আপনারও কি আমার মত ড্রাই স্কিন? এই গরমে স্কিন আরও ড্রাই ও জেল্লাহীন হয়ে উঠছে? তাহলে চোখ বন্ধ করে ব্যবহার করুন আজকের টিপস। আমি নিজে ব্যবহার করে ভালো ফল পেয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করছি।
নারকেলের মালাই কেন?
• নারকেলের মালাইতে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটি অ্যাসিড থাকে।
• তাছাড়া ভিটামিন সি, ই, বি ১, বি ৩, বি ৫, বি ৬, থাকে।
• আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস প্রচুর থাকে।
• নারকেল মালাই বয়সের ছাপ থেকে ত্বক কুঁচকে যাওয়ার মত সমস্যা দূর করে।
• ব্রণর কালো দাগ সরিয়ে স্কিন মসৃণ করে।
কি ভাবে ব্যবহার করবেন?
উপকরণ
নারকেলের মালাই হাফ বাটি, টক দই ২ চামচ।
পদ্ধতি
পাতলা শাঁসের নারকেলের মালাই প্রথমে ভালো করে পেস্ট করে নিন। এবার তাতে ২ চা চামচ টক দই মেশান। দুটো উপকরণ ভালো ভাবে মিশিয়ে ৫ মিনিট ফ্রিজে রাখুন। যদি ফ্রিজ না থাকে তাহলে ঠাণ্ডা জল একটি বাটিতে নিয়ে তার ওপর ৫ থেকে ১০ মিনিট ফেস প্যাকের বাটিটি রাখুন।
রেডি আপনার প্যাক। এবার মুখে গলায় ভালো করে ফেস প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। আমাদের হোমপেজে অন্যান্য লেখা পড়তে পারেন এই সময়। যাইহোক ৩০ মিনিট পর কটন বল দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিতে পারেন।
আমি অনেক সময় নারকেলের মালাইয়ের বদলে নারকেল দুধ দিয়ে এই ফেস প্যাকটি ব্যবহার করি। ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবে কিন্তু আপনি নারকেলের দুধকে কিন্তু ব্যবহার করতেই পারেন। আর তাছাড়া এই প্যাক আপনার মুখকে মসৃণ করবে।সেক্ষেত্রে ৪ চা চামচ নারকেল দুধের সাথে ২ চা চামচ টক দই মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিতে পারেন। ফেস প্যাকটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।৩০ মিনিট পর কটন বল দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিতে পারেন।
কখন ও কতবার ব্যবহার করবেন?
• বাইরে থেকে এসে এভাবে আপনি কিন্তু ক্লিনজারের বদলে মুখ পরিষ্কার করতেই পারেন।
• মেকআপ রিমুভার হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি সব সময় মেকাপ রিমুভার হিসেবে এটি ব্যবহার করি।
• নর্মাল ফেস প্যাক হিসেবে যদি ব্যবহার করেন তাহলে সপ্তাহে ২ বার।
মন্তব্য করুন