হাতে আর মাত্র দের মাস সময়! শপিং শেষ করবো না নিজের যত্ন নেবো! কি! ভাবছেন তো এসবই? তা আপনার এ হেন চিন্তা স্বাভাবিক। যাই হোক ভাবনা ছেড়ে মন দিয়ে পড়ে নিন কাজের জিনিস। যা আপনাকে এনে দেবে জেল্লাময় স্কিন। তাহলে এবার পুজোয় পাঁচ দিন, থাকছে পাক্কা গ্লোয়িং স্কিন।
পুজোর পাঁচ দিন সুন্দর ও সতেজ ত্বকের জন্য এখন থেকেই যত্ন নিতে হবে। কঠিন কিছু বলছি না। রোজ স্নানের আগে ৩০ মিনিট সময় দিন নিজেকে তাহলেই হবে।
১. নিম ও হলুদের ফেস প্যাক
![নিম ও হলুদের ফেস প্যাক](https://dusbus.com/wp-content/uploads/2018/09/neem-and-haldi.jpg)
নিম ও হলুদের থেকে ত্বকের জন্য উপকারি আর কিছু নেই বলা যায়। নিম হলুদের পেস্ট সারা বছর মুখে মাখতে পারেন। কোন সাইড এফেক্ট নেই।
- নিম পাতা ও হলুদের পেস্ট বানিয়ে নিন। হলুদের পাউডার নয়। কাঁচা হলুদ বাজারে পেয়ে যাবেন।
- সমপরিমাণ নিমপাতা ও হলুদের পেস্ট বানিয়ে ২ থেকে তিন চা চামচ জল দিন।
- সপ্তাহে একদিন অন্তর একদিন মাখুন স্নানের আগে।
- ৩০ মিনিট মত রেখে ভাল করে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
২. বেসন ও কলার ফেস প্যাক
বেসন ও কলার প্যাক বানানো খুব সহজ।
- হাফ বাটি বেসনের সাথে একটা গোটা পাকা কলা পেস্ট করে মেসান।
- সামান্য জল দিয়ে ফেস প্যাকের মত বানিয়ে নিন।
- রোজ রাতে ঘুমনোর আগে মেখে ৩০ মিনিট মত রেখে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- রোজ সময় থাকলে করতে পারেন না হলে সপ্তাহে তিনদিন অন্তত করুন।
৩. চন্দন ও দইয়ের ফেস প্যাক
![চন্দন ও দইয়ের ফেস প্যাক](https://dusbus.com/wp-content/uploads/2018/09/sandalwood-and-yogurt-pack.jpg)
- চন্দন পাউডার ৬ থেকে ৭ চা চামচ নিয়ে সাথে হাফ বাটি টকদই মেশান।
- অল্প জল মিসিয়ে নিন। ফেস প্যাক রেডি।
- স্নানের আগে মেখে ৪০ মিনিট অপেক্ষা করে তারপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।
- সপ্তাহে দুদিন ফেস প্যাকটি ব্যবহার করুন।
উপরের তিনটি ফেস প্যাকের মধ্যে যেকোনো একটি নিয়ম মত ব্যবহার করে দেখুন ভালো ফল পাবেন।
মন্তব্য করুন