কষ্ট করে পার্লারে গিয়ে ব্লিচিং তো অনেক করলেন। কিন্তু ভাবুন তো, এবার যদি ঘরে বসেই পেয়ে যান পার্লার লাইক ব্লিচিং-এর মজা? সময়ও বাঁচল আর ঘরে বসেই পেয়ে গেলেন দিব্য সুন্দর, স্মুদ, মোলায়েম, মাখনের মতো ডি-ট্যানড ইভেন টোনের উজ্জ্বল স্কিন! তাহলে কি ভালোই না হয় বলুন তো? আজকে ‘দাশবাস’ পেজে আমরা নিয়ে এলাম তাই ঘরে বসে ব্লিচিং-এর হাল-হকিকত।
কেন ব্লিচ করবেন?
আপনার ত্বককে উজ্জ্বল করতে ব্লিচিং দারুণ সাহায্য তো করে বটেই। তাছাড়া মুখ থেকে কালো দাগ দূর করতেও কিন্তু ব্লিচিং খুব এফেক্টিভ। আর ত্বকের পোরস থেকে ময়লা দূর করতেও যদি চান, তাহলে ব্লিচ কিন্তু আপনাকে করতেই হবে।
➡ ব্লিচ করার ঘরোয়া উপায় জানুন।
রিচফিল লাক্সারি গোল্ড ব্লিচ ক্রিম, ২৮ গ্রাম (প্যাক অফ ২)
দাম ১৭৮/-
অফারে দাম ১৬০/-
ব্লিচিং করার আগে জেনে নিন
১. দোকান থেকে যদি ব্লিচিং কিট কেনেন, তাহলে প্রোডাক্টের ইন্সট্রাকশন কিন্তু মন দিয়ে পড়ে নেবেন।
২. ব্লিচিং করার আগে আপনার স্কিনের ওপর প্যাচ টেস্ট করা কিন্তু মাস্ট। কানের তলার অংশে প্রথমে অ্যাপ্লাই করুন। তারপর ৪৮ ঘণ্টা অপেক্ষা করুন। দেখুন কোনো স্কিন প্রবলেম হচ্ছে কিনা।
এরপর শুরু করুন ব্লিচ করা।
কীভাবে করবেন?
মুখ ভালো করে ধুয়ে নিন
ব্লিচ করার আগে মুখ ধুয়ে নেওয়া কিন্তু মাস্ট। নিজের নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর মুখ মুছে নিন ভালো করে। তবে ক্লিনজিং মিল্ক ব্যবহার করবেন না। কারণ এর ফলে কিন্তু মুখে ময়লা আরও বসে যেতে পারে।
হিমালয়া নিম ফেস ওয়াশ, ২০০ মি.লি.
দাম ১৭০/-
অফারে দাম ১৪৪/-
প্রি-ব্লিচ ক্রিম লাগান
এরপর ব্লিচিং কিটের ইন্সট্রাকশন আরেক বার পড়ে নিন। তারপর প্রি-ব্লিচ ক্রিম লাগিয়ে ভালো করে মিনিট পাঁচেক ধরে ম্যাসাজ করুন। যদি আপনার কিটে প্রি-ব্লিচ ক্রিম না থাকে তাহলে ঘরেও বানিয়ে নিতে পারেন।
উপকরণ
ব্লিচ ক্রিম ২ চামচ, পাওয়ার অ্যাক্টিভেটর অল্প।
পদ্ধতি
দুটো একসাথে মিশিয়ে মেখে ফেলুন। তারপর শুকিয়ে গেলে নরম তোয়ালে দিয়ে আলতো করে তুলে ফেলুন।
এরপর ব্লিচিং ক্রিম লাগান
পদ্ধতি
ব্লিচ ক্রিম গোটা মুখে আঙুলের সাহায্যে ভালো করে মাখুন। গলাতেও লাগাতে পারেন। তবে মুখ, চোখ অ্যাভয়েড করুন। আপনি যদি মিডিয়াম বা ফর্সা স্কিন টোনের হন, তাহলে ১৫ মিনিট অপেক্ষা করুন। আর একটু চাপা রঙ হলে ১০ মিনিট। এরপর তুলোর বল দিয়ে আলতো করে মুছে নিন। ব্লিচিং ক্রিম কিন্তু ভুলেও ধোবেন না। আর বেশীক্ষণ ক্রিম স্কিনে লাগিয়েও রাখবেন না। তাহলে কিন্তু নানা সমস্যা হতে পারে।
মুখ ধুয়ে নিন
ভালো করে কটন বল দিয়ে ব্লিচ ক্রিম তুলে ফেলার পর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তবে হ্যাঁ, স্ক্রাবিং কিন্তু এক্কেবারে করবেন না।
খেয়াল রাখুন
তবে মনে রাখবেন, ব্লিচ কিন্তু সন্ধেবেলাতেই করা ভালো। কারণ ব্লিচ করে ঘরের বাইরে রোদে না বেরোনোই ভালো। আর সন্ধেবেলা ব্লিচ করলে আপনি ৯-১০ ঘণ্টা সময়ও পেয়ে যাবেন।
কিন্তু বাইরের প্রোডাক্ট ব্যবহার করে ব্লিচিং নিশ্চয়ই আপনার আর করতে ইচ্ছে করছে না? তাহলে ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু আপনি দারুণ সুন্দর ব্লিচ করে ফেলতে পারেন। খুব নিশ্চয়ই কৌতূহল হচ্ছে? দাঁড়ান দাঁড়ান। আপনার জন্য ঘরোয়া ব্লিচেরও উপায় বলছি আমরা।
১. পেঁপে আর দুধের ব্লিচ
গ্লোয়িং স্কিন পেতে চাইলে কিন্তু এটা আপনাকে ব্যবহার করতেই হবে। পেঁপেতে থাকা ভিটামিন এ আপনার ত্বককে দারুণ উজ্জ্বল করতে পারে।
উপকরণ
পেঁপের টুকরো ২ তো, দুধ ২ চামচ, মধু ১ চামচ।
পদ্ধতি
পেঁপের টুকরো চটকে নিন। তারপর ওতে দুধ আর মধু একসাথে মিশিয়ে মুখে ম্যাসাজ করে ভালো করে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। একদিন ছাড়া একদিন করলে গ্লোয়িং স্কিন কিন্তু আপনার হাতের মুঠোয়।
২. লেবু, হলুদ আর গোলাপজলের প্যাক
লেবুতে থাকা ভিটামিন সি তো আপনার ত্বককে উজ্জ্বল করবেই, আর গোলাপজল আর হলুদও কিন্তু ত্বককে উজ্জ্বল করতে দারুণ কাজে লাগে।
উপকরণ
লেবুর রস ২ চামচ, কাঁচা হলুদ বাটা ২ চামচ, গোলাপজল ১ চামচ।
পদ্ধতি
সব উপকরণ একসাথে মিশিয়ে মুখে মেখে নিন। আধঘণ্টা মতো রেখে ধুয়ে ফেলুন। রোজই কিন্তু এটা আপনি করতে পারেন।
৩. কমলালেবুর খোসা, দই আর লেবুর প্যাক
উপকরণ
কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে রাখা ১ চামচ, দই ১ চামচ, লেবুর রস ১ চামচ।
পদ্ধতি
সব উপকরণ একসাথে মিশিয়ে মুখে, গলায় মেখে নিন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে নিন। এক সপ্তাহ পরে তফাতটা নিজেই বুঝতে পারবেন।
খাদি অরেঞ্জ পিল পাওডার, ১০০ গ্রাম
দাম ২০০/-
অফারে দাম ১৫০/-
আর এই ফেস প্যাকগুলো কিন্তু ব্যবহার করার আগে মুখ ধুয়ে ব্যবহার করবেন। ব্যাস, এবার আর চিন্তা কীসের? দু’ভাবেই ব্লিচ করার পদ্ধতি আপনাদের বলে দিলাম আমরা। এবার উজ্জ্বল ত্বক পেতে হলে আর কিন্তু দেরী করলে হবে না!
মন্তব্য করুন