রাম-লীলা এবার এক হতে চলেছেন, কেউ তাদের আর আলাদা করতে পারবে না। বাজি রাও ও মাস্তানির প্রেম কাহিনীও এবার নতুন রুপ নেবে। না না সিনেমার কথা বলছি না! বাস্তবের কথা।
বলিউডের তারকা জুটি দীপিকা- রনভিরের বিয়ে নিয়ে শেষ একবছর ধরে নানা গল্প শোনা যাচ্ছিলো। অবশেষে দীপিকা পাডুকন ও রনভির সিং বাঁধা পড়তে চলেছেন সাত পাকে। একটি বিখ্যাত শীর্ষ ম্যাগাজিন জানিয়েছেন যে এবছরের শেষেই বিয়ে করছেন বলিউডের এই দুই স্টার।
ম্যাগাজিনের দাবী অনুযায়ী নভেম্বরের ২০ তারিখ বিয়ে করছেন দীপিকা- রনভির। ইতালি শহরে বসবে বিয়ের আসর। কাছের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যারা উপস্থিত থাকবেন এই বিয়েতে। এরপর দেশে ফিরে নতুন দম্পতি দেবেন গ্র্যান্ড রিসেপশন পার্টি।
আজ থেকে কাউণ্ট ডাউণ্ট শুরু করে দিন দীপিকা ও রনভিরের বিয়ের। অপেক্ষায় থাকবে গোটা ভক্তকূল নতুন এই দম্পতিকে বিয়ের সাজে দেখার।
মন্তব্য করুন