বলিউডে নায়িকাদের মধ্যে ফিটনেসের দিক থেকে যার নাম সবার প্রথমে মনে ভেসে ওঠে তিনি হলেন দিশা পাটানি। তবে শুধু তাঁর ফিটনেস নয়, স্টাইল ও ফ্যাশান বারবার তাঁকে ফ্রন্ট পেজে রাখে নিয়ম মাফিক। আজ তাঁর শাড়ি পরার অভিনব কিছু লুক আমরা দেখবো এক ঝলকে। আপনিও এই সাজে হয়ে উঠতে পারেন হট ও গ্ল্যামারাস।
১. হলুদে হট লুক!
- উফ! হলুদ শাড়ির ঝলক দ্বিগুণ হয়ে উঠেছে, দিশা পাটানির এই স্টাইলে। যদি ভাবছেন ডিজাইনার শাড়ি আমি আপনি এরকম স্টাইলে কোথায় পাবো? তাহলে ভুল ভাবছেন। সিম্পল শিফন একরঙা হলুদ শাড়ি নিন। আঁচলটা পেঁচিয়ে পেঁচিয়ে দড়ির মত করে নিন। কোমরের কাছে এনে ঘুরিয়ে কাঁধের থেকে নিয়ে নিন। ছবিটা ভালো করে লক্ষ্য করলে আরামসে আপনি এই স্টাইলে শাড়ি পরতে পারেন।
- এক্ষেত্রে ব্লাউজ আপনি আপনার পছন্দ মত পরতে পারেন, যদি এত খোলা মেলা পরার ইচ্ছে না থাকে।
২. সিম্পল সাদা কাতিল আদা!
- নর্মাল সাদা শাড়িও যে এত স্টাইল করে পরা যেতে পারে তা তো ছবিতেই দেখতে পাচ্ছেন। সিম্পল কিন্তু অসাধারন ভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারেন এই স্টাইলে।
৩. মিস ম্যাচ ফ্যাশান এবার শাড়িতেও!
- এই স্টাইলের জন্য শুধু শাড়ির রঙের সাথে ম্যাচ না করে আলাদা রঙের কনট্রাস্ট করে পরে নিন শাড়ি। রেডি আপনি দিশা পাটানির এই লুকে।
৪. ট্রাডিসানাল লুকেও গ্ল্যামার বজায়!
- ট্রাডিসানাল লুকেও গ্ল্যামার বজায় রাখার টেকনিক দেখে নিন দিশা পাটানির এই শাড়ি স্টাইলে।
৫. ট্রান্সপারেন্ট শাড়ি লুকে দিশা!
- একেবারে পুতুলের মত দেখাতে দিশার এই সাজ কিন্তু আপনারাও অনায়াসে ফলো করতে পারেন। শাড়ি বেছে নিন এরকম সুন্দর।
৬. হেভি শাড়ি হালকা সাজ!
শাড়ি ব্লাউজ যদি ভারী নক্সার হয় তাহলে সাজ হোক একেবারে সাধারন। ঠিক একদম দিশা পাটানির মত!
মন্তব্য করুন