বাড়িতে আপনি ধরুন খেতে বসেছেন। সঙ্গে আপনার অতিথিরাও আছে। আর তখনই উড়তে উড়তে একটি মশা এসে বসল আপনার থালায়। ভেবে দেখুন তো কী বিচ্ছিরি ব্যাপারটাই না হবে। প্রেসটিজ পুরো শেষ। সেটা না হয় কোনও রকমে ম্যানেজ দিলেন খাবার পালটে দিয়ে। তারপর রাতে শুরু হবে মশার কামড়। আমাদের সাধারণ বাড়িতে এই দুই সমস্যা নিয়েই কিন্তু আমরা জেরবার।
গরম কালে মশারি খাটিয়ে শুলে অনেক সময়ে গায়ে হাওয়াই লাগে না। তাহলে কী করা যায়? আপনার এই চিন্তা দূর করতেই তো দাশবাস নিয়ে চলে এসেছে আজকের আর্টিকেল। দেখুন তো আজকের ঝুলিতে কী কী আছে।
১. কেরোসিন তেলের ব্যবহার
মশা, মাছি, আরশোলা এই সব থেকে আপনাকে মুক্তি দেবে এই কেরোসিন তেল। একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে খানিকটা কেরোসিন তেল মিশিয়ে নিন আর সেই জল দিয়ে ঘর মুছুন সপ্তাহে এক বার। এক সপ্তাহ পর আবার একই ভাবে ঘর মুছুন। এতে কিন্তু খুব ভালো লাভ হয়। কেরোসিনের গন্ধে মশা বা আরশোলা, সবই বাপ বাপ বলে পালাবে।
২. ভালো করে ফিনাইল দিন
রোজ ঘর মোছার সময়ে শুধু জল দিয়ে ঘর না মুছে তার মধ্যে দিন ফিনাইল। এতে কিন্তু আরশোলার উপদ্রব অনেক কমে। চেষ্টা করবেন একটু ভালো গন্ধের ফিনাইল দিতে।
৩. ভিনিগার ব্যবহার করুন
এটা নিশ্চয়ই আপনারা জানতেন না। ভিনিগার কিন্তু খুব ভালো ভাবে ঘর থেকে মশা দূর করে। ভিনিগারের গন্ধের জন্যই মশা ঘরে থাকতে পারে না। জলে ভিনিগার মিশিয়ে ভালো করে প্রতি কোণায় সেই জল দিয়ে পরিষ্কার করুন। এতে খুবই উপকার পাবেন।
৪. রসুনের মিশ্রণ জলে দিন
এবার আপনাদের এমন উপায় জানাবো যা জানলে আপনারা চমকে যাবেন। রসুন, গোলমরিচ আর পেঁয়াজ ব্যবহার করুন এক সঙ্গে। রান্নার বাইরেও মশা বা আরশোলা তাড়াতেও কিন্তু এই তিনের জুড়ি মেলা ভার। আসলে এই তিনটি উপাদানেরই যে পরিমাণে ঝাঁঝ আছে, সেটাই মশা বা আরশোলাকে ঘরে বাসা বাঁধতে দেয় না।
উপকরণ
কয়েক কোয়া রসুন, ৫টি গোলমরিচ, কয়েক কুচি পেঁয়াজ।
পদ্ধতি
সব উপকরণ ভালো করে পেস্ট করে নিন। এই পেস্ট জলে মিশিয়ে সেই জল দিয়ে ঘর একবার মুছুন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন আবার। এটি সপ্তাহে একবার করুন। দেখবেন খুব সহজেই ঘর থেকে সব মশা, পোকা চলে যাচ্ছে।
৫. শুধু রসুনের ব্যবহার
শুধু রসুনও কিন্তু মশা বা আরশোলা দূর করে নিমেষেই। কয়েক কোয়া রসুন নিয়ে একটি পাত্রে জলে দিয়ে সেই জল ফুটিয়ে নিন। এবার ওই জল দিয়ে ঘর পরিষ্কার করুন। তারপর ভালো জল দিয়ে ঘর মুছে নিন। এটি সপ্তাহে তিন দিন করতেই পারেন। আপনি আপনার ঘর আরশোলা থেকে মুক্ত দেখতে পাবেন।
এবার তাহলে শুধু বিজ্ঞাপনের চমকে পা না দিয়ে ঘরে থাকা এই সামান্য কিছু জিনিস ব্যবহার করে দেখুন। ফল যদি পান আমাদের জানাতে কিন্তু একদম ভুলবেন না।
মন্তব্য করুন