নারীর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বেশি সুন্দর করে তুলতে মেকাপ করার কোনো বিকল্প নেই। কিন্তু এই মেকাপই করতে হয় শরীরের একেক অঙ্গে একেক রকম ভাবে। আজ এই লেখা পড়ে আপনি জানতে পারবেন কিভাবে মাত্র সহজ ৪টি স্টেপে গালের মেকাপ করতে পারেন নিজে নিজেই।
বেজ মেকাপ করে নিতে হবে যত্ন করে
প্রথমেই আপনার মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার শুকনো কাপড় দিয়ে মুখ মুছে নিন। আপনার ত্বক যেমনই হোক না কেন, ত্বকের সাথে মানিয়ে যায় এমন বেজ ফাউন্ডেশন দিয়ে আপনাকে প্রথমে বেজ মেকাপ করে নিতে হবে। ত্বৈলাক্ত ত্বক হলে ওয়েল ফ্রি ফাউন্ডেশন বা ওয়াটার প্রুফ ফাউন্ডেশন নিতে পারেন। আর ফাউন্ডেশনের রঙ হতে হবে অবশ্যই ত্বকের রঙের সাথে মানিয়ে যায় এমন কোনো রঙ। ত্বকের রঙের চেয়ে ১ শেড হালকা রঙের ফাউন্ডেশন বেছে নিন। একসাথে গোটা মুখে ফাউন্ডেশন না দিয়ে একটু একটু করে ফাউন্ডেশন লাগান। এরপর সেটা দুই ভ্রুয়ের ঠিক ওপরে, নিচে ও মাঝখানে, চোখের মাঝখানের কোণায়, চোখের নিচে, নাকের মাঝ বরাবর, আপারলিপ ও থুতনির মাঝখানে এবং গালের গাড় বা চিকবোনের ঠিক উপরে ও চোয়ালের উপরে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিন।।
ধাপে ধাপে হাইলাইট ও কন্টোরিং করুন
বেজ মেকাপ নেয়ার পর আপনার কন্টোরিং করার পালা। আপনার বেজ মেকাপের করার জন্য ব্যবহৃত ফাউন্ডেশনের চেয়ে ১ শেড গাঢ় রঙের ফাউন্ডেশন নিয়ে কিছুটা কপালের ওপরে অর্থাৎ চুলের ঠিক নিচের জায়গাটিতে, নাকের দুইপাশে ও চিকবোনে লাগান। এটাকে আবারও ভালো মতো ব্লেন্ড করুন। এবার ফিনিশিং পাউডার লাগিয়ে নিন গালের মাঝে। এজন্য ফেসপাউডার বা কমপ্যাক্ট পাউডারও ব্যবহার করতে পারেন।
ব্লাশন ব্যবহার করুন সতর্কভাবে
সাধারণত ব্লাশন ব্যবহার করা হয় বাড়তি সাজ দেখাতে। তাই ব্লাশন ব্যবহার করার সময় একটু সতর্ক থাকুন। সবসময় চিকবোন বরাবর ব্লাশন লাগান। গালের দুই পাশের নিচ থেকে উপরের দিকে ব্রাশ টেনে ব্লাশন দিয়ে নিন। আপনার গায়ের রঙ ফর্সা হলে যে কোনো রঙের ব্লাশন লাগাতে পারেন। কিন্তু একটু চাপা গায়ের রঙ যাদের, তাদের জন্য হালকা রঙের ব্লাশনই ভালো। তবে অতিরিক্ত ব্লাশন লাগাবেন না, এতে সাজটা অনেক সময় উগ্র দেখাতে পারে।
লাগাতে পারেন ব্রোঞ্জার ও হাইলাইটার
ড্রামাটিক ও গর্জিয়াস লুক আনার জন্য আপনি ব্রোঞ্জার ও হাইলাইটার ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, গালের হাড়ের উঁচু অংশে হাইলাইট, এরপর ব্রোঞ্জার ও এর ঠিক নিবে কন্টোরিং করতে হবে আপনাকে। আর পরিপূর্ণ এই মেকাপের সাজই আপনাকে করে তুলবে আরও বেশি আকর্ষণীয় ও অনিন্দ্য সুন্দরী।
তাহলে জেনে নিলেন তো, কী করে আপনি গালের মেকাপ করতে পারেন মাত্র ৪টি সহজ স্টেপে! তবে আপনার গালে যদি কোনো গর্ত বা ব্রণের দাগ থেকে থাকে, তবে কনসিলার ব্যবহার করতে ভুলবেন না যেন!
মন্তব্য করুন