শীত তো এসেই গেল।রেডি তো?শীতের শপিং নিশ্চয়ই এখনো হয়নি?জানো কি এবারের শীতে কি কি রয়েছে ফ্যাশনে ইন?সে কি!না জেনে শপিং হবে কি করে?তাই দাশবাসের সঙ্গে এবারের শীতে হয়ে ওঠো আরও বেশি ফ্যাশনেবল।কারণ দাশবাস’র তরফ থেকে আমি দিচ্ছি এবারের শীতের হাল ফ্যাশনের খবর।দারুন ফ্যাশনেবল কিছু আউটফিট।শপিং করার আগে চটপট চোখ বুলিয়ে নাও।
লং হাইনেক
বরাবরের মত এবারও ফ্যাশনে রয়েছে হাইনেক।এরম একরঙা হাইনেকের চাহিদা কিন্তু বেশ রয়েছে এবারে।শর্ট হাইনেক সোয়েটারের থেকে লং হাইনেক কিন্তু বেশি ইন ফ্যাশনে।আর এরম একটা লং সাদা হাইনেক কিন্তু সবার নজর কাড়বে।স্টাইলও যেমন বজায় থাকবে,তেমনই ঠাণ্ডাও যাবে।তাই এবার শীতে এটা হতেই পারে তোমার ফ্যাশন স্টেটমেন্ট।
লং কার্ডগান
এবারের শীতের ফ্যাশনে লঙের চাহিদা তুঙ্গে।বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার অপশন।বড় বড় বোতাম দেওয়া লং কার্ডগান রয়েছে এবারের ফ্যাশনে।বেশিরভাগই মাল্টিকালার।তবে এরম বোতাম ছাড়া লং কার্ডগান গুলো কিন্তু খুব স্টাইলিশ।জাস্ট একটা শর্ট টপ ও জিন্সের সাথে পরে নাও।আর যদি বোতাম থাকে তাহলে বোতাম খুলে রাখো।দারুণ স্টাইলিশ লাগবে।
বাইকার লেদার জ্যাকেট
লেদার বরাবরই ফ্যাশনের তুঙ্গে থাকে।আর এবার শীতে মারাত্মকভাবে ফ্যাশনে ইন এরম লেদারের বাইকার জ্যাকেট।এটা দুরকম স্টাইল করে পরা যায়।ভীষণ সুন্দর একটা এলিগ্যান্ট লুক।এটার দুটো কালার অপশন পেয়ে যাবে,ব্ল্যাক এবং চকোলেট।দুটো কালারই সুন্দর।এরম শর্ট লেদার জ্যাকেটের নানারকম প্যাটার্ন,নানারকম অন্যান্য স্টাইল পেয়ে যাবে।
উলের কুর্তি
অফিসে তো ফর্মাল পরতেই হয়।তাই কিনে নাও এরম উলের কুর্তি।ফ্যাশনটাও বজায় থাকল,আবার ঠাণ্ডাও গেল।প্রচুর অন্যান্য ডিজাইন,কালার পেয়ে যাবেন।এবার শীতে অফিসে কিন্তু এরম উলের কুর্তি হতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট।দামও একদম সাধ্যর মধ্যে।
মাল্টিকালার পুলওভার
মাল্টিকালার এবারে ফ্যাশনে বেশ ইন।আর যারা কালারফুল থাকতে বেশ পছন্দ কর,তাদের জন্য এটা বেশ ভালো অপশন।ডিজাইন খুব সাধারণ।কিন্তু এই মাল্টিকালারটাই সবার নজর কাড়বে।বিভিন্ন কালার অপশন পেয়ে যাবে।
লং ক্যাশুইয়াল সোয়েটার
এরম রাউণ্ড নেক লং সোয়েটার এবারের ফ্যাশনে মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে।একদম ক্যাশুইয়াল লুক।অথচ কি দারুণ স্টাইলিশ।অফিস বা কলেজে বেশি ডিজাইনার সোয়েটার,জ্যাকেট তো চলে না।সেক্ষেত্রে এরম একটা লং ক্যাশুইয়াল সোয়েটার কিন্তু দারুণ অপশন।ফর্মাল লুকটাও বজায় থাকল।আবার স্টাইলও হল।এটা এমনই একটা ডিজাইন অফিস থেকে শুরু করে শীতের যে কোনো গেট টুগেদার সবেতেই পরা যাবে।আরও অন্যান্য কালার অপশন পেয়ে যাবে।দামও কিন্তু সাধ্যর মধ্যেই।
চেকস্ সোয়েটার
স্ট্রাইপ প্রতিবারই থাকে।কিন্তু এবার ফ্যাশনে চেকস বিশেষ নজর কাড়ছে।যারা অত ডিজাইনের ঘনঘটায় যেতে চাইছ না,প্লেইন অথচ স্টাইলিশ লুক যদি চাও,তাহলে এরম একটা সেলফ ডিজাইন চেকস সোয়েটার নিয়ে নাও।চেকসের ওপর আরও কালার ও ডিজাইন পেয়ে যাবে।দামও সাধ্যর মধ্যেই।
রাউণ্ড নেক শর্ট সোয়েটার
এরম রাউণ্ড নেক শর্ট সোয়েটার এবারে ফ্যাশনে ইন।এরম সেলফ ডিজাইনই রয়েছে পছন্দের শীর্ষে।এগুলো অন্যান্য কালার বা এরম একরঙাও হতে পারে।যারা একরঙা সোয়েটার বেশি পছন্দ করে,তারা কিন্তু এরম সাদা সোয়েটার দেখতেই পারো।জিন্স এবং বুটের সাথে কিন্তু দারুণ স্টাইলিশ লাগবে।আবার ঠাণ্ডাও যাবে।যে কোনো পার্টিতে অনায়াসেই পরা যায় এরম স্টাইলিশ সোয়েটার।
তাহলে এবারের শীতের ফ্যাশনে কি কি ইন তার খবর তো দিলাম।এবার তোমাদের পছন্দ করার পালা।জানি আরও অনেক অনেক দেখতে ইচ্ছা করছে।চিন্তা কীসের দাশবাসকে সঙ্গে রাখো।তাহলেই নিত্য নতুন ফ্যাশন স্টেটমেন্টর খবর জানতে পারবে।আরে তোমাদের আরও আরও বেশি ফ্যাশনেবল করে তুলতেই তো আমরা চাই।
মন্তব্য করুন