আপনার ত্বক ফর্সা হোক বা কালো, তা নিয়ে কিচ্ছু যায় আসে না। আসলে যেটা দরকার সেটা হল ঔজ্জ্বল্য। কিন্তু উজ্জ্বল ত্বক পাওয়া অতো সহজ নয়। তার জন্য আপনাকে অনেক কিছু ব্যবহার করতে হবে তার কোনও মানে নেই কিন্তু। শুধু কয়েকটি নির্দিষ্ট জিনিস বা প্রোডাক্ট ব্যবহার করুন আর দেখুন কত সহজেই আপনি পাবেন উজ্জ্বলতা। আসুন তাহলে দেখে নেওয়া যাক আপনার সৌন্দর্যের গোপন রহস্যগুলো কী কী।
প্রথমতঃ এসেন্স (Garnier Skinactive Power Kit)
বিশেষজ্ঞরা আপনার ত্বকের উজ্জ্বলতার জন্য এসেন্সের কথা বলেন। ক্লিনসিং মিল্ক বা অন্য ভালো ক্লিনসার দিয়ে মুখ পরিষ্কার করার পরে যদি এই এসেন্স ব্যবহার করা যায়, তাহলে দেখবেন ত্বক সঙ্গে সঙ্গেই উজ্জ্বল হচ্ছে। আপনি তুলোয় করে এই এসেন্স নিন আর মুখে লাগান। তারপর শুকিয়ে যেতে দিন। নিয়মিত করুন, দেখবেন ফল পাবেনই।
এক্ষেত্রে আপনি গার্নিয়ের স্কিন অ্যাক্টিভ সুদিং ফেসিয়াল মিস্ট ব্যবহার করতে পারেন। এটির মূল উপাদান হল গোলাপ জল। আমরা সকলেই জানি গোলাপ জল আমাদের ত্বকের জন্য কত ভালো। আর গার্নিয়ের তো বিউটি প্রোডাক্ট হিসেবে অনবদ্য বটেই। তাই ব্যবহার করে দেখতেই পারেন।
দ্বিতীয়তঃ সিরাম (Murad Revitalixir Recovery Serum)
এসেন্স দিয়ে মুখ টোনিং তো করে নিলেন। কিন্তু উজ্জ্বল ত্বক তখনই সুন্দর হয় যখন আপনার ত্বক হবে দাগহীন। যদি কোনও বলিরেখা, পিগমেনটেশন, ফাইন লাইন থাকে তাহলে কিন্তু আপনার ত্বক উজ্জ্বল হয়েও কোনও লাভ নেই। তাই এই দাগ-ছোপ থেকে মুক্ত হতে সিরাম নিয়মিত ব্যবহার করুন। আর এটা ব্যবহার করতে হবে এসেন্স শুকিয়ে যাওয়ার আগেই। তাহলে সিরাম ভালো করে মিশে যাবে।
এক্ষেত্রে আপনি মুরাদ রিভাইটালিক্সির রিকোভারি সিরাম ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বক শুষ্ক হতে দেবে না আর তার সঙ্গেই হারিয়ে যাওয়া স্কিন টোন ফিরিয়ে আনবে।
তৃতীয়তঃ ক্রিম (Multi-Glow Rosy Skin Tone Reviving Cream)
সব কিছু ব্যবহার করলেন, এবার ক্রিম ব্যবহার না করলে হয় বলুন তো! মনে রাখবেন ক্রিম কিন্তু আমাদের ত্বকের পুষ্টির জন্য খুব দরকারী। বলা যায় আমাদের ত্বকের খাদ্য হল ক্রিম। ভালো ক্রিম ত্বকের হাইড্রেশন ধরে রাখে, ত্বক আর্দ্র রাখে। যে ক্রিমে গ্লিসারিন থাকে সেই ক্রিম ব্যবহার করা বেশি ভালো।
এই ক্রিমের ক্ষেত্রে আপনি লেনকমের ক্রিম ব্যবহার করতে পারেন। লেনকম রিএনার্জি মাল্টি-গ্লো রোজি স্কিন টোন রিভাইভিং ক্রিম ব্যবহার করতে পারেন। এতে আছে ভিটামিন ই, যা ত্বক ভিতর থেকে সুন্দর করে।
চতুর্থতঃ তেল(LOreal Paris Age Perfect Glow Renewal Facial Oil)
মুখে তেল মাখতে পছন্দ করেন না? তা অনেকেই পছন্দ করেন না জানি। কিন্তু আপনি যদি সুন্দর ত্বক চান তাহলে কিন্তু তেল ব্যবহার আপনাকে করতেই হবে। তেল খুব সহজেই ত্বকে মিশে যায়। তাই ভিতর থেকে ত্বক ভালো রাখতে পারে তেল। তেল আমাদের ত্বকের ময়েশ্চার ধরে রাখে।
এক্ষেত্রে আপনি লরিয়েল প্যারিস এজ পারফেক্ট সেল রিনিউয়াল ফেস্যাল অয়েল ব্যবহার করতে পারেন। লরিয়েল প্যারিস নিয়ে তো নতুন করে কিচ্ছু বলার নেই। আপনি তাই লরিয়েলের হাত ধরতেই পারেন।
তাহলে আর তো চিন্তার কিচ্ছু নেই। দাশবাসের হাত ধরে আরও নানা রকম প্রোডাক্টের কথা জানতে থাকুন আর আপনার ত্বক সুন্দর আর উজ্জ্বল করে তুলুন।
Facial Firming Creams: ত্বকের চামড়া টানটান রাখার জন্য সেরা ৬টি ক্রিম
মন্তব্য করুন