আমার মত আপনিও কি বৃষ্টি প্রেমী বাঙালী! নিশ্চয়ই হ্যাঁ। তবে এই সময় হওয়া ত্বকের নানা সমস্যা একেবারে পছন্দ নয় তো? ঠিক বুঝেছি। তাই বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়ার দাশবাস স্পেশাল টিপস নিয়ে লিখে ফেললাম আজ। ছোট ছোট কয়েকটি বিষয় খেয়াল রাখুন। আর মন ভরে উপভোগ করুন বৃষ্টির স্বাদ।
দাশবাস বর্ষা স্পেশাল স্কিন কেয়ার
• বর্ষাকালে ত্বকের আদ্রতা বেড়ে যায়। ফলে নানা ফাঙ্গাল ইনফেক্সান, র্যাশ, ব্রণও দেখা দেয়। তাই চেষ্টা করুন এই সময় বিশেষ কয়েকটি প্রোডাক্ট ছাড়া অন্য কিছু না মাখার।
• বিশেষ করে যারা মেকাপ করেন, তারা এই সময় তা এড়িয়ে চলুন।
• রোদ নেই বলে সানক্রিন ছাড়া বাইরে বেরোনোর ভুল করবেন না। আদ্রতা থেকে স্কিনকে বাঁচাতে সাহায্য করে সানক্রিন।
• বৃষ্টিতে ভিজে গেলে বাড়ি ফিরেই ডেটল দিয়ে স্নান করে নিন। মুখ ভালো করে ধুয়ে নিন নিমপাতার জল দিয়ে।
• ময়েশ্চারাইজার ব্যবহার করুন স্নানের পর। হালকা জাতীয় ময়েশ্চারাইজার লাগান দিনে দুবার।
সপ্তাহে একবার অন্তত নিমপাতার জল দিয়ে স্নান করুন।
ঘরোয়া ফেস প্যাক বর্ষাকালের জন্য
বর্ষাকালে পার্লারে গিয়ে ফেসিয়াল বা ব্লিচ না করে বরং ঘরেই ট্রাই করুন কয়েকটি ফেস প্যাক। যা স্কিনের ক্ষতি করবে না বরং স্কিনকে নানা সমস্যা থেকে রক্ষা করবে।
নিম, হলুদ ও গোলাপের ফেস প্যাক
উপকরন
• নিমপাতার পেস্ট
• হলুদের পেস্ট
• গোলাপজল
কি ভাবে ব্যবহার করবেন
• নিমপাতা, হলুদের পেস্টের সাথে গোলাপজল ২ চা চামচ মেশান।
• মুখে ও সারা গায়ে চাইলে লাগাতে পারেন।
• প্যাকটি লাগানোর পর হালকা করে ম্যাসাজ করুন।
• ৩০মিনিট মত রেখে ধুয়ে ফেলুন।
• ঠাণ্ডা জলে ধোবেন। আর যদি ঠাণ্ডা লাগার ধাত থাকে এই সময় তাহলে একেবারে হালকা গরমজলে ধুতে পারেন।
• সপ্তাহে দুবার অন্তত ব্যবহার করুন এই প্যাকটি।
কলা, মধু ও দুধের ফেস প্যাক
উপকরন
• কলার পেস্ট
মধু পেস্ট
• কাঁচা দুধ
কি ভাবে ব্যবহার করবেন
• কলার পেস্টের সাথে ২ চা চামচ মধু ও এক ৩ চা চামচ কাঁচা দুধ মেশান।
• মুখে ও সারা গায়ে চাইলে লাগাতে পারেন।
• প্যাকটি লাগানোর পর হালকা করে ম্যাসাজ করুন।
• ২০ মিনিট মত রেখে ধুয়ে ফেলুন।
• ঠাণ্ডা জলে ধোবেন। আর যদি ঠাণ্ডা লাগার ধাত থাকে এই সময় তাহলে একেবারে হালকা গরমজলে ধুতে পারেন।
• সপ্তাহে তিনবার অন্তত ব্যবহার করুন এই প্যাকটি।
মন্তব্য করুন