ওপরের লেখা দেখে কি ভাবছেন,সবই কি বাড়িতেই বানিয়ে নেব নাকি! অত ঝামেলায় কে যাবে। কিন্তু বাজারের নাইট ক্রিমগুলো তো কোনোটা উজ্জ্বলতা দিচ্ছে,আবার কোনোটা এজিং এর জন্য স্পেশাল।
একইসাথে কি সবকিছু দিচ্ছে? কিন্তু নাইট ক্রিম মানে তো সবই। তাহলে সবকিছু পাবার জন্য কি একসাথে চার পাঁচটা ক্রিম ব্যবহার করবেন? না তো,সেই জন্যই বাড়িতে বানান নাইট ক্রিম।
কি ভাবছেন খুব ঝামেলা? আরে নাইট ক্রিম বানানো খুব সহজ। কারণ খুব সহজ কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে এটি। খরচাও কম, আবার সবরকম উপকারিতা পাওয়া যাবে একটা ক্রিমেই। স্কিনকে রাখবে হাইড্রেটেড, উজ্জ্বল এবং স্কিন এজিংও রুখবে।তাই আজ শেয়ার করছি,খুব সহজ কয়েকটা নাইট ক্রিম বানানোর উপায়।
অ্যাপেল নাইট ক্রিম
স্কিনকে দিন অ্যাপেলের পুষ্টি।কারণ অ্যাপেলে আছে ভিটামিন এ,বি,সি ও প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট।এছাড়াও আরও অনেক পুষ্টিগুণ তো রয়েছেই যা স্কিনকে ইয়ং ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং এর সাথে বাকি উপাদানগুলো স্কিনকে হাইড্রেটেড রাখে।
উপকরণ:
- একটা বড় অ্যাপেল
- ২চামচ গোলাপজল
- ১চামচ অলিভ তেল
- একচিমটে হলুদগুঁড়ো
পদ্ধতি:
- প্রথমে অ্যাপেলের স্মুথ পেস্ট করে নিন। এবার এতে অলিভ তেল দিন ও গোলাপজল দিন।
- মেশানোর পর একচিমটে হলুদগুঁড়ো দিন। এরপর চাইলে একটু দারুচিনিগুঁড়োও দিতে পারেন।
- এটা ব্রণ কমাতে সাহায্য করবে। হলুদ গুঁড়ো এক চিমটের বেশী দেওয়ার দরকার নেই। এবার সব উপকরণগুলো ভালো করে মেশান।
- একটা ঘন পেস্ট তৈরি হবে। তৈরি আপনার নাইট ক্রিম।
- এটা মুখে একটু করে লাগান ঘুমোতে যাবার আগে।
- ক্রিমটা এয়ার টাইট কন্টেইনারে রেখে দিন।
- এটা ফ্রিজে রেখে দিলে,৬ দিন পর্যন্ত ভালো থাকতে পারে।
স্পেশাল অ্যান্টি এজিং নাইট ক্রিম
বাজারের ক্ষতিকর কেমিক্যাল যুক্ত নাইট ক্রিমের থেকে অনেক ভালো।কারণ এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেটা সত্যি স্কিনের এজিংকে ধরে রাখতে সাহায্য করে।
উপকরণ:
- একটা পাকা অ্যাভোকাডো
- ১চামচ দই
পদ্ধতি:
- একটা পাকা অ্যাভোকাডো আগে ভালো করে ব্লেণ্ড করে নিন।
- এবার এতে দই মেশান। ভালো করে দুটো উপকরণ মেশান।
- আপনার ক্রিম রেডি। এবার এটা মুখে লাগান রোজ রাতে।
- বাকিটা ফ্রিজে রেখে দিন।
- এটা অ্যান্টি এজিং হিসাবে তো কাজ করবেই। তার সাথে স্কিনকে স্মুথ রাখবে।
কোকো বাটার নাইট ক্রিম
স্কিন খুব ড্রাই? তাহলে এই নাইট ক্রিমটা আপনার জন্য বেস্ট যেখানে স্কিন নরম স্মুথ ও গ্লোয়িং হবে।
উপকরণ:
- ১চামচ আমণ্ড তেল
- ২চামচ গোলাপজল
- ২চামচ কোকো বাটার
- ১চামচ মধু
পদ্ধতি:
- একটা পাত্রে আমণ্ড তেল ও কোকো বাটার একটু গরম করুন। সবটা ভালো ভাবে মিশে গেলে, এবার এতে বাকি উপকরণগুলো মেশান।
- ভালো করে সব উপকরণগুলো মেশান। ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে মুখে ম্যাসাজ করে লাগান। রাত্রে সবার আগে।
- বাকিটা এয়ার টাইট কন্টেইনারে রেখে দিন। ফ্রিজে রাখবেন তাহলে ৬দিন পর্যন্ত ভালো থাকবে।
অলিভ নাইট ক্রিম
অলিভ তেল স্কিনকে যেমন গ্লোয়িং করে তোলে, তেমনই স্কিনকে হাইড্রেটেড রাখে ও অ্যান্টি এজিং হিসাবেও কাজ করে।
উপকরণ:
- ৪চামচ অলিভ তেল
- ৪চামচ নারকেল তেল
- ৫টি ভিটামিন ই ক্যাপস্যুল
পদ্ধতি:
- সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এবার এটা রাতে শোবার আগে একটু ম্যাসাজ করে মুখে লাগান। তারপর সারারাতই থাকবে এটা।
- এটা এবার এয়ার টাইট কন্টেইনারে রেখে দিন। এটা ফ্রিজে না রাখলেও চলবে।
- টানা এক সপ্তাহ ব্যবহার করুন। আর তারপর দেখুন স্কিনের তফাৎ।
- এই তিনটি উপকরণ একসাথে স্কিনে দেবে একটা হেলদি গ্লো।
তাহলে দেখলেন তো, নাইট ক্রিম বানানো কত সহজ।এবার আপনি বলুন কোনটা বেশী ভালো,বাজারের দামি কেমিক্যাল যুক্ত নাইট ক্রিম নাকি কম খরচায় আসল প্রাকৃতিক নাইট ক্রিম যেটা স্কিনকে সত্যি ভেতর থেকে হেলদি করে তুলবে।
মন্তব্য করুন