দক্ষিণেশ্বর বা কালীঘাটে গিয়ে পূজা দেননি এরম মানুষ খুব কমই আছেন। হিন্দুদের কাছে এই দুটি জায়গা খুবই জনপ্রিয় এবং পবিত্র। আর কালীপূজার দিন ওই দুই জায়গায় পূজা দেবার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। সেই টানেই ওই বিশেষ দিনে প্রচুর মানুষ ভিড় জমান এই দুই জায়গায়। এবার আপনারও যদি দক্ষিণেশ্বর বা কালীঘাটে গিয়ে পূজা দেবার প্ল্যান থাকে, তাহলে পূজা দিতে যাবার আগে জেনে নিন পূজা, আরতি এসবের সময়সূচী। সঠিক সময়ে গেলে গোটা পূজোটাই ভালো ভাবে উপভোগ করতে পারবেন।
দক্ষিণেশ্বর কালী মন্দির
হিন্দুদের কাছে খুব পবিত্র এবং জনপ্রিয় এই মন্দির। সারাবছর প্রচুর মানুষ এই মন্দিরে পূজা দেন। তবে কালীপূজার দিন পূজা দেবার একটা আলাদা জনপ্রিয়তা মানুষের মধ্যে দেখা যায়।
মন্দির খোলার সময়
সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস অবধি ভোর ৬টা থেকে দুপুর ১২.৩০ অবধি। আবার বিকাল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি আবার সকালে ভোর ৬টা থেকে দুপুর ১২.৩০ অবধি। এবং বিকেলে ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
পূজার সময়
যারা ফাঁকায় পূজা দিতে চান তারা চলে যেতে পারেন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে। ওই সময় মন্দিরে কিছুটা ভিড় কম থাকে। এর পরেও দুপুর ১২.৩০ অবধি মন্দির খোলা থাকে। তাই পূজা দিতে পারবেন। মঙ্গল আরতি হয় সূর্য ওঠার আগে। গ্রীষ্মকালে ভোর ৪টে ও শীতকালে ভোর ৫টায়। ভোগ আরতি হয় দুপুর ১২টায়। ভোগের কুপন কেটে নিতে পারেন সকাল ৯টা থেকে। এক একজনের ক্ষেত্রে ৫০ টাকা মত পড়ে। আর সন্ধ্যা আরতি হয় শীতকালে সন্ধ্যা ৬.৩০টায় আর গ্রীষ্মকালে সন্ধ্যা ৭টায়। এছাড়া এবার যেহেতু অমাবস্যা তিথি পড়েছে ১৯শে অক্টোবর ১টা থেকে তাই ওই সময়েই পূজা হবে ২০ অক্টোবর ভোর ৫টা অবধি।
কালীঘাট কালী মন্দির
দক্ষিণেশ্বরের মত এই কালীঘাট মন্দিরেরও বেশ জনপ্রিয়তা আছে। এখানেও প্রচুর মানুষ সারাবছর পূজা দেন। আর বিশেষ দিনগুলিতে ভিড় থাকে চোখে পরার মত। বিশেষত কালীপূজার দিনটিতে প্রচুর মানুষ পূজা দেন।
মন্দির খোলার সময়
মন্দির সাধারণত খোলা থাকে সকালে ভোর ৫টা থেকে দুপুর ২টোঅবধি। আর বিকেলে ৫টা থেকে রাত ১০.৩০ অবধি খোলা থাকে।
পূজার সময়
মঙ্গল ও শনিবার বিশেষ দিন। ওই দিনগুলিতে বিশেষ পূজা হয়। আর যদি ভিড় এড়াতে চান তাহলে সবথেকে ভালো বুধ অথবা বৃহস্পতিবার। মন্দিরের রোজ নিত্য পূজা হয় ভোর ৫টা থেকে সকাল ৭টা অবধি। তবে মন্দির খোলার সময় অবধি পূজা দিতে পারেন। ভোগ আরতি হয় এমনি দিনে দুপুর ২টো থেকে ৩টে অবধি। আর ছুটির দিনে দুপুর ২.৩০ থেকে ৩.৩০ অবধি। এখানেও একইভাবে ভোগের কুপন কেটে ভোগ খেতে পারেন। আর সন্ধ্যা আরতি হয় ৬.৩০ থেকে ৭টা অবধি। আর কালীপূজার দিন অমাবস্যা তিথি অনুযায়ী পূজা হবে।
তাহলে জেনে নিলেন কোন সময় গেলে ভালো ভাবে পূজা দিতে পারবেন, আরতি দেখতে পারবেন। তাহলে এবার নিশ্চিন্তে সঠিক সময়ে বেড়িয়ে পড়ুন কালী পূজার দিন।
মন্তব্য করুন