কাঁচের মতো স্বচ্ছ একটা স্কিন! কোনও দাগ থাকবে না, কোনও ব্রণ, কালো ছোপ কিচ্ছু থাকবে না। থাকবে শুধু নিটোল সুন্দর ঝলমলে একটা মুখ। এরকম গ্লাস স্কিন চান নিশ্চয়ই আপনারা। নাম শুনে হয়তো ভাবছেন অনেক টাকা খরচ করে পার্লারে গিয়ে এসব করতে হয়। কিন্তু ঘরে বসেই যদি এই স্কিন পাওয়া যায়! এটা কিন্তু সত্যিই সম্ভব।
১. মুখে টম্যাটোর প্রয়োগ
এখন শীতের সময়ে আমরা ফ্রেস টম্যাটো পাব। এই টম্যাটো কাজে লাগান মুখের যত্নে। টম্যাটো মুখে আর্দ্রতা আনতে সাহায্য করে, মুখে আলাদা গ্ল্যামার আনে একটা। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ বা ব্রণর দাগ থাকলে তাও কমিয়ে আনে। স্কিন ড্যামেজ ভিতর থেকে সারিয়ে আনে টম্যাটো। স্কিনের পি.এইচ লেভেল সুন্দর করে ধরে রাখে।
উপকরণঃ

- টম্যাটোর স্লাইস
- মধু
পদ্ধতিঃ
টম্যাটো গোল গোল করে কেটে নিন। এই স্লাইসের ওপরে অল্প মধু নিয়ে মুখে হাল্কা হাতে ঘষুন। ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।
২. তিসির জেল প্রয়োগ
তিসি আপনারা যে কোনও ভাল মুদি দোকানে পেয়ে যাবেন। তিসি আপনার স্কিনে যেন প্রাণ নিয়ে আসে। স্কিনের অনুজ্জ্বল ভাব সরিয়ে গ্লো আনে। এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা মুখের ময়েশ্চার ধরে রাখে। তাই এই শীতে স্কিন সহজে ড্রাই হয়ে যাবে না। আর রোদের তাপ, দূষণের জন্য স্কিনের যে ক্ষতি হয় তার থেকেও এই জেল স্কিনকে সুরক্ষিত রাখে। এরই সঙ্গে তিসি স্কিন টাইট রাখে, বলিরেখা আসতে দেয় না।
উপকরণঃ
- তিসির বীজ ২ বড় চামচ
- জল
পদ্ধতিঃ
একটি পাত্রে ৫ কফি মাগ সাইজের পাত্রের জল নিয়ে নিন। এর মধ্যে তিসি বীজ মিশিয়ে ফুটতে দিন জল। দেখবেন জল ফুটে ফেনা আসবে। তারপর একটু জেল মতো হয়ে আসবে জলটা। এই অবস্থায় জল ছেঁকে নিন তিসি থেকে আলাদা করার জন্য। তারপর এই জেলের মধ্যে একটা তুলোর প্যাড ডুবিয়ে মুখে সেই জেল লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
৩. গ্রিন টি আর কলার ফেস মাস্ক
গ্রিন টি’র মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা স্কিনে ইন্সট্যান্ট গ্লো আনে। কলা স্কিনকে টাইট করে আর নারিশ করে। অনেক নরম থাকে স্কিন কলা ব্যবহার করলে। কলা ডেড স্কিন সেল সরিয়ে নতুন সেল তৈরি করতেও খুব ভাল কাজ করে।
উপকরণঃ

- একটা গ্রিন টি ব্যাগ
- একটা পাকা কলা
- মধু ২ চামচ
পদ্ধতিঃ
পাকা কলা নিয়ে আগে চটকে নিন। এর মধ্যে মধু আর টি ব্যাগ থেকে চা পাতা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। একটা মোটামুটি ঘন পেস্ট মতো তৈরি হবে। এই পেস্ট মুখে মেখে ২০ মিনিট মতো অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন। আপনি সঙ্গে সঙ্গেই একটা অনবদ্য গ্লো স্কিনে বুঝতে পারবেন।
আপনি যদি নিয়ম করে সপ্তাহে অন্তত এক দিন এটি করেন তাহলে দুই মাসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত স্কিন আপনার হাতের মুঠোয়। খুব একটা সময়ও লাগে না। আর স্কিন থাকে সামগ্রিকভাবে সুন্দর।
মন্তব্য করুন