দুর্গাপুজোর আগে যে পুজো জানিয়ে দেয় যে মা আসছেন, তা হল গণেশ পুজো। সিদ্ধিদাতা গণেশ এসে জানিয়ে দেন যে মা আসতে আর বেশি দেরি নেই। যদিও আমাদের বাংলায় বিশ্বকর্মা পুজোকে দেবীর আগমনের বার্তা হিসেবে ধরা হয়, কিন্তু গোটা ভারতের নিরিখে গণেশ পুজো বা গণেশ চতুর্থীর একটা আলাদা গুরুত্ব আছে।
বাণিজ্য নগরী মুম্বইয়ে বিশাল ধুমধাম করে গণেশ পুজো হলেও এখন বাংলাতেও বেশ ভাল করেই গণেশ পুজো হয়। অনেক বাড়িতেও গণেশ পুজো হয়। আসুন আপনাদের জানিয়ে দিই এই বছর সহ আগামী দশ বছরের গণেশ পুজোর পুণ্যলগ্ন।
১. ২০২১
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১০ সেপ্টেম্বর, শুক্রবার। সকাল ১০.১৯ থেকে বেলা ১২.৪৮ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী দশ দিনের অনুষ্ঠান। তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ১৯ সেপ্টেম্বর, রবিবার।
২. ২০২২
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৩১ অগস্ট, বুধবার। সকাল ১০.২১ থেকে বেলা ১২.৫২ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ এখানেও প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী মূলত দশ দিনের অনুষ্ঠান হলেও আপনারা পরের দিন বিসর্জন দিতেই পারেন। তবে মূল নিয়ম মানলে গণেশ বিসর্জনের শুভ দিন হল ৯ সেপ্টেম্বর, শুক্রবার।
৩. ২০২৩
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার। সকাল ১০.১৭ থেকে বেলা ১২.৪৪ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় দুই ঘণ্টার ওপর আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী দশ দিনের অনুষ্ঠান আগেই বলেছিলাম। তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
৪. ২০২৪
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৭ সেপ্টেম্বর, শনিবার। সকাল ১০.২০ থেকে বেলা ১২.৪৯ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। প্রায় আড়াই ঘণ্টার কাছাকাছি আপনারা সময় পাবেন পুজো করার। গণেশ চতুর্থী যেহেতু দশ দিনের অনুষ্ঠান, তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার।
৫. ২০২৫
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ২৭ অগস্ট, বুধবার। সকাল ১০.২২ থেকে বেলা ১২.৫৪ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। দুই ঘণ্টার বেশি আপনারা সময় পাচ্ছেন। এই বছরে গণেশ বিসর্জনের শুভ দিন হল ৬ সেপ্টেম্বর, শনিবার।
৬. ২০২৬
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৪ সেপ্টেম্বর, সোমবার। সকাল ১০.১৮ থেকে বেলা ১২.৪৬ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী দশ দিনের অনুষ্ঠান বলে গণেশ বিসর্জনের শুভ দিন এই বছর হল ২৫ সেপ্টেম্বর, শুক্রবার।
৭. ২০২৭
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৪ সেপ্টেম্বর, শনিবার। সকাল ১০.২০ থেকে বেলা ১২.২৫ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টার বেশি আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী দশ দিনের অনুষ্ঠান। তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার।
৮. ২০২৮
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ২৩ অগস্ট, বুধবার। সকাল ১০.২২ থেকে বেলা ১২.৫৫ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। প্রায় আড়াই ঘণ্টার কাছাকাছিএই বছরেও আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী গোটা দেশে মূলত যেহেতু দশ দিনের অনুষ্ঠান, তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ২ সেপ্টেম্বর, শনিবার।
৯. ২০২৯
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার। সকাল ১০.১৯ থেকে বেলা ১২.৪৭ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন গণেশ পুজো করার। এই বছরে গণেশ বিসর্জনের শুভ দিন হল ২১ সেপ্টেম্বর, শুক্রবার।
১০. ২০৩০
এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১ সেপ্টেম্বর, রবিবার। সকাল ১০.২১ থেকে বেলা ১২.৫২ পর্যন্ত থাকবে পুজোর শুভ মুহূর্ত। অর্থাৎ প্রতি বারের মতো এই বছরেও প্রায় আড়াই ঘণ্টা আপনারা সময় পাবেন। গণেশ চতুর্থী বরাবরই দশ দিনের অনুষ্ঠান। তাই গণেশ বিসর্জনের শুভ দিন হল ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার।
হাতের কাছে আপনারা পেয়ে গেলেন দশ বছরের গণেশ পুজোর খুঁটিনাটি। আর কোনও চিন্তা নেই। এখন মনের আনন্দে অন্তত এই বছরের গণেশ পুজোর পরিকল্পনা শুরু করে দিন।
মন্তব্য করুন