দইয়ের ছাঁচ খেতে নিশ্চয়ই বেশ লাগে আপনার?হালকা স্পাইসি এই পানীয়টা তাই গরমের দিনে পেট ঠাণ্ডা রাখার জন্য মাঝে মধ্যেই খেয়ে থাকেন!কিন্তু জানেন কি,আপনার পেটের জন্য তো দইয়ের ছাঁচ দারুণ উপকারী বটেই,আপনার ত্বকের জন্যেও দইয়ের ছাঁচ বেশ কাজে লাগতে পারে?নিশ্চয়ই জানেন না?আজকের আর্টিকল থেকে জেনে নিন দইয়ের ছাঁচের ১০টি উপকারিতা আপনার ত্বকের জন্য।
কেন দইয়ের ছাঁচ ত্বকের জন্য উপকারী?
দইয়ের ছাঁচে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ,বি,সি আর কে থাকে।তাছাড়া আয়রন,জিঙ্ক,পটাশিয়াম ইত্যাদিও কিন্তু ছাঁচের মধ্যে থাকে,যা আপনার শরীরকে ভেতর থেকে পুষ্টি যোগায় তো বটেই,আর আপনার ত্বককেও কিন্তু ভেতর থেকে উজ্জ্বল করে তোলে।ড্রাই স্কিন থেকে শুরু করে সান ট্যান,মুখে কালো দাগ—সবই কিন্তু ছাঁচের কামালে উধাও হয়ে যেতে পারে মাত্র কয়েকদিনেই।কীভাবে?জেনে নিন।
১. ছাঁচ মানে প্রাকৃতিক ক্লিনজার
দোকান থেকে কেনা একগাদা কেমিক্যালওয়ালা ক্লিনজার দিয়ে তো এতদিন মুখ পরিষ্কার করলেনই।এবার বাড়িতে মুখ পরিষ্কারে ছাঁচকে ব্যবহার করেই দেখুন না।
উপকরণ
দইয়ের ছাঁচ ৪ চামচ,গোলাপজল ২ চামচ,বাদাম তেল ১ চামচ।
ডাবর গুলাবরি রোজ ওয়াটার
দাম ৬৮/-
অফারে দাম ৫৬/-
পদ্ধতি
দইয়ের ছাঁচ,গোলাপজল আর বাদাম তেল একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে আপনার মুখে ভালো করে লাগান।আধঘণ্টা পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।দেখবেন মুখ কেমন সুন্দর পরিষ্কার আর ফ্রেশ লাগছে।রোজই করুন নিয়ম করে।২ সপ্তাহে ফল পাবেন।
২. ত্বকের কালো ভাব দূর করবেন?
আপনার মুখের কালো দাগকে ছাঁচ কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যানিশ করতে পারে।
উপকরণ
ছাঁচ ৩ চামচ,টোম্যাটোর রস ২ চামচ।
পদ্ধতি
ছাঁচ আর টোম্যাটোর রস একসাথে মিশিয়ে আপনার মুখে ২৫-৩০ মিনিট লাগিয়ে রাখুন।পরে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।এক সপ্তাহ টানা এটা করুন। দেখবেন মুখের কালো দাগ কি সহজেই ভ্যানিশ হচ্ছে।
৩. ত্বকের উজ্জ্বলতা বাড়ান
দইয়ের ছাঁচে থাকা ল্যাক্টিক অ্যাসিড আর ন্যাচারাল প্রোবায়োটিকস কিন্তু আপনার ত্বকের নানা সমস্যাকে দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে।
উপকরণ
ছাঁচ পরিমাণ মতো।
পদ্ধতি
দইয়ের ছাঁচ মুখে মাখিয়ে মিনিট ২০ রাখুন।তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।টানা করে গেলে দেখবেন আপনার ম্যাড়মেড়ে স্কিন পুরো জ্বলজ্বল করছে।
৪. শুকনো ত্বক?
ড্রাই স্কিনের সমস্যার সমাধানে ছাঁচ কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড হতেই পারে।কীভাবে?
উপকরণ
দইয়ের ছাঁচ ৪ চামচ,বার্লি গুঁড়ো ২ চামচ।
আরবান প্ল্যাটার বার্লি গ্রাস পাওডার
দাম ৩০০/-
অফারে দাম ২৭০/-
পদ্ধতি
ছাঁচ আর বার্লি গুঁড়ো মিশিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে মুখে মেখে ফেলুন।এবার শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।কয়েক সপ্তাহ ধরে করলেই দেখবেন আপনার ড্রাই স্কিন এক্কেবারে মাখনের মতো হয়ে গেছে!
৫. রোদে ঘুরে জেল্লা হারিয়েছেন?
রোদে ঘুরে আপনার মুখ যদি তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে তাহলে এই ফেস প্যাকটি কিন্তু ট্রাই করতেই পারেন।
উপকরণ
ছাঁচ ২ ছামচ,আমের পাল্প ২ চামচ,মধু ২ চামচ।
অরগ্যানিকা অরগ্যানিক ফরেস্ট হানি, ৪০০ গ্রাম
দাম ২৪৯/-
পদ্ধতি
তিনটে উপকরণ একসাথে মিশিয়ে আপনার মুখে ভালো করে মেখে নিন।শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।গরমকালে আপনার মুখের জেল্লা ফিরিয়ে আনতে এটা আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন।
৬. বলিরেখার জ্বালা থেকে মুক্তি পান
অকালে আপনার মুখে যদি একগাদা বলিরেখা হয়ে বয়সের ছাপ পড়ে যায়,কি বাজেই না দেখতে লাগে বলুন?এই ফেস প্যাকটা ব্যবহার করে দেখুন অকালে বয়সের দাগ আর থাকবেই না।
উপকরণ
ছাঁচ ২ চামচ,অ্যাভোক্যাডো ২ চামচ,ডিম ১ চামচ।
পদ্ধতি
এই তিনটে উপকরণ একসাথে মিশিয়ে আপনার মুখে মেখে নিন।শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।নিয়ম করে করলে দেখবেন আপনার বলিরেখা আস্তে আস্তে দূর হচ্ছেই।
৭. দাগ সরাবেন?
অনেক চেষ্টা চরিত্তির করেও আপনার মুখ থেকে ব্রণর বিচ্ছিরি দাগ বুঝি যাচ্ছে না?চাপ নেবেন না।
উপকরণ
ছাঁচ পরিমাণ মতো।
পদ্ধতি
মুখের যেখানে যেখানে দাগ আছে ছাঁচ অ্যাপ্লাই করুন।দেখবেন কয়েকদিনের মধ্যেই দাগ হালকা হতে শুরু করেছে।নিয়ম করে করলে দেখবেন আপনার মুখ কি সুন্দর পরিষ্কার আর দাগহীন হয়ে গেছে।
৮. ব্রণর জ্বালায় অস্থির?
ব্রণর জ্বালা থেকে যদি চটজলদি মুক্তি পেতে চান,তাহলে এটা অনায়াসে ব্যবহার করতে পারেন।
উপকরণ
ছাঁচ ৪ চামচ,বেসন ২ চামচ।
পদ্ধতি
ছাঁচ আর বেসন একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে ভালো করে মাখুন।তবে বেশী ঘষবেন না।শুকিয়ে গেলে হালকা করে জল দিয়ে ধুয়ে ফেলুন।ব্রণ খুব তাড়াতাড়ি দূর হবে যদি নিয়ম করে করেন।
৯. আপনার গোরা নিখারের রহস্য
সুন্দর উজ্জ্বল আর মসৃণ মুখ কে না চায়!তা আপনিও যদি চান,তাহলে কিন্তু দইয়ের ছাঁচকে আপনার গ্লোয়িং স্কিনের রহস্য বানাতেই পারেন।
উপকরণ
ছাঁচ ২ চামচ,বেসন ১ চামচ,চন্দন ২ চামচ।
পদ্ধতি
সব উপকরণ একসাথে মিশিয়ে আপনার মুখে মেখে ফেলুন।শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।অন্তত ২ সপ্তাহ যদি নিয়ম করে করে যেতে পারেন গ্লোয়িং স্কিন পাওয়া থেকে আপনাকে আর কেউই আটকাতে পারবে না।
১০. সান বার্নের সমস্যা ?
আমাদের দেশে সান বার্ন কিন্তু খুব কমন একটা সমস্যা।আর এর থেকে যদি সহজে মুক্তি পেতে চান,তাহলে দইয়ের ছাঁচ ব্যবহার করুন।
উপকরণ
ছাঁচ পরিমাণ মতো।
পদ্ধতি
রোদ থেকে ফিরে আসার পর বাড়ি এসে সারা গায়ে দইয়ের ছাঁচ মেখে ফেলুন।তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।দেখবেন সান বার্ন থেকে সান ট্যান—সবকিছুর থেকে এক সপ্তাহে মুক্তি পাচ্ছেন।
তাহলে এবার ত্বকের সমস্যায় নিশ্চিন্ত থাকুন।কারণ দইয়ের ছাঁচ তো রইলোই।শুধু নিয়ম করে ব্যবহার করুন,দেখবেন ত্বকের জ্বালায় আপনাকে আর মাথা ঘামাতে হচ্ছে না।
মন্তব্য করুন