাজনীতিতে পরিণত হচ্ছে
মন্তব্য করুন