হালফিলের ফ্যাশানে যতই নতুন ধরনের পোশাক আসুক না কেন, শাড়ির কদর সব সময় সবার উপরে। কিন্তু তাই বলে শুধু সাবেকিয়ানার স্টাইলে সব সময় শাড়ি পরলে তো আর চলে না। মনও চায় নতুন নতুন স্টাইলে নিজেকে সাজাতে শাড়ির সাথে। এতে নতুন স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট যেমন হয়ে যায়, তেমনই ফেসবুক ও ইন্সট্রাগ্রামের জন্য সুন্দর সুন্দর প্রোফাইল পিকচারও পাওয়া যায়।
এই এত সব কথা মাথায় রেখেই আপনাদের ঠোঁটে হাসি ফোঁটাতে আমার আজকের লেখা। আজ লিখবো কম, বরং দেখাবো বেশি। কি এখনও বুঝে উঠতে পারলেন না? দীপাবলি স্পেশাল শাড়ি পরার ১০টি অভিনব স্টাইল রয়েছে আজ আপনাদের জন্য। আচ্ছা চলুন কথা না বাড়িয়ে বরং দেখে নেওয়া যাক।
১. কোমরবন্ধের স্টাইলে শাড়ি

ছবি দেখে যতটা কঠিন ভাবছেন এই ভাবে শাড়ি পরা? ঠিক তারচেয়েও বেশি সহজ। ভালো করে লক্ষ্য করুন জাস্ট লেগিন্সের উপর শাড়ি একদিক দিয়ে আঁচল করা। অন্যদিক দিয়ে কুচি করে মোড়া। তবে এইভাবে শাড়ি পরার মূল আকর্ষণ হল কোমরবন্ধটি। হেভি বা হালকা যেকোনো ডিজাইনের কোমরবন্ধ দিয়ে এবছর ট্রাই করে নিন পছন্দের সুতির শাড়ির সাথে।
২. সাদা শার্টের সাথে রঙিন শাড়ি

সাদা শার্ট চাই শুধু এই স্টাইলে শাড়ি পরার জন্য। ব্যাস আর কিছু না। তবে সিল্কের শাড়ি দিয়ে পরবেন বেশি ব্রাইট লুক আসবে। শার্টের একসাইট ইন করবেন আর একদিক ছেড়ে রাখবেন। যেমন ছবিতে দেখা যাচ্ছে। আঁচল চাইলে পিছনের দিকেও রাখতে পারেন। তবে এখানে যেমন সামনে থেকে আঁচল নিয়েছে তাতে বেশি স্মার্ট দেখাচ্ছে।
৩. শাড়ির সাথে বেল্টের বোল্ডনেস

কোমরবন্ধ দিয়ে শাড়ি পরার স্টাইলে এটি পরবেন। শুধু কোমরে কোমরবন্ধ না দিয়ে ডিজাইনার সরু বেল্ট ব্যবহার করবেন।
৪. স্টাইলিশ বেলুন টপের সাথে শাড়ি

এই স্টাইলে নর্মাল যেমন সরু প্লিট করে শাড়ি পরা হয় তাই করবেন। শুধু ব্লাউজের জায়গায় বেলুন টপ ব্যবহার করুন। খেয়াল রাখবেন শাড়ির রঙের সাথে ম্যাচ করে টপটি পরার।
৫. ব্যাক আঁচল স্টাইলে শাড়ি

শাড়ি পরে জাস্ট আঁচল পিছন থেকে ছবির মত করে নিন। আর কিছু করার দরকার নেই।
৬. শাড়ির সাথে ডেনিম জ্যাকেট

আমার পছন্দের এই স্টাইলটি। ডেনিম জ্যাকেট দিয়ে শাড়ি পরলে দারুন স্মার্ট ও কুল দেখতে লাগে। ট্রাই করতে পারেন কিন্তু এবারের কালী পুজোয়।
৭. দুটো আঁচলের স্টাইলে শাড়ি

সামনে দিয়ে লম্বা করে আঁচল নিয়ে তা আবার পিছন থেকে ঘুড়িয়ে এনে সরু ফিতে দিয়ে বেঁধে নিলেই এই সুন্দর স্টাইলে শাড়ি রেডি।
৮. শার্ট ইন শাড়ি স্টাইল

শাড়ির রঙের সাথে ম্যাচ করে যেকোনো শার্ট ইন করে শাড়ি পরুন।
৯. চোকার নেক স্টাইল শাড়ি

গলায় মাফলারের মত করে পেঁচিয়ে নিন শাড়ির আঁচল। চোকার নেক লুকে শাড়ি পরার ইচ্ছে পূরণ হয়ে যাবে মাত্র ৩০ সেকেন্ডেই।
১০. ঘাগরা স্টাইল শাড়ি

শাড়িটি ঘাগরার মত করে এক একটা লেয়ারে পরুন। ছবি দেখে পরুন। খুব সহজে পরতে পারবেন।
মন্তব্য করুন