চুল খুব শুষ্ক হয়ে গেছে? ভাবছেন খুব তাড়াতাড়ি পার্লারে যেতেই হবে হেয়ার ট্রিটমেন্টের জন্য? হেয়ার ট্রিটমেন্ট করা অবশ্যই দরকার কিন্তু সেইটা কোনো পার্লারে গিয়ে না।
বাড়িতেই আপনি বানিয়ে ফেলতে পারেন অত্যন্ত উপকারী ৫টি ডিমের হেয়ার প্যাক যা আমাদের চুলের স্বাস্থ্যের অসম্ভব ভাবে উন্নতি করে। ডিমে প্রচুর পরিমানে প্রোটিন থাকে যা আমাদের চুলের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। ডিম আমাদের চুলের বেশ কয়েকটি সমস্যার সমাধান করতে পারে। কি সেই সমাধানগুলি? চলুন তাহলে দেখা যাক ডিমের ৫ টি হেয়ার প্যাক।
১. দই এবং ডিমের হেয়ার প্যাক
দইয়ের সাথে ডিম দিয়ে ভালো করে ফেটাতে হবে। যাদের তৈলাক্ত ত্বক তারা ডিমের সাদা অংশ মেশাবেন। যাদের ত্বক শুষ্ক তারা ডিমের কুসুমই শুধু দেবেন। যাদের স্বাভাবিক ত্বক তারা পুরো ডিমটাই ব্যবহার করতে পারেন। এই হেয়ার প্যাকটি মাথার তালু থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগতে হবে। তারপর ৩০ মিনিট হেয়ার প্যাকটি চুলে রাখার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। দই আমাদের চুল এবং মাথার তালুকে খুব ভালো ভাবে পরিষ্কার করে তাই এই হেয়ার প্যাকটি খুবই কার্যকরী।
২. ডিম এবং অ্যাভোক্যাডোর হেয়ার প্যাক
একটি পাকা অ্যাভোক্যাডো ফলকে থেঁতো করে তার মধ্যে ডিম এবং অলিভ তেল মেশাতে হবে। মিশ্রণটি ভালো করে মেশানোর পর আমাদের চুলের তালু থেকে চুলের ডগা অবধি লাগাতে হবে। তারপর অন্তত ৩০ মিনিট হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে রাখতে হবে। তারপর প্রথমে ঠান্ডা জল তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। অলিভ তেল চুলে পুষ্টি যোগায় এবং অ্যাভোক্যাডো চুলে প্রচুর পরিমানে ভিটামিন যোগায়। এর ফলে হেয়ার প্যাকটি আমাদের চুলের শুষ্কতা দূর করে। যাদের তৈলাক্ত ত্বক তারা এই হেয়ার প্যাকটি সপ্তাহে একদিনের বেশি ব্যাবহার করবেন না।
৩. ডিম এবং মেয়োনিজের হেয়ার প্যাক
ডিমের সাদা অংশের সাথে মেয়োনিজ ভালো করে মেশাতে হবে।এই মিশ্রণটি চুলে ৪০ মিনিট রাখার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। শ্যাম্পু করার পর কন্ডিশানারও লাগাতে পারেন। সপ্তাহে ১ দিন এই হেয়ার প্যাকটি লাগাতে হবে। মেয়োনিজে এবং ডিমে প্রচুর পরিমানে প্রোটিন থাকে যা আমাদের চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এই হেয়ার প্যাকটি যেকোনো দামি হেয়ার প্যাকের সাথে পাল্লা দিতে পারে।
৪. ডিম, মধু এবং বাদাম তেলের হেয়ার প্যাক
একটি ডিমের কুসুমের সাথে ১ চামচ মধু এবং ১ চামচ বাদাম তেল ভালো করে মেশাতে হবে। অনেক্ষন ধরে মেশানোর পর মিশ্রণটি ভালো করে আমাদের মাথার তালুতে এবং চুলে লাগাতে হবে। তারপর ১৫-২০ মিনিট হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে রাখতে হবে। সময় হয়ে গেলে প্রথমে জল দিয়ে চুল ধুতে হবে এবং তারপর শ্যাম্পু দিয়ে। খেয়াল রাখতে হবে যে ২০ মিনিটের বেশি যেন চুলে হেয়ার প্যাকটি না রাখা হয় কারণ মধুর ব্লিচ করার গুন আমাদের চুলের রঙ হালকা করে দিতে পারে।
৫. ডিমের এবং নিমের তেলের হেয়ার প্যাক
একটি ডিমের সাথে বেশ অনেকটা পরিমানের নিমের তেল মেশাতে হবে। এরপর হেয়ার প্যাকটি ভালো করে মাথার তালুতে লাগাতে হবে। ৩০ মিনিট রাখার পর ধুয়ে ফেললেই আমাদের মাথার ড্যানড্রাফ এবং মাথার তালুতে হওয়া চুলকানিও দূর হয়। এই হেয়ার প্যাকটি শুষ্ক চুলেরও উন্নতি করে ডিমের পুষ্টি আমাদের চুলকে নরম করে তোলে এবং চুলের জেল্লা এবং উজ্জ্বলতা বাড়ে।
এই ছিল ডিম দিয়ে তৈরি করা কয়েকটি হেয়ার প্যাক। এই সবকটি হেয়ার প্যাকই কার্যকরী যেকোনো দামি হেয়ার প্যাকের সমান। বাইরে অনেক টাকা খরচ করে যেই চুলের ধরণ পেতে চান। তা ডিম দিয়ে শুধু মাত্র ৫ মিনিটে মিশ্রণ তৈরি করে পেয়ে যেতে পারেন। তাহলে এত সহজেই যখন আমরা সুন্দর চুল পেয়ে যেতে পারি তখন ডিম দিয়ে হেয়ার প্যাক তো বানানো যেতেই পারে। তাই না?
মন্তব্য করুন