কি ভাবছেন? শুধু শুধু বাড়িতে বডি লোশন কেন বানাতে যাব রে বাবা! বাজারে তো রয়েছেই। হ্যাঁ সে তো আছেই। কিন্তু বাজারের ওই বডি লোশনগুলো কি সত্যি আপনার স্কিনকে সারাদিন হাইড্রেট রাখে?
শীতের স্পেশাল কেয়ারে বডি লোশন
শীতে স্কিনের দরকার বিশেষ যত্ন। কারণ স্কিন তার স্বাভাবিক ময়েশ্চার হারায়। তাই এই সময়টা স্পেশাল কেয়ার না নিলে, ত্বক অতিরিক্ত শুকিয়ে গিয়ে তার উজ্জ্বলতা তো হারাবেই। সাথে কুঁচকেও যাবে। যেটা আপনি বুঝতে পারবেন তিরিশে পা দিতে না দিতেই। কিন্তু নিজের সৌন্দর্যের সাথে কি কোন কম্প্রোমাইজ করা যায়? না তো! তাই দরকার আপনার স্পেশাল কেয়ার। আর তাই বাড়িতেই তৈরি করে নিন বডি লোশন। যেটা করাও খুব সহজ। আবার স্কিন সারাদিন হাইড্রেটও রাখে। কীভাবে বানাবেন দেখে নিন।
১. মিল্ক বডি লোশন
ত্বককে দিতে চান দুধের পুষ্টি? তাহলে বানিয়ে নিন মিল্ক বডি লোশন। কি ভাবছেন খুব শক্ত? একদমই না দেখুন।
উপকরণ
দুধ ৩ থেকে ৪ কাপ, কনস্টার্চ বা কনফ্লাওয়ার ১ চামচ, অলিভ তেল ১ চামচ, আমণ্ড তেল ১চামচ, মধু ১ থেকে ২ চামচ ও জাস্ট একটুখানি হলুদ গুঁড়ো।
পদ্ধতি
দুধ প্রথমে জাল দিন। দুধটা বেশ অনেকটা ঘন হবে। তারপর তাতে কনফ্লাওয়ার দিন। ভালো করে মেশান ফোটাতে থাকুন। নাড়তে থাকুন। এটা যতক্ষণ না একদম ঘন ক্রিমি হচ্ছে। ঘন ক্রিমি হয়ে গেলে নামিয়ে নিন। তবে একটা কথা মনে রাখবেন, এটা নামানোর পর ঠাণ্ডা হলে এমনিতেই একটু ঘন হয়ে যাবে। তাই একদম ঘন করে নামানোর দরকার নেই। হালকা পাতলা অবস্থায় নামাবেন। ঠাণ্ডা হলে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। ঠাণ্ডা হয়ে গেলে, এতে বাকি উপকরণগুলো মেশান। ভালো করে সমস্ত উপকরণগুলো মেশান। এবার এটা খুব শক্ত মানে একদম এয়ার টাইট কোন জায়গায় রেখে দিন। এবার ওই কৌটোটা ফ্রিজে রেখে দিন। মনে রাখবেন এটা ৫ দিন থেকে ১ সপ্তাহ অবধি ভালো থাকবে। তাই একপ্তাহের মতো করেই বানাবেন।
ব্যবহার
এটা রোজ স্নানের পর এবং রাত্রে শোওয়ার আগে ভালো করে ম্যাসাজ করে মাখুন। আর পান উজ্জ্বল ময়েশ্চারাইজড স্কিন।
২. কোকো বাটার লোশন
ওপরের লেখা দেখে নিশ্চয়ই ভাবছেন, বাবা যেটা দোকানে কিনি সেটা বাড়িতে বানাবো কি করে? বানানো খুব সোজা। খালি লাগবে উপকরণগুলো।
উপকরণ
৫ থেকে ৬ চামচ নারকেল তেল, ১ চামচ ভিটামিন ই অয়েল, হাফ কাপ কোকো বাটার বা নর্মাল নুন ছাড়া মাখন, ১ চামচ এসেনশিয়াল অয়েল বা যেকোনো এসেনশিয়াল ওয়েল হতে পারে আপনার পছন্দ মত।
অ্যানিমেট ৬০ ভিটামিন ই অয়েল ফেসিয়াল ক্যাপসুল
দাম ৩৯৯/-
অফারে দাম ২৩৭/-
পদ্ধতি
প্রথমে একটা পরিষ্কার কড়া বা সসপ্যান নিন। এবার এতে কোকো বাটার ও নারকেল তেল দিন। দুটো একসাথে নাড়তে থাকুন যতক্ষণ না গলে যাচ্ছে। ভালো করে দুটো উপকরণ মিশে গেলে, নামিয়ে নিন। এবার এতে ভিটামিন ই ওয়েল ও এসেনশিয়াল অয়েলটা মেশান। বাজারে ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন। বা অনলাইনে পেয়ে যাবেন। সেই ক্যাপসুল থেকে তেল বার করে এক চামচ দেবেন। ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট। বা ফ্রিজে না রাখতে চাইলে, এমনি চাপা দিয়ে মিশ্রণটা কয়েকঘণ্টা রেখে দিন। ব্যাস দেখবেন ক্রিমের মত হয়ে এসেছে। ব্যাস, রেডি আপনার কোকো বাটার লোশন।
ব্যবহার
এটা রোজই দিনে দু’বার করে লাগাতে পারেন। পায়ের ফাটা গোড়ালিতেও লাগাতে পারেন। দেখবেন ফাটা গোড়ালি উধাও। আর এসেনশিয়াল অয়েলের মিষ্টি গন্ধ আপনার মন ভরিয়ে দেবার সাথে সাথে স্কিনকেও করে তুলবে ময়েশ্চারাইজড।
৩. গ্লিসারিন বডি লোশন
শীতকালে গ্লিসারিন সাবান নিশ্চয়ই ব্যবহার করছেন? গ্লিসারিন সাবানের বদলে ব্যবহার করুন পিওর গ্লিসারিন বডি লোশন। যা গোটা শীতকাল স্কিনকে রাখবে ময়েশ্চারাইজড।
উপকরণ
৩ চামচ গ্লিসারিন, ১ কাপ ডিসটিলড্ ওয়াটার, (বাড়িতে যদি ওয়াটার পিউরিফায়ার থাকে, তাহলে সেই জলও ভালো), লেমন এসেনশিয়াল অয়েল ৫ থেকে ৬ ফোঁটা।
রে লেমন এনেশিয়াল অয়েল
দাম ২৯৯/-
অফারে দাম ২৮৮/-
গনপতি হারবাল গ্লিসারিন উইথ রোজ ওয়াটার অ্যান্ড লাইম জুস, ১০০ মি.লি.
দাম ১০০/-
পদ্ধতি
একটা ভালো বোতলে মানে যেটা ভালো ভাবে আটকানো যাবে। সেরকম বোতলে প্রথমে জলটা নিন।এবার বাকি উপকরণগুলো মেশান। ভালো করে মেশান। যাতে সব উপকরণগুলো মিশে যায়। আপনার গ্লিসারিন বডি লোশন রেডি। শীতের জন্য অসাধারণ একটা লোশন।
ব্যবহার
দিনে দু’বার করে রোজ শীতে লাগান। ব্যাস স্কিনের সফটনেস নিয়ে আর ভাবতে হবে না। যদি আপনাকে রোদে কাজ করতে হয়। কিংবা শীতের মিঠে রোদ উপভোগ করতে অনেকেই ভালোবাসেন। এই রোদ থেকেও স্কিনকে দেবে ভরপুর সুরক্ষা এই লোশন।
আর যদি একান্তভাবেই দরকার হয় বডি লোশন দোকান থেকে কেনার?
১. কেয়া শেঠ সফট অ্যান্ড স্মুদ পিওর অলিভ বডি অয়েল
কেয়া শেঠের প্রোডাক্ট সবসময়েই ভালো। সবরকম ত্বকের জন্যই এটা পারফেক্ট। ফ্লিপকার্টে অর্ডার দিন।
দাম ২১০/-
২. হিমালয়া নারিশিং বডি লোশন ফর নর্মাল স্কিন
হিমালয়ার এই প্রোডাক্টও আপনি আরামসে ব্যবহার করতে পারেন।
দাম ১৪০/-
তাহলে এই তিনটি বডি লোশনের মধ্যে, যেকোনো একটি বানিয়ে ফেলুন বাড়িতে। উপকরণগুলি পাওয়া খুব একটা শক্ত নয়, তাই আজই কিনে আনুন। আর বাড়িতেই বডি লোশন বানিয়ে, বাড়ির সবাইকে একেবারে তাক লাগিয়ে দিন। আর হ্যাঁ, এই শীতে কোনোরকম বডি লোশন না কিনেও এত সফট স্মুদ ও গ্লোয়িং স্কিনের রহস্যটা কিন্তু কাউকে বলবেন না।
মন্তব্য করুন