আসছে গরমের দাপট। আর এই দাপটে নিজের স্কিনকে ভালো রাখতে, টোনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কিনকে ভালো রাখতে, ক্লিঞ্জিং, টোনিং, ময়েশ্চারাইজিং এই ধাপের কথা তো আগেই বলেছি।
ক্লিঞ্জিং এর পর টোনার অবশ্যই। কারন ক্লিঞ্জার দিয়ে মুখ পরিষ্কার করার পর টোনার, ওপেন পরস গুলো বন্ধ করে। সেই সঙ্গে স্কিনের ময়েশ্চারকে ব্যাল্যান্স করে। স্কিন টেক্সচারকে উন্নত করে। স্কিনের অতিরিক্ত ড্রাইনেস, ব্রণর হাত থেকে রক্ষা করে।
কিন্তু টোনার এই কাজ গুলো তখনই করতে পারবে, যখন আপনি আপনার স্কিনের জন্য সঠিক টোনারটা বেঁছে নেবেন। কিন্তু অয়েলি বা নর্মাল স্কিনের টোনার বেছে নেওয়া যতটা সোজা। ড্রাই স্কিনের ক্ষেত্রে সেটা নয়। কারন যেকোনো টোনার লাগানোর পরই স্কিন একটু শুকিয়ে যায়। তাই ড্রাই স্কিনের জন্য সব টোনার চলে না। তাই আজ আপনার ড্রাই স্কিনের জন্য দিচ্ছি, সেরা ১০টি টোনারের সন্ধান।
অরিজিন্স ব্যাল্যান্সিং টনিক
স্কিনকে রিফ্রেশ রাখতে চাইলে, এটা খুব ভালো টোনার। এটা স্কিনকে ঠাণ্ডা রাখে। তার ফলে ড্রাইনেস, রেডনেস এগুলো সহজেই কমে । স্কিন টেক্সচারকে উন্নত করে। স্কিন থাকে স্মুথ। এবং যদি ওপেন পরসের সমস্যা থাকে, তাহলে সেটাও কমাতে সাহায্য করবে এই টোনার।
রেটিং
৫/ ৫
ক্লিনিক ক্লারিফাইং লোশান
খুব ড্রাই স্কিন? তাহলে এটা আপনার জন্য বেস্ট টোনার। যেটা বিভিন্ন স্কিন এক্সপার্টরা তৈরি করেছেন। স্পেশালই অতিরিক্ত ড্রাই স্কিনের জন্য। তাই অতিরিক্ত ড্রাই স্কিনের যা যা সমস্যা হয়, সেগুলো থেকে স্কিনকে ভালো রাখবে এই টোনার। স্কিনকে তো পরিষ্কার রাখবেই। সাথে স্কিনের ময়েশ্চারকে ধরে রাখবে। স্কিনের ফেটে যাওয়া আটকাবে। এবং রোজ ব্যাবহারে স্কিন টেক্সচার উন্নত হবে।
রেটিং
৪.৭৫/ ৫
ক্লারিং এক্সট্রা টোনিং লোশান
টোনার লাগানোর পর যে একটু ড্রাই লাগে স্কিন, এটা থেকে সেটা একদমই হবে না। সম্পূর্ণ নন ড্রাই ফর্মুলা।আছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট। যা স্কিনকে নারিশ করে ভেতর থেকে। তার ফলে স্কিন থাকে ময়েশ্চারাইজড ও পরিষ্কার।
রেটিং
৫/ ৫
অ্যালকোহল ফ্রী রোস পেটাল ও হুইচ হাযেল টোনার
এতে আছে গোলাপজল ও ভিটামিন ই। স্কিনের ভেতর জমে থাকা ময়লা পরিষ্কার করে। স্কিনকে একটুও ড্রাই না করে। যেকোনো স্কিন টাইপেই এটা যায়। স্পেশালই যাদের সেনসিটিভ স্কিন তারাও এটা অনায়াসেই ব্যবহার করতে পারে। ব্রন কমাতেও সাহায্য করে। স্কিনকে রাখে হাইড্রেটেড।
রেটিং
৫/ ৫
লাশ এইউ রোমা ওয়াটার
এই টোনারটি স্পেশালই তৈরি করা হয়েছে ড্রাই, এজিং ও সেনসিটিভ স্কিনের কথা ভেবে। এতে আছে গোলাপ ও ল্যাভেন্ডারের নির্জাস। যেটা স্কিনের রেডনেস, ও অন্যান্য সমস্যা থেকে দূরে রাখে। হালকা মাইলড ফর্মুলা স্কিন টেক্সচার উন্নত করে। স্কিনের ড্রাইনেস ও সেনসিটিভ স্কিনের যে নানা সমস্যা হয়, সেগুলো থেকে স্কিনকে দূরে রাখে। এবং স্কিন এজিং থেকেও।
রেটিং
৫/ ৫
নিউট্রজিনা অ্যালকোহল ফ্রী টোনার
সম্পূর্ণ অ্যালকোহল ফ্রী ফর্মুলা স্কিনকে রাখে ভেতর থেকে পরিষ্কার। স্কিনের ময়েশ্চারকে ধরে রাখে। স্কিনকে টানটান রাখতে সাহায্য করে।
রেটিং
৫/ ৫
শিসেইড হোয়াইট লুসেন্ট ব্রাইটনিং ব্যাল্যান্সিং টোনার
যদি বাজেট একটু বেশী থাকে, তাহলে এটি ব্যবহার করে দেখতেই পারেন। কারন এই টোনারটি আপনার স্কিনকে সবসময় হাইড্রেটেড রাখবে। স্কিনের ময়েশ্চারের ব্যাল্যান্সকে ঠিক রাখবে। এটা স্পেশালই তৈরি করা হয়েছে নর্মাল ও ড্রাই স্কিনের কথা ভেবে। ব্রণর দাগ ও অন্যান্য ডার্ক স্পট রিমুভ করে, স্কিনকে রেডিয়েন্ট করে তুলতে সাহায্য করে।
রেটিং
৪.৭৫/ ৫
পিক্সি গ্লো টনিক
একটু বেশী বাজেটের মধ্যে এটাও একটা খুব ভালো টোনার। যেটা টোনিং এর কাজ তো করবেই, সাথে স্কিনকে খুব সুন্দর এক্সফলিয়েট করে। ড্রাই, ডাল, ও এজিং স্কিনকে রিপেয়ার করে। এতে আছে গিন্সেং ও অ্যালোভেরা। যেগুলো স্কিনকে হেলদি ও রেডিয়েন্ট করে তোলে। রেডনেস কমায়। স্কিন টোন যাই হোক না কেন, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি।
রেটিং
৪.৭৫/ ৫
মারিও অ্যালোভেরা টোনার
সবচেয়ে ভালো মাইলড টোনার গুলোর মধ্যে এটা একটা। যেটা স্পেশালই তৈরি করা হয়েছে ড্রাই ও সেনসিটিভ স্কিনের কথা ভেবে। এতে আছে খাঁটি অ্যালোভেরার নির্জাস। যেটা ড্রাই ও সেনসিটিভ স্কিনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বেশ উপকারী। এবং অ্যালকোহল ফ্রী ফর্মুলা স্কিনকে রাখে হাইড্রেটেড ও স্কিন ময়েশ্চারকে ধরে রাখে। ব্রনর দাগ থাকলে, ওপেন পরসের সমস্যা থাকলে, সেটাও কমাতে সাহায্য করবে। হালকা মিষ্টি গন্ধ স্কিনের সাথে মনকেও ভরিয়ে রাখবে।
রেটিং
৫/ ৫
আভেদা বোটানিক্যাল টোনিং মিক্স
গরমকালে স্কিনকে রিফ্রেশ রাখতে, এটা একটা খুব ভালো টোনার। কারন এতে আছে পুদিনার এক্সট্র্যাক্ট। যেটা স্কিনকে ভেতর থেকে ঠাণ্ডা ও রিফ্রেশ রাখে। সাথে স্কিনের ভেতর জমে থাকা ধুলো, ময়লা, তেল সব পরিষ্কার করে। স্কিনকে একটুও ড্রাই না করে। স্কিনের ড্রাইনেস বা ফেটে যাওয়া আটকায়। স্কিন টেক্সচার উন্নত করে। স্কিনকে রাখে স্মুথ ও রিফ্রেশ।
রেটিং
৫/ ৫
মন্তব্য করুন