স্টাইল আজকাল সর্বত্র সে হেয়ার কার্ট হোক বা ড্রেস। শাড়ি পরার ক্ষেত্রেও নানা ধরনের কায়দা রয়েছে। বিশেষ করে দুর্গা পুজো উপলক্ষে একটু স্টাইল তো বানতা হ্যা! কি এবার পুজোয় একদিন শাড়ি পরার প্ল্যান নিশ্চয়ই আছে? তাহলে আজকের এই ১০টি স্টাইল দেখে নিন। খুব সহজেই পরতে পারবেন। ছবি দেখে বেছে নিন মনের মত স্টাইল আর পুজোয় অয়ে উঠুন সেরা নন্দিনী।
১. চশমাধারী বঙ্গ নারী
নামটা নিছক মজা করে লিখলাম। সাধারণত রোজকার স্টাইলে যেমন শাড়ি পরেন সে ভাবেই পরবেন। কিন্তু একটু ক্যাসুয়াল ভাবে শাড়ির আঁচল রাখবেন। ভারী গয়নার সাথে শাড়ি এ ভাবে পরতে পারেন। একটু অন্যরকম দেখাবে।
২. লাল পরীর বেশ
লাল রঙের শাড়ি পরবেন ভাবছেন? তাহলে অভিনেত্রী মিমির মতই শাড়িটি পরতে পারেন। নতুন বউদের দারুন মানাবে এই স্টাইলটি। আঁচল একদম সরু করে প্লিট করবেন।
৩. অষ্টমীর সাবেকিয়ানা
অঞ্জলি দিতে যাবেন যে শাড়িটি পরে তা পরুন বাঙালী আটপৌড়ে স্টাইলে। সাথে বেছে নিন সুন্দর ভারী গয়না। জ্যান্ত দুর্গা মনে করবে অনেকেই 😎 ।
৪. বিদ্যা নয় পরিনিতা
পুজোর রাতে প্যান্ডেল দেখতে শাড়ি পরে যাওয়ার প্ল্যান থাকলে এই স্টাইলে পরুন। ভিড়ে শাড়ি ভালো ভাবে ক্যারি করতে পারবেন এতে। আর বেশ স্মার্ট দেখতেও লাগবেন।
৫. নতুন বউয়ের রেশ, আহা বেস বেস বেস!
বিয়ের পরের প্রথম পুজোর অঞ্জলি দিতে পরে নিন এই সাবেকিয়ানার স্টাইলে শাড়ি। নতুন বউয়ের রেশ ও বজায় থাকবে আর দেখতেও মিষ্টি লাগবেন।
৬. নবমীর নবাবীয়ানা
নবমীর রাত মানেই পুজোর শেষ উৎযাপন। তাহলে তা হোক একটু স্পেশাল। সামনে থেকে আঁচল নিন আর মেতে উঠুন উৎসবে।
৭. ক্লাসি কলকাতা
পুজোর সন্ধায় বাড়িতে পার্টি দেবেন আর ক্লাসি না দেখালে কি মানায়! সিম্পল স্টাইল কিন্তু বেশ আভিজাত্যপূর্ণ।
৮. প্রজাপতির পাখনা
শাড়ি পরুন আর পাখনা মেলুন। মজা নয়। শাড়ি পরার স্টাইল এটি। ঠিক ছবির মতই সুন্দর মানাবে।
৯. গুজরাটের ছোঁয়া
গুজরাটি স্টাইলে শাড়ি পরুন এবার পুজোয় একদিন। এ ভাবে শাড়ি পরা খুব সহজ আর দেখতেও অন্যরকম লাগে।
১০. রয়াল লুকে বঙ্গ নারী
রয়াল ঘরানায় রাজরানীরা যে ভাবে শাড়ি পরতেন। সেই স্টাইলে একদিন শাড়ি অবশ্যই পরুন পুজোয়। থিম পুজোয় পদ্মাবতী থাকলে আপনারাও সাজতে পারেন রাজরানীর মত!
মন্তব্য করুন