দুদিন মাত্র হয়েছে মা ফিরে গিয়েছেন বাপের বাড়ি থেকে। দুনিয়া জুড়ে বাঙালীর মন খারাপের পালা চলছে। আবার একবছরের অপেক্ষা! সত্যি ভালো লাগে না। তাই অনেকেই মনে প্রশ্ন জাগছে যে, পরের বছর কবে আসছেন মা? আপনাদের এই প্রশ্নের উত্তর ও পুজোর আরও অন্যান্য বিষয় নিয়ে আজকের এই লেখা।
২০২০ সালে দুর্গা পুজোর তারিখ
মহালয়া (১৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার)
বাঙালীর দুর্গা পুজোর আমেজ শুরু হয়ে যায় ঠিক মহালয়ার দিন থেকে। প্রতিবছরই মহালয়ার ঠিক সাতদিন পরেই দেবী দুর্গা মর্তে আগমন করেন সন্তানদের নিয়ে। কিন্তু ২০২০ সালে মহালয়ার পর প্রায় ৩৫দিন অপেক্ষা করতে হবে পুজোর জন্য। এমনিতে মহালয়ার সাতদিন পরে আসে সপ্তমী কিন্তু আগামী বছর মহালয়ার ৩৫দিন পরে পড়েছে সপ্তমী। প্রায় একমাসের ব্যবধানে হবে দুর্গা পুজো। আশ্বিন মাস শাস্ত্র অনুযায়ী আগামী বছর মল মাস হিসেবে পড়ার ফলে দুর্গা পুজো কার্ত্তিক মাসে হবে। আগামী বছর মহালয়া ও পুজোর এই ব্যবধানই হল বাঙালীর কাছে বড়সড় এক চমক। একবছরের অপেক্ষার সাথে আরও একমাসের অপেক্ষা!
পঞ্চমী (২১শে অক্টোবর, বুধবার)
২০২০ সালে পঞ্চমী অক্টোবরের ২১ তারিখ পড়েছে। বাংলা ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী কার্ত্তিক মাসের ৪ তারিখ।
ষষ্ঠী (২২শে অক্টোবর, বৃহস্পতিবার)
মহালয়ার ছয়দিন পরে যেখানে ষষ্ঠী হয় প্রতিবছর, সেখানে ২০২০ সালে মহালয়ার ৩৪ দিন পরে ষষ্ঠী পড়েছে। অর্থাৎ ২২ শে অক্টোবর। কার্ত্তিক মাসের ৫ তারিখ বাংলা ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী।
সপ্তমী (২৩শে অক্টোবর, শুক্রবার)
২৩শে অক্টোবর ২০২০ পড়েছে সপ্তমী। এদিন শুক্রবার। বাংলা মাসের তারিখ ৬ই কার্ত্তিক।
অষ্টমী (২৪শে অক্টোবর, শনিবার)
২০২০ সালের ২৪শে অক্টোবর পড়েছে মহাষ্টমী। দিনটি শনিবার। বাংলায় ৭ই কার্ত্তিক। কুমারী পূজা ও সন্ধিপূজার তিথি এদিনই থাকছে। অষ্টমী পূজা বিধি যেরকম থাকে তাই থাকছে।
নবমী (২৫শে অক্টোবর, রবিবার)
নবমী পড়েছে রবিবার ২৫ তারিখ। বাংলার ৮ই কার্ত্তিক। নবমী পূজা বিধি একই থাকছে। যে যে রীতি মেনে পুজো হয় তাই হবে। নবমীর হোম ও বলিদানের তিথিও ওইদিনই পালিত হবে।
দশমী (২৬শে অক্টোবর, সোমবার)
বিজয়া দশমী পালিত হবে ২৬ তারিখ সোমবার। বাংলা ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী কার্ত্তিক মাসের ৯ তারিখ।
মন্তব্য করুন