বিবাহ একটা পবিত্র বন্ধন।আর এই বন্ধন শুধু দুটো মনের নয়।এই বন্ধন দুটো পরিবারেরও।এই কারণেই বিবাহের দিনটি যেমন প্রত্যেক নবদম্পতির কাছে খুব স্পেশাল,ঠিক তেমনই বিবাহের পরের প্রথম রাতটিও বহু অপেক্ষার একটি রাত।বহু অপেক্ষার পর,অবশেষে দুটি মনের মিলন।তাই রাতটি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।কেননা এই রাতটি থেকেই নতুন জীবনের পথ চলা শুরু।এই পবিত্র রাতটি হল তার শুরু।তাই এই রাতটিকে স্মরণীয় করে তোলার জন্য থাকে নানা অনুষ্ঠান ও নিয়মকানুন।আর একারণেই নবদম্পতি যেখানে থাকবে,সেই বিছানা ওই রাতে ফুল দিয়ে সাজানো হয়।
ফুল দিয়ে সুন্দর করে সাজানোর এই রীতি বহুকাল ধরে প্রচলিত।গোলাপ ও রজনীগন্ধা দিয়ে সুন্দর করে বিছানা সাজানো হয়।কিন্তু শুধু গোলাপ ও রজনীগন্ধা কেন?অনেকের মনেই এটা নিয়ে প্রশ্ন আছে যে,কেন ফুলশয্যার খাট শুধু গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়েই সাজানো হয়।অন্যান্য ফুল তো অনেক আছে।এর পিছনে কি আছে কোনো বড় কারণ?চলুন জেনে নাওয়া যাক এর আসল কারণ।
খুব স্পেশাল এই মুহূর্ত হয়ে উঠুক আরও মধুর
বিয়ের প্রথম রাতটি খুব স্পেশাল প্রত্যেক নবদম্পতির কাছে।তাই ওই রাতকে আরও স্পেশাল করে তোলার আয়োজন করা হয়।গোটা বিছানা সুন্দর করে সাজানো হয়,গোলাপ ও রজনীগন্ধা দিয়ে।এই ফুলগুলি এমনিতেই ব্যবহার করা হয় পারফিউম তৈরির কাজে এদের মিষ্টি গন্ধের জন্য।আর গোলাপ ও রজনীগন্ধার মিষ্টি গন্ধ নবদম্পতির মন আরও ভরিয়ে রাখবে।বিশেষত রজনীগন্ধার মিষ্টি সুবাস মনকে আরও ফ্রেশ করে তোলে।এই দুটি ফুল ওই রাতকে করে তুলবে আরও স্পেশাল।এছাড়া রজনীগন্ধা সমস্ত শুভ কাজে ব্যবহার করা হয়।এটা একটা শুভ চিহ্ন হিসাবেও ব্যবহার করা হয়।
ভালোবাসার রঙ যেন উজ্জ্বল থাকে সারাজীবন
গোলাপ হল ভালোবাসার চিহ্ন।বিশেষত লাল গোলাপ মিষ্টি প্রেমের একটা শুভ চিহ্ন।তাই বিয়ের প্রথম দিন রাতে বিছানা গোলাপ দিয়ে সাজানো হয়।অর্থাৎ বাড়ির অন্যান্যরা আশীর্বাদ বা শুভকামনা করে এই গোলাপ দিয়ে সাজিয়ে।নবদম্পতির বিবাহিত জীবনও যেন সুন্দর এই লাল গোলাপের মতই সুন্দর হয়ে ওঠে।আর গোলাপের এই লাল রঙের মত,তাদের জীবনেও যেন একে ওপরের প্রতি ভালোবাসার রঙ যেন সারাজীবন বজায় থাকে।
জীবনে থাকুক শান্তি
ফুল যে কোনো শুভ কাজেই ব্যবহার করা হয়।সুতরাং ফুল ওই রাতে একটা শুভ বার্তা বয়ে আনে।যে কোনো ফুলই মনকে আনন্দিত করে তোলে।একসাথে অনেক ফুল দেখলে মনে আসে একটা শান্তি ও আনন্দ।ফুল তার সৌন্দর্য ও মিষ্টি গন্ধ দিয়ে মনকে ভরিয়ে রাখে।মনকে আরও ফ্রেশ করে তোলে।মনে একটা শান্তির অনুভূতি আনে।তাই এক্ষেত্রেও গোলাপ রজনীগন্ধা দিয়ে সাজানো হয়।একদিকে গোলাপের লাল রঙ যেমন ভালোবাসা বয়ে আনে,গোলাপের সুন্দর উজ্জ্বল রঙ মনকে আনন্দিত করে তোলে,আবার গোলাপ ও রজনীগন্ধার মিষ্টি গন্ধ মনকে রিলাক্স করতে সাহায্য করে,যাতে সারারাত রিলাক্সে কাটে,রিলাক্সে ঘুম হয়।এদের মিষ্টি সুবাস গোটা ঘরে একটা আরামদায়ক,আনন্দের ও শান্তির অনুভূতি সৃষ্টি করে।
এই দিনটি থেকেই সারাজীবনের মত একসাথে পথ চলা শুরু।তাই এই রাতকে আরও বেশি মধুর,সুন্দর ও স্মরণীয় করে তুলতে স্পেশালি এই দুটি ফুল দিয়ে সাজানো হয়।
পাওলি দামের বিয়ের বিশেষ ছবি। বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন অভিনেত্রী।
মন্তব্য করুন