আজকের লেখার শিরোনাম পড়ে নিশ্চয়ই একটু অবাক হলেন? তা তো হবার কথাই! শেষে কিনা আটা করবে স্কিন উজ্জ্বল? হ্যাঁ বাবা হ্যাঁ একদম ঠিক পড়েছেন। আটাতে থাকা ভিটামিন ও মিনারেল স্কিনের মরা কোষ দূর করে ত্বককে ভিতর থেকে ভালো রাখতে সাহায্য করে। আজকের ফেস প্যাক সপ্তাহে তিনদিন করে একমাস ব্যবহার করুন আর হয়ে উঠুন উজ্জ্বল ত্বকের মালকিন।
ফেস প্যাক বানাবেন কি করেঃ
রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই ফেস প্যাকটি। আটা তো আছেই তার সাথে আর যা যা লাগবে নীচে বলে দিলাম।
উপকরণঃ
- আটা ১ চা চামচ
- দুধ ২ চা চামচ
- মধু ১ চা চামচ
- গোলাপজল ১ চা চামচ
ফেস প্যাক ব্যবহার করবেন কি ভাবে তা বলার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। যখনই কোন ফেস প্যাক ব্যবহার করবেন তা মুখে লাগানোর আগে হাতে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। যদি কোন সমস্যা না হয় তাহলে মুখে লাগাবেন।
কি ভাবে ব্যবহার করবেনঃ
- একটি পাত্রে ১ চা চামচ আটার সাথে ২ চা চামচ দুধ, ১ চা চামচ মধু ও গোলাপজল মিশিয়ে নিন।
- প্রত্যেকটি উপকরণ ভালো করে মেশাবেন। রেডি আপনাদের প্যাক।
- এবার মুখ ধুয়ে ভালো করে প্যাকটি লাগান মুখে ও গলায়।
- ৫ মিনিট হালকা করে হাত দিয়ে ম্যাসাজ করুন। রেখে দিন ২০ মিনিট।
- ২০ মিনিট পর ভালো করে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
মন্তব্য করুন